সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময় দাঁড়িয়ে ষোল আনা মানুষই নিজের আয় বাড়াতে চায়। অনেকে চাকরির পাশাপাশি ছোটখাটো ব্যবসা (Business Idea) শুরু করে ভবিষ্যতে মালামাল হওয়ার চিন্তাভাবনা করেন। আপনিও যদি এমন কোন চিন্তাভাবনা মাথায় আনেন তাহলে দারুন একটি ব্যবসার আইডিয়া রয়েছে। হ্যাঁ, আমরা এমন একতি ব্যবসার কথা বলবো, যা স্বল্প বিনিয়োগে আপনাকে কোটিপতি বানিয়ে দেবে। আর এই ব্যবসার চাহিদা শহর থেকে শুরু করে গ্রামের অলিগলিতে হু হু করে দিনের পর দিন বাড়ছে।
কোন ব্যবসার কথা বলছি আমরা?
আসলে আমরা বলছি পারপাস ক্রিম তৈরির ইউনিট শুরু করার কথা। হ্যাঁ, আজকাল মানুষ ফিটনেস এবং স্কিন কেয়ারের দিকে একটু বেশিই মনোযোগ দেয়। বাজারে তো বিভিন্ন রকম স্কিন ক্রিম পাওয়া যায়। তবে সবাই চায় ঝকঝকে ত্বক এবং গ্ল্যামার লুক। তাই অল পারপাস ক্রিমের প্রতি ঝোঁক বাড়ছে দিনের পর দিন। আর এখানেই তৈরি হচ্ছে আপনার বাজিমাতের সুযোগ।
অল পারপাস ক্রিম কী?
আসলে অল পারপাস ক্রিম হল এক ধরনের সাদা আঠালো ধরনের ক্রিম, যা ত্বকের শুকনোভাব দূর করে এবং আর্দ্রতার হাত থেকে রক্ষা করে। আর এটি সব ঋতুতেই ব্যবহার করা যায়। বর্তমানে বিউটি পার্লারের সংখ্যা যে হারে বাড়ছে, তাতে এই ক্রিমের চাহিদাও বাড়ছে। মেট্রো শহর থেকে শুরু করে ছোট ছোট গ্রামের অলিগলি, সব জায়গায়ই এর চাহিদা আকাশছোঁয়া।
কীভাবে শুরু করবেন অল পারপাস ক্রিম তৈরির ইউনিট?
সম্প্রতি এক রিপোর্টে উঠে এসেছে চমক দেওয়া তথ্য। জানা যাচ্ছে মাত্র 14.95 লক্ষ টাকা দিয়ে এই ব্যবসা শুরু করা যায়। তবে হ্যাঁ, নিজের পকেট থেকে আপনাকে খোয়াতে হবে মাত্র 1.52 লক্ষ টাকা। কারণ ষোল আনা অংশই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে লোন পাবেন। আর এখানে টার্ম লোন হিসাবে পাবেন 4.44 লক্ষ টাকা এবং ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে পাবেন 9 লক্ষ টাকা পর্যন্ত লোন।
আরও পড়ুনঃ চাকরি বদলালেও হবে না সমস্যা, অ্যাকাউন্ট ট্র্যান্সফার জলভাতের মতো সহজ করল EPFO
এবার আসি বিনিয়োগের কোথায়। প্রথমত প্ল্যান্ট এবং মেশিনারিতে 3.43 লক্ষ টাকা মতো বিনিয়োগ করা লাগবে এবং ফার্নিচার ও ফিক্সচারে 1 লক্ষ টাকা মতো বিনিয়োগ করতে হবে। পাশাপাশি প্রি-অপারেটিভ খরচ করতে হবে 50 হাজার টাকা এবং ব্যবসার জন্য মূলধন দরকার 10.5 লক্ষ টাকা। তবে হ্যাঁ, 400 স্কয়ার মিটার জায়গা লাগবে ইউনিট বসানোর জন্য। এমনকি ইচ্ছা করলে ভাড়া নিয়েও শুরু করতে পারেন এই ব্যবসা।
কত আয় হবে এই ব্যবসা থেকে?
বেশ কিছু রিপোর্ট বলছে, প্রথম বছর থেকে এই ব্যবসায় যদি ফুল ক্যাপাসিটিতে উৎপাদন শুরু করতে পারেন তাহলে 6 লক্ষ টাকা অবধি লাভ করতে পারবেন। হ্যাঁ, আমরা বছরের হিসাব বলছি। তবে ব্যবসা শুরু করার পর আয় দিনের পর দিন বাড়বে। এমনকি পাঁচ বছরে ব্যবসার লাভের অঙ্ক পৌঁছে যাবে প্রায় 9 লক্ষ টাকা।
তাই যদি স্বল্প বিনিয়োগে বেশি লাভের সুযোগ খুঁজে থাকেন, তাহলে আজই শুরু করতে পারেন অল পারপাস ক্রিম তৈরির ব্যবসা। কারণ এখান থেকে খুব সহজেই আপনি কোটিপতি হতে পারবেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |