সৌভিক মুখার্জী, কলকাতা: একসময় দেশের ষষ্ঠ ধনী ব্যক্তি রিলায়েন্স গ্রুপের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানীর কনিষ্ঠ পুত্র অনিল আম্বানির জীবন এখন মোটেও অতটা মসৃণ নয়। হ্যাঁ, তিনি একসময় ছিলেন 42 বিলিয়ন ডলারের মালিক। আর ঠিক তিনিই 2020 সালে নিজেকে আদালতে দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হন।
তবে এই গল্পের পিছনে রয়েছে এক অদ্ভুত রহস্য। তিনি নিজের সবকিছু হারালেও একটা জিনিস কখনোই ছাড়েননি। হ্যাঁ, এমন এক মূল্যবান জিনিস, যা শুধু তার কাছে নয়, বরং গোটা দেশের জন্যই গর্বের প্রতীক। কিন্তু কি সেটি?
অনিল আম্বানির দেউলিয়া হওয়ার কাহিনী
2020 সালে লন্ডনের একটি আদালতে অনিল আম্বানি নিজের দুরবস্থার কথা জানায়। তিনি বলেন, তিনি এখন এমন পরিস্থিতিতে পৌঁছে গিয়েছেন যে, আইনজীবীর পারিশ্রমিক দেওয়ার মতো সামর্থ্য নেই। এমনকি নিজের দৈনন্দিন খরচটুকুও সামলাতে গিয়েও স্ত্রী ও পরিবারের উপর নির্ভরশীল হতে হচ্ছে।
একাধিক ব্যবসায়িক সিদ্ধান্তে ভুল, ঋণের পাহাড় এবং পরিচালনার দুর্বলতার জন্য অনিল আম্বানির সাম্রাজ্য এক্কেবারে ভেঙে পড়ে। কোটি কোটি টাকার ঋণে জর্জরিত হয়ে তিনি আর্থিকভাবে যখন ধ্বংসের মুখে, ঠিক তখন এমন এক জিনিস ছিল, যা অনিল আম্বানি কোনোভাবে ছাড়েননি।
কোন জিনিসের কথা বলছি আমরা?
আসলে অনিল আম্বানির জীবনের সবথেকে মূল্যবান জিনিসটি হল তার 17 তলা বিলাসবহুল বাড়ি Abode, যা মুম্বাইয়ের অভিজাত এলাকা পালি হিলে অবস্থিত। এই বাড়িটি তিনি তার বাবা ধীরুভাই আম্বানির কাছ থেকে উত্তরাধিকার সূত্র পেয়েছিলেন বলে খবর। আর তা কোনও পরিস্থিতিতেই বিক্রি করেননি। কারণ এই বাড়ি তার অতীতের সাক্ষী এবং পারিবারিক ঐতিহ্যের প্রতীক।
আরও পড়ুনঃ ২০২৫ সালে কবে পড়ছে বিশ্বকর্মা পুজো? দেখুন দিনক্ষণ, তিথি-নক্ষত্র এবং নিয়মকানুন
বেশ কিছু বিশেষজ্ঞ বলছে, অনিল আম্বানির এই Abode বাড়িটির বর্তমান বাজার মূল্য প্রায় 5000 কোটি টাকা। এটি দেখতে একেবারে রাজপ্রাসাদের মতোই। বাড়ির ছাদে রয়েছে হেলিপ্যাড, রয়েছে অত্যাধুনিক সুইমিং পুল সহ প্রাইভেট লাউন্স, মাল্টি লেভেল গ্যারেজ, সবকিছই। আর এখানে একাধিক দামি গাড়িও রাখা থাকে। 16,000 বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত এই বিল্ডিংটি যেন একেবারে রাজমহল।
তবে শুধু বিলাসবহুল বাড়ি নয়। অনিল আম্বানির কাছে 311 কোটি টাকা দামের প্রাইভেট জেটও রয়েছে, যা তার ব্যবসায়িক সফরের জন্যই ব্যবহৃত হয়। এমনকি গাড়ির কালেকশনেও কিছু কমতি নেই। রয়েছে Rolls Royce Phantom, Lexus XUV, Audi Q7, and Mercedes GLK350-র মতো সব ব্র্যান্ড।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |