‘সোনার খনি হবে বাংলা’, সৌরভকে পাশে বসিয়ে বাণিজ্য সম্মেলনে নিয়ে বড় মন্তব্য মমতার

Published on:

bgbs 2025

প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে মাত্র আর কয়েকটা দিন। এরপরেই আরও এক নতুন বছরের আগমন। আর বছর ঘুরলেই একরাশ চমক অপেক্ষা করছে রাজ্যবাসীর জীবনে। শীতের মেলা বসতে চলেছে চারিদিকে। যার মধ্যে অন্যতম হল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। জোরকদমে চলছে প্রস্তুতি। তাই তার আগেই সম্মেলনের ঢাকে কাঠি দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে বৈঠক মমতার

জানা গিয়েছে, আগামী বছর অর্থাৎ ৫-৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। গতকাল অর্থাৎ শুক্রবার নিউ আলিপুরের সরকারি অতিথিশালার ‘সৌজন্য’ গৃহে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বা BGBS এর প্রস্তুতির বৈঠক ছিল। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রথম সারির শিল্পপতিরা। আর সেই বৈঠকে রাজ্যের ‘ব্র্যান্ডদূত’ হিসাবে বৈঠকে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তবে তিনি ছিলেন ‘শিল্পোদ্যোগী’ হিসাবেই। মধ্যমণি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও একাধিক দেশের দূতাবাসের কনসাল জেনারেলরাও উপস্থিত ছিলেন। তবে চলচ্চিত্র জগতের তরফে উপস্থিত ছিলেন শুধুমাত্র আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান তথা পরিচালক গৌতম ঘোষ।

বাংলাকে ‘সোনার খনি’  আখ্যা মুখ্যমন্ত্রীর

তৃতীয়বার ক্ষমতায় আসার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছিলেন, এ বার তাঁর সরকারের লক্ষ্য হবে বাংলায় আরও বিনিয়োগ টেনে আনা। শিল্পস্থাপন এবং কর্মসংস্থানকেই ‘পাখির চোখ’ করে তুলবেন তিনি। তথ্যপ্রযুক্তি-সহ বেশ কিছু ক্ষেত্রে বিনিয়োগ ইতিমধ্যেই হয়েছে বলে প্রশাসনিক তরফে জানা গিয়েছে। নিউ টাউনে সিলিকন ভ্যালিও তৈরি করেছে রাজ্য সরকার। আগামী বাণিজ্য সম্মেলন যাতে সকল উদ্দেশ্যগুলি সুসম্পন্ন করতে পারে, তাই গতকাল সন্ধ্যায় একটি বৈঠকের মাধ্যমে আলোচনা করা হয়েছিল। সেই বৈঠক এবারেও প্রমাণ করল যে রাজ্য তথা দেশের শিল্পমহল কতটা ভরসা করেন মুখ্যমন্ত্রীকে। তাই সবার সেই সমর্থন পাশে নিয়েই মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মবিশ্বাসী ঘোষণা ‘বাংলা হবে সোনার খনি’।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এদিন বৈঠকে উপস্থিত শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা বলেছেন, ‘‘আমরা দেশের ২২টি রাজ্যে ব্যবসা করি। কিন্তু বাংলার মতো শিল্পবান্ধব পরিবেশ দেশের কোনও রাজ্যে নেই।’’ একই সুর শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। তিনি বলেন, “ ক্ষুদ্রশিল্পে আমরা নম্বর ওয়ান। বাংলায় এত ব‌্যবসা হচ্ছে যে কোনও হোটেলে জায়গা নেই। হোম স্টে-তে বিপ্লব হয়ে গিয়েছে। আইটি সেক্টরে ইনফোসিসের মতো সংস্থা আবার বিনিয়োগ করবে। বাংলা এখন লগ্নির সেরা গন্তব‌্য। সব কিছুতে রাজ্য এখন এগিয়ে গিয়েছে। আপনারা সবাই আরও লগ্নি করুন। সরকার পাশে আছে।”

একঝাঁক মন্ত্রী শিল্পপতির সমারোহ

অর্থাৎ বলা যায় শুক্রবারের সন্ধ্যার বৈঠক ছিল জমজমাট। হর্ষ নেওটিয়া, সঞ্জীব পুরী, উমেশ চৌধুরী, রমেশ জুনেজা, উজ্জ্বল সিন্‌হা, সত্যম রায়চৌধুরী, দিলীপ দুগার, মেহুল মোহাঙ্কা, রুদ্র চট্টোপাধ্যায়দের মতো শিল্পপতিরা ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা তথা প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র, মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা, এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মন্ত্রীদের মধ্যে ছিলেন শিল্পমন্ত্রী শশী পাঁজা, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেন, সুজিত বসুরা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group