সৌভিক মুখার্জী, কলকাতা: শুল্ক নিয়ে ফের ভারতের উপর চড়াও হলেন মার্কিন প্রেসিডেন্ট। হ্যাঁ, আবারও চড়া হারে শুল্ক আরোপ করার হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি সাফ জানিয়ে দিলেন, রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করলে আরও মূল্য চোকাতে হবে ভারতকে। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে তিনি নিশ্চয়তা পেয়েছিলেন বলেও দাবি করছেন। তবে গত সপ্তাহে তাঁর এই দাবি কার্যত উড়িয়ে দিয়েছে নয়া দিল্লি।
প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ভারত রাশিয়া থেকে তেল কেনা বাড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে বিধিনিষিদের কারণে রাশিয়া বর্তমানে সস্তায় তেল বিক্রি করছে। এমনকি ভারতই এখন তাদের প্রধান ক্রেতা। তবে ট্রাম্প আপত্তি জানিয়েছে যে, ভারত রাশিয়া থেকে তেল আমদানি করে তাদের রাজস্ব বাড়াচ্ছে এবং এতে করে রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে পারছে। ভারতের তেলের টাকায় নাকি রাশিয়ার যুদ্ধের খরচ উঠে যাচ্ছে। এমনই দাবি করছে মার্কিন প্রেসিডেন্ট। আর সে জন্যই তিনি তেল কেনা বন্ধ করার ক্ষেত্রে বদ্ধপরিকর।
তেল কেনা বন্ধ না করলে চড়া শুল্ক দিতে হবে ভারতকে
এদিকে রবিবার ট্রাম্প এয়ারপোর্টে সফর করার সময় সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। সেখানে একজন সাংবাদিক তাঁকে জিজ্ঞাসা করেন, ভারত জানিয়েছে তারা রাশিয়ার থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করবে না। এ ব্যাপারে আপনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর কোনও কথাও হয়নি বলে নয়া দিল্লি দাবি করছে। তবে তার জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যদি তাই হয়ে থাকে তাহলে ওদেরকে চড়া মূল্যে শুল্ক মেটাতে হবে। এমনকি বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প ভারতীয় পণ্যের উপর আরও বেশি পরিমাণে শুল্ক চাপাতে পারে, যা চিনের ক্ষেত্রে করছেন।
আরও পড়ুনঃ হংকংয়ে ভয়ংকর বিমান দুর্ঘটনা! রানওয়েতে চাকা পিছলে সমুদ্রে পড়ল প্লেন, মৃত ২
এদিকে রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনার জেরে ভারতের উপর আগেই 50% শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। এর ফলে দুই দেশের বাণিজ্যে যে বিরাট ধাক্কা লেগেছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এমনকি গত সপ্তাহে ট্রাম্প দাবি করেছিলেন যে, মোদীর সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে, আর মোদী নাকি তাঁকে বলেছে, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। তবে এর পরেই ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয় যে, এরকম কোনও ফোনালাপ মোদীর সঙ্গে হয়নি। এমনকি ট্রাম্পের দাবি একপ্রকার উড়িয়ে দিয়েছে সাউথ ব্লক। তবে রাশিয়া থেকে সত্যিই ভারত তেল কেনা বন্ধ করবে কিনা, তা নির্ভর করবে কেন্দ্রের সিদ্ধান্তের উপরই।