চিনা সংস্থার সাথে ২০ বছরের চুক্তি, ভারতে ব্যাটারি খাতে বিপ্লব ঘটাবে অশোক লেল্যান্ড!

Published on:

Ashok Leyland Deal With Chinese company preparing for a battery revolution in India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতে লিথিয়াম আয়ন ব্যাটারির দুনিয়ায় বিপ্লব ঘটাতে চিনের তৃতীয় বৃহত্তম ব্যাটারি প্রস্তুতকারক সংস্থা CALB গ্রুপের সাথে 20 বছরের চুক্তি স্বাক্ষর করল হিন্দুজা গ্রুপের ফ্ল্যাগশিপ সংস্থা অশোক লেল্যান্ড লিমিটেড (Ashok Leyland Deal With Chinese company)। জানা যাচ্ছে, দেশীয় পর্যায়ে লিথিয়াম আয়ন ব্যাটারির প্রযুক্তি বুঝতে এবং তার বিকাশ ঘটাতেই এই বিশেষ পদক্ষেপ নিয়েছে সংস্থাটি।

চিন থেকে ব্যাটারি আমদানি শুরু করবে অশোক লেল্যান্ড

বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট অনুযায়ী, অশোক লেল্যান্ড সংস্থার সিইও শেনু আগরওয়াল জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে আমাদের সংস্থা চিন থেকে ব্যাটারি আমদানি করবে। এরপর তা থেকে ব্যাটারির প্যাক তৈরির প্রযুক্তি শিখে পরবর্তীতে ভারতেই ব্যাটারির ডিজাইন এবং উৎপাদন বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।

আগরওয়ালের মতে, ইলেকট্রিক যানবাহনের দুনিয়ায় যদি আমরা 70 শতাংশ উপাদান বাইরে থেকেই আমদানি করি, সেক্ষেত্রে আমাদের ইভি কোম্পানি বলা যাবে না। তাই ব্যাটারির মান এবং প্রযুক্তি বোঝাটা প্রয়োজন।

50 বিলিয়ন অর্থ বিনিয়োগের পরিকল্পনা রয়েছে সংস্থাটির

রিপোর্ট বলছে, চেন্নাই ভিত্তিক অশোক লেল্যান্ড আগামী 7 থেকে 10 বছরের মধ্যে ব্যাটারি খাতে 50 বিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করছে। এর মাধ্যমে আগামী দিনে পরবর্তী প্রজন্মের উন্নত এবং অত্যাধুনিক ব্যাটারি তৈরি করা হবে। যা ইলেকট্রিক যানবাহনের পাশাপাশি গ্রিড স্টোরেজের মত বড় প্রকল্পগুলিতেও ব্যবহার করা যাবে। বিশেষজ্ঞদের মতে, ভারতে ব্যাটারির চাহিদা ক্রমশ বাড়ছে। আগামী 2035 সালের মধ্যে এই চাহিদা 19 গুণ বৃদ্ধি পাবে বলেই আশা করছেন তারা।

কেন চিনের সাথেই অংশীদারিত্ব করল অশোক লেল্যান্ড?

ভারতে ব্যাটারি উৎপাদনের আগে কেন চিনেই ভরসা করতে হল? এ প্রসঙ্গে অশোক লেল্যান্ড সংস্থার সিইও আগরওয়াল জানিয়েছেন, ব্যাটারি প্রযুক্তি একটি জটিল প্রক্রিয়া এবং এতে ব্যাপক ধৈর্যের প্রয়োজন। এদিকে ভারতে এই মুহূর্তে সেল উৎপাদনের কোনও প্রযুক্তি নেই। তবে চিন এই দিক থেকে অনেক এগিয়ে। তাদের সংস্থাগুলি ব্যাটারি উৎপাদনের কৌশল এবং প্রযুক্তি আয়ত্ত করেছে। আমি মনে করি, প্রযুক্তির থেকে বেশি গুরুত্বপূর্ণ গোটা প্রক্রিয়াটি শিখে নেওয়া। তাই চিনের সংস্থার সাথেই হাত মিলিয়েছি আমরা। তাঁর কথায়, ব্যাটারি এখনও একটি কালো বাক্সের মতো, যা বুঝতে সময় লাগে।

অবশ্যই পড়ুন: বরুণ চক্রবর্তীর বলে একের পর এক ক্যাচ মিস! ষড়যন্ত্রের শিকার KKR তারকা?

উল্লেখ্য, বাস এবং ট্রাকের পাশাপাশি টু হুইলার, ফোর হুইলার এবং গ্রিড স্টোরেজের জন্যও ব্যাটারি প্যাক তৈরি করতে চায় ভারতীয় সংস্থা অশোক লেল্যান্ড। সংস্থাটির লক্ষ্য, আগামী পাঁচ বছরের মধ্যে ভারতে লিথিয়াম আয়ন ব্যাটারির দুনিয়ায় বিপ্লব ঘটানো। সংস্থাটি দাবি করছে, চিনের ব্যাটারি উৎপাদনকারী সংস্থার সাথে হাত মিলিয়ে আমরা খুব শীঘ্রই দেশের মাটিতে ব্যাটারির সেল এবং ডিজাইন তৈরিতে পথ দেখাবো।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥