বাংলায় যা আছে পৃথিবীর কোথাও নেই! বাংলাদেশে ছেড়ে এবার মালদহে নজর চীনের, কেন জানেন?

Published on:

malda china business relations build up amid bangladesh crisis situation

শ্বেতা মিত্র, কলকাতাঃ যত সময় গেছে ততই নানা রকম ঘটনাকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যেকার সম্পর্ক ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছে দুই দেশের ব্যবসায়িক মহলেও। তবে অন্যদিকে এসবের সুযোগ নিয়ে রীতিমতো আখেরে লাভ করছে চিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা! একদিকে যখন ভারত ও বাংলাদেশের মধ্যেকার সম্পর্ক খারাপ হচ্ছে তখন অন্যদিকে বাংলার দিকে নজর দিল চিন! শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আসলে চিনের নজরে এখন উঠে এসেছে মালদা। এদিকে এহেন খবর প্রকাশ্যে আসতেই চমকে গিয়েছেন সকলে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বাংলার দিকে নজর চিনের

তাহলে কি সীমানা পেরিয়ে এখন বাংলাতেও ঢুকতে চাইছে চিন সেনাবাহিনী? উত্তর হল না। আসলে গোটা ব্যাপারটাই হল বাণিজ্যকভাবে। একদিকে যেমন ভারত বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে ঠিক সেভাবেই কিছু বছর আগে ভারত ও চিনের পরিস্থিতিও এক। তবে এই পরিস্থিতি কোনও প্রভাব দুই দেশের ব্যবসায়িক সম্পর্কের ওপর পড়েনি বলে খবর। সাম্প্রতিক সময় ভারত ও চিনের মধ্যেকার ব্যবসায়িক সম্পর্ক কেমন তা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ পেয়েছে। আর এই রিপোর্ট দেখে চোখ কপালে উঠতে পারে আপনারও।

এক রিপোর্ট অনুযায়ী, গত আর্থিক বছরে ভারতের সবচেয়ে বড় ব্যবসায়িক পার্টনার হিসাবে উঠে এসেছে চিন। যা আগে ছিল আমেরিকার দখলে। GTRI এর তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষে চিন ও ভারতের মধ্যে ১১৮.৮ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে। যাইহোক এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে চিন কেন বাংলার মালদার দিকে তাকিয়ে রয়েছে? তাহলে চোখ রাখুন আজকের এই লেখাটির উপর।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

চিনের নজরে মালদা

আসলে চিনের নজর মালদহের আম গাছের দিকে। যার জন্য ইতিমধ্যেই চিনে আলোচনা সেরে এসেছেন মালদহ প্রতিনিধি দল। মালদায় এমন কিছু আমগাছ রয়েছে যার জন্য চিনের ব্যবসা রীতিমতো ফুলেফেঁপে উঠেছে আগামী দিনে এই ব্যবসা যাতে আরো ভালো হয় তার জন্য চিনের প্রতিনিধিরা ভারতে আসতে শুরু করেছেন বিশেষ করে মালদায় আসছেন। আম গাছ থেকে যে প্লাইউড তৈরি হয়, তা পৃথিবীর কোনও গাছ থেকেই তৈরি হয় না। এমন উৎকৃষ্ট মানের প্লাইউডই এখন নজর কেড়েছে চিনের। শুধু নজর কাড়া নয়, শুরু হয়ে গিয়েছে ব্যবসায়িক লেনদেনও। ইতিমধ্যেই বছরে ১০০ কোটি টাকার বেশি টার্ন ওভার শুধুমাত্র মালদহ জেলা থেকেই। কারণ গোটা দেশে মালদাতেই আম গাছের বা বাগানের পরিমাণ সব থেকে বেশি। মাত্র বছর দুই তিনের মধ্যেই চিনের এই চাহিদার জন্যে মালদহে আম গাছের প্লাইউড কারখানা বহু গড়ে উঠেছে।

এই আম গাছ থেকে যে প্লাইউড তৈরি হয় তা সহজেই যেমন খুশি আকৃতি দেওয়া সম্ভব। প্লাই দিয়ে সদৃশ্য আরাম দায়ক চেয়ার, সোফা, সব কিছুই করা সম্ভব। যে কারণে এখন আরও বেশি  বেশি করে মালদা থেকে আমগাছ আমদানি করতে চাইছে চিন বলে খবর। এই বিষয়ে দুলাল সরকার, যিনি চিনে গিয়েছিলেন বাংলার প্রতিনিধি হয়ে তিনি বলেন, ‘মালদহে এরকম অনেক কারখানা আছে। দিল্লি, বম্বে তো যাই। চিন-সহ সারা পৃথিবীতে যায়। চিনের মার্কেট অনেক বড়। চিনে আম গাছ নেই, আম গাছ লাগাচ্ছে। মালদহ, মুর্শিদাবাদ থেকে কেবল ১০০ কোটি টাকার ওপর ব্যবসা হয়।’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group