১৮০ কোটির চুক্তি বাতিল বাংলাদেশের! এর মধ্যেই শেয়ার বাজারে ইতিহাস গড়ল গার্ডেনরিচ শিপবিল্ডার্স

Published on:

Updated on:

Gardenreach Shipbuilders shares rise sharply despite Bangladesh contract cancellation

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি 180 কোটি টাকার চুক্তি বাতিল করে ভারতের কলকাতা ভিত্তিক জাহাজ প্রস্তুতকারক সংস্থা গার্ডেনরিচ শিপবিল্ডার্সকে (Garden Reach Shipbuilders & Enginers Ltd) ধাক্কা দিয়েছিল বাংলাদেশ! তবে ইউনূসের সেই ধাক্কাতেই যেন আরও কয়েক গুণ লাফিয়ে সাফল্য পেল কলকাতার এই সংস্থা। জানা যাচ্ছে, চলতি মাসে শহরের এই সংস্থার শেয়ারের দাম এক লাফে 75 শতাংশেরও বেশি বেড়েছে।

কাজে এল না বাংলাদেশের শয়তানি!

শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশের তরফে পাওয়া 180 কোটির চুক্তি হঠাৎ করেই বাতিল করে দেয় ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আর এরপরই, কলকাতা ভিত্তিক সংস্থা গার্ডেনরিচ শিপবিল্ডার্সের শেয়ার কিছুটা হলেও পড়ে গিয়েছিল। তবে সেই ধাক্কাতে যেন শাপে বর হয়েছে ভারতীয় সংস্থার। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, চলতি মাসে ওই সংস্থার শেয়ারের দাম এক লাফে 300 টাকারও ওপরে উঠে গিয়েছিল। অর্থাৎ 9 শতাংশেরও বেশি বৃদ্ধি দেখায় ওই সংস্থা।

একটি জনপ্রিয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছে, গতকাল অর্থাৎ বুধবার প্রতিরক্ষা খাতের সংস্থা গার্ডেনরিচ শিফট বিল্ডার্সের শেয়ার তরতরিয়ে বেড়েছিল। জানা যায়, বুধবার দিন BSI-তে গার্ডেনরিচ শিপবিল্ডার্সের শেয়ার এক ধাক্কায় 9 শতাংশেরও বেশি লাফিয়ে 3464.85 টাকায় রেকর্ড উচ্চতা ছুঁয়েছিল। অর্থাৎ গত মাসের তুলনায় এই সংস্থার শেয়ার দর 75 শতাংশেরও বেশি বৃদ্ধি পায়।

নরওয়ের সংস্থার সাথে হাত মিলিয়েছে শিপবিল্ডার্স

জানা গিয়েছে, নরওয়ের এক সংস্থার সাথে ভারতের প্রথম মেরু গবেষণা জাহাজ তৈরির চুক্তি স্বাক্ষর করেছে কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স। বেশ কয়েকটি রিপোর্ট জানাচ্ছে, দেশের প্রথম পোলার রিসার্চ শিপ তৈরি হবে এই দুই সংস্থার যৌথ উদ্যোগে। হ্যাঁ, নরওয়ের কংসবার্গ সংস্থা ও ভারতের গার্ডেনরিচ শিপবিল্ডার্স যৌথভাবে এবার ভারতের প্রথম মেরু গবেষণা জাহাজ তৈরি করবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

জানিয়ে রাখি, এই জাহাজটি তৈরি হবে কলকাতায় এবং পরবর্তীতে ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওসেন রিসার্চের প্রয়োজনীয়তা পূরণ করবে এটি। কোথায় মোতায়েন করা হবে এই জাহাজ? আপাতত যা খবর, ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চ ওই জাহাজটিকে মেরু ও দক্ষিণ মহাসাগর অভিযানে মোতায়েন করবে।

অবশ্যই পড়ুন: মধ্যবিত্তের মাথায় বাজ! ১২% GST স্ল্যাব তুলে দিতে পারে কাউন্সিল, দাম বাড়বে এই পণ্যগুলির

শিপবিল্ডার্সের শেয়ারে বিরাট উত্থান

একাধিক রিপোর্ট ঘেঁটে জানা গেল, গার্ডেনরিচের ওই সংস্থা চতুর্থ ত্রৈমাসিকে 244 কোটি টাকা মুনাফা অর্জন করেছে। অন্যদিকে ওই একই সময়ে সংস্থার রাজস্ব আয় 62 শতাংশ বেড়ে 1642 কোটি টাকা হয়েছে। বলা বাহুল্য, বিগত পাঁচ বছরে কলকাতার এই গার্ডেনরিচ শিপবিল্ডার্স সংস্থার শেয়ারের দাম 2000 শতাংশেরও বেশি বেড়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥