২০০ টাকার প্ল্যান এনে সবাইকে কাঁপিয়ে দিল BSNL

Published on:

bsnl

শ্বেতা মিত্র, কলকাতা: বছর শেষ হওয়ার আগে বিরাট চমক দিল বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited)। কেউ হয়তো ভাবতেও পারেননি যে সরকারি এই টেলিকম সংস্থাটি এমন চমক দেবে। আসলে এই কোম্পানির তরফে এমন একটি প্ল্যান আনা হয়েছে যেটি কিনা টেলিকম সেক্টরে ঝড় তুলেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

BSNL সারা ভারতে ৫০,০০০ নতুন 4G মোবাইল টাওয়ার স্থাপন করছে। আগামী বছর থেকেই দেশজুড়ে BSNL-এর 4G পরিষেবা শুরু হচ্ছে। বেসরকারি টেলিকম সংস্থা Jio, Airtel এবং Vi-এর থেকে অনেক সস্তায় রিচার্জ প্ল্যান অফার করে বিএসএনএল। তবে আজ আমরা আপনাকে বিএসএনএলের একটি প্ল্যান সম্পর্কে বলছি যা জিও-র থেকে দ্বিগুণ ভ্যালেডিটি দেয়।

BSNL -এর ৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যান

BSNL-এর ৯৯৯ টাকার প্ল্যানে ২০০ দিনের দীর্ঘ ভ্যালেডিটি দেওয়া হয়। বিএসএনএলের এই প্ল্যানটি ব্যবহারকারীদের দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা দেয়। এটি সেই ব্যবহারকারীদের জন্য সেরা বিকল্প হিসাবে তৈরি করে যাদের কল করার জন্য একটি নম্বর প্রয়োজন। তবে এই প্ল্যানে কিন্তু গ্রাহকরা কোনোরকম ডেটা পাবেন না। হ্যাঁ ঠিকই শুনেছেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

BSNL- এর ৯৯৭ টাকার রিচার্জ প্ল্যান

এবার চলুন জেনে নেওয়া যাক সংস্থার অন্য আরেক প্ল্যান সম্পর্কে। আপনি যদি দীর্ঘ ভ্যালিডিটির সঙ্গে ভালো ডেটার সুবিধা নিতে চান তবে বিএসএনএল এর ৯৯৭ টাকার ডেটা প্ল্যানটি দেখতে পারেন। যারা বেশি ডেটা খরচ করতে পছন্দ করেন তাঁদের জন্য এই প্ল্যানটি সেরা। বিএসএনএলের ৯৯৭ টাকার প্ল্যানে ১৬০ দিনের ভ্যালেডিটি পাওয়া যাবে, সঙ্গে থাকবে আনলিমিটেড কলিং, প্রতিদিন 2GB ডেটা এবং প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস পরিষেবা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group