অন্যের সাথে শুয়ে মাস গেলে আয় ৫০ হাজার টাকা! রইল সেরা ব্যবসার আইডিয়া

Published on:

Business Idea

সৌভিক মুখার্জী, কলকাতা: আর্থিক টানাটানির মধ্যে পড়ে সবাই আয়ের বিকল্প রাস্তা খোঁজে। আর তারই বাস্তব উদাহরণ হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বাসিন্দা মনিকা জেরেমায়া। হ্যাঁ, তিনি এমন এক অভিনব ব্যবসা শুরু করেছেন, যা শুনলে রীতিমতো ভিমড়ি খাবেন। 

আসলে তিনি অপরিচিতদের সঙ্গে নিজের বিছানা ভাগ করে নিয়ে হট বেডিং নামক এক বিরল ব্যবসা (Business Idea) শুরু করে প্রতি মাসে 54,000 টাকা পর্যন্ত আয় করছেন। মানে ভাবতে পারছেন? কিন্তু কীভাবে? চলুন একটু জেনে নিই।

কী এই হট বেডিং?

খোঁজ নিয়ে জানা গেল, হট বেডিং হল এমন একটি ব্যবসা, যেখানে দুজন ব্যক্তি একই বিছানায় ঘুমায়। কিন্তু কোনোরকম রোমান্টিক সম্পর্ক ছাড়াই, শুধুমাত্র ঘুমের জন্য। হ্যাঁ, মনিকা জানিয়েছে, এটাই তার কাছে সাশ্রয়ী আর উপার্জনের মূল চাবিকাঠি।

তার মতে, যদি দুজন মানুষ পরস্পরকে ব্যক্তিগত সম্মান জানাতে পারে এবং শারীরিক সম্পর্কের প্রত্যাশা না থাকে, তাহলে হট বেডিং হতে পারে ব্যবসার একেবারে সেরা বিকল্প। এমনকি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকাও এখান থেকে আয় করা যায়।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

করোনা সংকটেই খুঁজে পেলেন ব্যবসার আইডিয়া

বলে রাখি, মনিকা আগে একজন এডুকেশন এজেন্সি ছিলেন। তবে কোভিড-19 মহামারীর সময় সেই ব্যবসা পুরো মুখ থুবড়ে পড়ে। তখন তার জীবন একাবারে দুর্বিসহ হয়ে পড়েছিল। সেই কঠিন পরিস্থিতিকে চ্যালেঞ্জ নিয়ে তিনি ভাবতে শুরু করেন। আর সেখান থেকে এই ব্যবসার উদ্ভব।

খোঁজ নিয়ে জানা গেল, প্রথমে তার ক্লায়েন্ট ছিলেন একজন পুরনো পরিচিত। এমনকি নিজের প্রাক্তন সঙ্গীকেও তিনি প্রস্তাব দেন একসঙ্গে থাকা ও করোনা থেকে নিরাপদ থাকার জন্য। সবথেকে বড় ব্যাপার, তার প্রাক্তন সঙ্গী রাজিও হয়ে যান।

আরও পড়ুনঃ ‘আমাদের ক্ষতি হলে ছেড়ে দেব না!’ ভারত-আমেরিকার বাণিজ্যিক চুক্তি নিয়ে হুমকি চিনের

বিপুল জনপ্রিয়তা লাভ করে তাঁর ব্যবসা

এই ব্যবসা শুধুমাত্র মনিকার একার নয়। তিনি বিশ্বাস করেন, অনেকেই এভাবে অতিরিক্ত আয়ের পথ খুঁজে পেতে পারে। বিশেষ করে যারা একা থাকে বা নিরাপদ ও শান্তিতে ঘুমাতে চান, তাদের জন্য এটি হতে পারে সেরা বিকল্প।

মনিকা দাবি করছে যে, তার ঘর এখন 5-স্টার হোটেলের মতোই সাজানো। অতিথিরা আরামদায়ক এবং পরিষ্কার পরিবেশ পায় সেখানে, যাতে তারা নিরাপদে ঘুমোতে পারে। আর 2023 সালে তিনি জানান, বাড়তে থাকা মূল্যস্ফীতির জন্য তিনি এই পরিষেবার দাম প্রতি সপ্তাহে 14,000 টাকা করতে পারেন। ফলে মাস গেলে যে 50,000 টাকা হামেশাই আয় হবে, তা বলার অপেক্ষা রাখে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥