সামান্য বিনিয়োগে লাভদায়ক ব্যবসা, মাসে আয়ও হবে মোটা টাকা

Published on:

Business Idea

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে চাকরির বাজারে যা অবস্থা, তাতে সবাই স্বনির্ভর হওয়ার জন্য ব্যবসার পথ বেছে নিচ্ছে। তবে সবার মাথায় একটাই প্রশ্ন ঘোরে, কীভাবে ব্যবসা (Business Idea) শুরু করব, আর স্বল্প বাজেটে কোন ব্যবসা শুরু করা যায়, যা মোটা অংকের রিটার্ন দেবে? তাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেবো আজ এই প্রতিবেদনে। আজ এমন একটি ব্যবসার কথা বলব, যা স্বল্প বিনিয়োগে শুরু করলেই মাস গেলে হবে লক্ষাধিক টাকা আয়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কোন ব্যবসার কথা বলছি আমরা?

আসলে আমরা কথা বলছি আমুল ফ্র্যাঞ্চাইজি ব্যবসার কথা। আমুল এমন এক ব্রান্ড, যার নামেই ভরসা পায় লক্ষ লক্ষ মানুষ। দুধ, দই, ঘি, পনির থেকে শুরু করে আইসক্রিম, এমন কোনও পণ্য নেই, যেখানে আমুলের নাম খুঁজে পাওয়া যাবে না। আর এই ব্র্যান্ডের ফ্র্যাঞ্চাইজি খুলে আপনি প্রতি মাসে 5 থেকে 10 লক্ষ টাকা হামেশাই আয় করতে পারবেন। সবথেকে বড় ব্যাপার, এখানে কোনোরকম প্রফিট শেয়ারিং চার্জ নেই।

কত টাকা বিনিয়োগ লাগবে?

যেমনটা ধারণা করা যাচ্ছে, এই ব্যবসা শুরু করতে মোটামুটি 2 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকা মতো বিনিয়োগ করতে হয়। তবে আপনি যদি একটি আমুলের আউটলেট বা Railway Parlor অথবা Kiosk শুরু করতে চান, তাহলে মোটামুটি 2 লক্ষ টাকার আশেপাশে খরচ পড়বে। আর যদি Amul Ice Cream Scooping Parlor করার কথা ভেবে থাকেন, তাহলে মোটামুটি 5 লক্ষ টাকা বিনিয়োগ করলেই হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কোথায় করবেন দোকান?

আপনি নিজস্ব কোনও দোকান বা ভাড়া করা দোকানে আমুল ফ্র্যাঞ্চাইজি অনায়াসে চালু করতে পারবেন। তবে হ্যাঁ, শর্ত মানতে হবে একটাই। লোকেশন ভালো দরকার এবং দোকানটি মোটামুটি সুন্দরভাবে সাজাতে হবে। দোকান সেটআপ করতে মোটামুটি 1.5 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকা পর্যন্ত খরচ পড়বে।

প্রোডাক্ট কোথা থেকে পাবেন?

আপনি যদি একবার আমুল ফ্র্যাঞ্চাইজি চালু করতে পারেন, তাহলে দোকানে আমুলের হোলসেল ডিলাররা সরাসরি আপনার কাছে প্রোডাক্ট সরবরাহ করবে। আপনাকে আলাদা করে কোনও জায়গায় যেতে হবে না প্রোডাক্ট জোগাড় করার জন্য।

আরও পড়ুনঃ বাংলাদেশে বিদ্যুৎ বিক্রয় চুক্তি নিয়ে আলোচনায় বসছেন আদানি

লাভ কত হবে?

আমুলের ব্যবসায় লাভের অংক শুনলে মাথায় কাজ করবে না অনেকের। অনেক কারণ আইসক্রিমে প্রায় 20% কমিশন পাওয়া যায়, দুগ্ধজাত পণ্যে 10% কমিশন পাওয়া যায়, দুধের পাউচে 2.5% কমিশন পাওয়া যায়, স্কুপ আইসক্রিম পার্লারে মোটামুটি 50% পর্যন্ত লাভ থাকে এবং প্যাকেট আইসক্রিমে 20% কমিশন পাওয়া যায়।

এই লাভের অংক শুনেই বোঝা যাচ্ছে যে, এখানে ঠিকভাবে ব্যবসা চালাতে পারলে প্রতি মাসে 5 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা আয় করা কোন ব্যাপারই না। তবে আপনার আয়ের পরিমাণ নির্ভর করবে দোকানের লোকেশন এবং গ্রাহকের রেস্পন্সের উপরেই। 

আর সবথেকে ব্যাপার, এই ব্যবসা শুরু করতে গেলে কোনোরকম ব্যবসায়িক ডিগ্রি বা শিক্ষাগত যোগ্যতা দরকার লাগে না। শুধু নিজের মানসিকতা আর পকেটে সামান্য পুঁজি থাকলেই শুরু করা যায় এই ব্যবসা। তাই যদি ভবিষ্যৎকে সুরক্ষিত করতে চান, তাহলে আজই শুরু করুন আমুলের এই ফ্র্যাঞ্চাইজি এবং ভবিষ্যৎকে চিন্তামুক্ত করুন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group