একবার বিনিয়োগে আজীবন মোটা আয়, রইল হাই ডিমান্ড অথচ ইউনিক ব্যবসার আইডিয়া

Published on:

cardboard box manufacturing businesss idea to earn up to 5 lakh a month

পার্থ সারথি মান্না, কলকাতাঃ আজকাল বাজারে একটা ভালো চাকরি পাওয়া বেশ মুশকিল হয়ে গিয়েছে। একদিকে যেমন সরকারি চাকরির জন্য বিপুল প্রতিযোগিতা তেমনি ছোটখটি চাকরির খোঁজ বেরোলেও তাতে হাজার হাজার লোকে আবেদন করছে। তাই অনেকেই নিজস্ব ব্যবসা শুরু করার প্ল্যান করেন। আপনিও কি ব্যবসা শুরু করতে চাইছেন? কিন্তু কিভাবে চালু করবেন বা কোন জিনিসের ব্যবসা করবেন ঠিক করতে পারছেন না? তাহলে আজকের প্রতিবেদনটি আপনাকে অনেকটা সাহায্য করবে।

কম পুঁজিতে ইউনিক ব্যবসার আইডিয়া | Unique Business Idea

WhatsApp Community Join Now

ব্যবসা (Business) শুরু করতে গেলে যে সবসময় অনেক টাকা বা পুঁজির প্রয়োজন তেমনটা কিন্তু একেবারেই নয়। বিশেষ করে আজকাল সরকারের তরফ থেকে প্রচুর স্কিম রয়েছে যা আপনাকে ব্যবসা শুরু করার জন্য অনেক কম সুদে লোনও পেতে সাহায্য করবে। চলুন এবার  আপনাদের একটি ইউনিক ব্যবসার সম্পর্কে বলা যাক। সেটাহল কার্ড বর্ডার বক্সের ব্যবসা।

কার্ডবোর্ডের বক্সের ব্যবসা | Cardboard Box Business

আজকাল অনলাইনে প্রচুর জিনিসপত্র বিক্রি হয়, যা সোজা বাড়িতে ডেলিভারি হয়। এক্ষেত্রে প্যাকেজিংয়ের জন্য কার্ড বর্ডার বক্সার চাহিদা রয়েছে বিপুল। তাছাড়া প্লাস্টিকের ব্যবহার কম করার জন্য সর্বত্র প্রচার চলছেই তাই কার্ডবোর্ডের বক্সের চাহিদা বেশ ভালোই রয়েছে। এই সুযোগে আপনিও বাড়িতে বা ছোট কোনো একটি জায়গা ভাড়া নিয়ে এই ব্যাসবা শুরু করতেই পারেন। ব্যবসার জন্য কি কি লাগবে? কিভাবে বানাবেন সেই সম্পর্কে নিচে জানানো হল।

আরও পড়ুনঃ অল্প বিনিয়োগের মোটা আয়, রইল বাড়ি থেকেই শুরু করার মত তিনটি লাভজনক ব্যবসার খুঁটিনাটি

কিভাবে শুরু করবেন কার্ডবোর্ড তৈরির ব্যবসা?

আপনি যদি কার্ডবোর্ডের ব্যবসা শুরু করতে চান তাহলে আপনাকে প্রথমেই একটা বড় জায়গার ব্যবস্থা করতে হবে। মোটামুটি ৫০০০ বর্গফুট জায়গা হলে কাজ হয়ে যাবে। এছাড়া কাজ শুরুর জন্য কিছু সেমি অটোমেটিক ও কিছু ফুল অটোমেটিক মেশিন কিনতে হবে। যেগুলো আপনার কার্ডবোর্ড কাটিং ও শেপিংয়ের জন্য প্রয়োজন হবে।

জায়গা রেডি করে মেশিনপত্র বসানো হয়ে গেলে কাঁচামাল জোগাড় করতে হবে। সবার আগে প্রয়োজন ক্রাফট পেপার যেটা কমবেশি ৪০ টাকা কেজিতে কিনতে পাওয়া যাবে। এই ক্রাফট পেপারের গুণমানের উপরেই আপনার কার্ডবোর্ডের গুণমান নির্ধারণ হবে। কলকাতার বড়বাজার এলাকায় এই  কাঁচামালের অর্ডার দিয়ে আসতে পারেন। তাহলেই সেটা ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার ব্যবসার জায়গায় পৌঁছে দেওয়া হবে। মেশিনপত্র, কাঁচামাল থেকে শুরু করে কিছু লেবারেরও প্রয়োজন হবে কাজ শুরুর জন্য। সব মিলিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা পর্যন্ত এককালীন বিনিয়োগ করতে হতে পারে। তবে একবার শুরু করলেই মোটা টাকা আয় একেবারে নিশ্চিত।

আরও পড়ুনঃ মাসে আয় ৩০০০০ টাকা! নামমাত্র বিনিয়োগেও শুরু করুন সবথেকে ইউনিক ব্যবসা, সহজেই হবেন মালামাল

কার্ডবোর্ডের ব্যবসায় মাসে কতটাকা আয় হবে?

বাজারে বিভিন্ন ধরণের কার্ডবোর্ড বিক্রি হয়। সাইজ ও কার্ডবোর্ডের ওজন ধরণের ক্ষমতার উপর দাম নির্ভর করে। একবার কার্ডবোর্ড বক্স তৈরী হয়ে গেলে আপনি বড় বড় ডেলিভারি কোম্পানিগুলির সাথে যোগাযোগ করে তাদের সাপ্লাই করতে পারেন। একইসাথে ছোটোখাটো দোকান থেকে রেস্টুরেন্টের জন্য কাস্টমাইজ করে কার্ডবোর্ড বক্স সাপ্লাই দিলেও ভালো আয় হতে পারে। মোটামুটি যদি হিসাব লাগানো যায় তাহলে মাসে ৫ লক্ষ থেকে শুরু করে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয় করা অসম্ভব এই ব্যবসায়।

সঙ্গে থাকুন ➥
X