বিক্রম ব্যানার্জী, কলকাতা: আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোর আপত্তিকে বুড়ো আঙুল দেখিয়ে ভারতে ক্রমাগত বিনিয়োগ বাড়াচ্ছে iPhone প্রস্তুতকারক সংস্থা। রিপোর্ট বলছে, আমেরিকার প্রধানের বিরোধিতা সত্বেও বিগত 5 দিনে এদেশ 1.48 বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 12,800 কোটি টাকা বিনিয়োগ করেছে iPhone প্রস্তুতকারক সংস্থা Foxconn।
সিঙ্গাপুর ভিত্তিক সংস্থার মাধ্যমে বিনিয়োগ
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, তাইওয়ানের iPhone প্রস্তুতকারক সংস্থাটি তাদের সিঙ্গাপুর ভিত্তিক সংস্থার মাধ্যমে তামিলনাড়ুর ইউনিট যুজন টেকনোলজি প্রাইভেট লিমিটেডে এই বিরাট বিনিয়োগ করেছে। সূত্রের খবর, মূলত গত 14 মে থেকে 19 মে তারিখের মধ্যে এই বিনিয়োগ করা হয়েছে ওই সংস্থার তরফে। যেই তথ্য ইতিমধ্যেই শেয়ার বাজারে দেওয়া ফাইলিংয়ে জানিয়ে দিয়েছে ওই কোম্পানি।
টিম কুকের বিরাট ঘোষণা
সম্প্রতি Apple সিইও টিম কুক ঘোষণা করেছেন, আগামী জুনে গোটা বিশ্বে বিক্রি হওয়া iPhone গুলির মধ্যে থেকে বেশিরভাগ স্মার্টফোনই ভারত থেকে কিনবে আমেরিকা। জানা যাচ্ছে, ভারতের এই বিরাট সাফল্যের মাঝে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ নীতির প্যাঁচে আটকে থাকা চিন এবার নাকি অন্যান্য বাজারের জন্য বেশিরভাগ ফোন তৈরি করবে।
আমেরিকান প্রেসিডেন্টের কথা রাখেননি কুক
বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে যা খবর, বহু আগেই ভারতের বদলে আমেরিকায় iPhone তৈরির জন্য Apple সংস্থার সিইও টিম কুককে আহ্বান জানিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের সেই অনুরোধে সাড়া দেননি কুক। বদলে আমেরিকার প্রধানকে বুড়ো আঙুল দেখিয়ে ভারতে বিনিয়োগ বাড়িয়ে গিয়েছেন Apple কর্তা।
অবশ্যই পড়ুন: বাংলাদেশের আর্মি চীফের রাশিয়া সফর, হতে পারে বিরাট খেলা! লাভ হবে ভারতের?
প্রসঙ্গত, জানিয়ে রাখা ভাল, ভারতে তৈরি বেশিরভাগ iPhone মূলত দক্ষিণ ভারতের হোন হাইয়ের কারখানায় অ্যাসেম্বল করা হয়ে থাকে। মূলত টাটা গ্রুপের ইলেকট্রনিক্স ইউনিট স্মার্টফোন তৈরির এই কাজটি করে থাকে। বলা বাহুল্য, রতন টাটা সংস্থা প্রথমেই ইউনিট উইস্ট্রন কর্পোরেশনের স্থানীয় ব্যবসা কিনে নিয়েছিল এবং পরবর্তীতে ভারতের পেগাট্রন কর্পোরেশনের সাতে হাতে হাত মিলিয়ে কাজ করতে শুরু করে। বর্তমানে বিগত বছরগুলির তুলনায় দেশে iPhone উৎপাদন রেকর্ড হারে বেড়েছে। কেননা, এদেশে বিশ্বের এই জনপ্রিয় স্মার্টফোন তৈরির খরচ কম হওয়ায় খোদ ভারত সরকার এর উৎপাদন বাড়াতে চাইছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |