নয়া ব্যবসায় নামল আদানি গ্রুপ, দুই বড়বড় কোম্পানির উঠল নাভিশ্বাস

Published on:

Goutam adani will join Cable and electric wire industry

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের কেবল এবং তার শিল্পে (Cable Business) এবার বড়সড় পরিবর্তন আসতে চলেছে। কারণ এই শিল্পে এবার পা রাখতে চলেছে দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক সংস্থা আদানি গ্রুপ। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। এর ফলে বাজারের বিদ্যমান সংস্থাগুলির প্রতিযোগিতা আরো তীব্র হয়ে উঠবে। বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রের খবর, আলট্রাটেকের পর এবার আদানি গ্রুপ তার এবং কেবল ব্যবসায় প্রবেশের ঘোষণা করেছে। আদানির সহায়ক সংস্থা Kutch Copper ইতিমধ্যেই প্রণিতা ভেঞ্চারে সঙ্গে একটি চুক্তি সেরেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কী প্রভাব ফেলবে আদানি গ্রুপের প্রবেশ?

বর্তমান সময়ে ভারতের কেবল এবং তার শিল্পের বাজার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আদানি গ্রুপের প্রবেশ মানে প্রচুর বিনিয়োগ, উন্নত প্রযুক্তি এবং আগ্রাসী ব্যবসায়িক কৌশল। এর ফলে ছোট এবং মাঝারি সংস্থাগুলির জন্য প্রতিযোগিতা আরও কঠিন হবে। তবে এই শিল্পে বিনিয়োগকারীদের জন্য কিছু চ্যালেঞ্জও রয়েছে। 

প্রথমত কেবল এবং তার কোম্পানিগুলির শেয়ারের দাম এখন চড়া। কারণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি, Havells এখন 63 গুণ PE রেশিওতে লেনদেন করছে, KEI Industries 48 গুণ PE রেশিওতে লেনদেন করছে, RR Kabel 42 গুণ PE রেশিওতে লেনদেন করছে, Polycab 40 গুণ PE রেশিওতে লেনদেন করছে। এখন যার PE রেশিও যত বেশি, তার শিল্পের বিনিয়োগে ঝুঁকি তত বেশি। কারণ শেয়ারের মূল্য ইতিমধ্যেই আকাশছোঁয়া। তবুও আদানির মত বড় গ্রুপের প্রবেশ বাজারে আরো নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ভারতের কেবল ও তার শিল্পের সামগ্রিক চিত্র

ভারতের কেবল এবং তার শিল্পের প্রধান কোম্পানিগুলির মোট সম্পদের পরিমাণ সম্পর্কে জানলে অবাক হবেন। এখনে বেশ কিছু কোম্পানির মোট সম্পদের পরিমাণ দেওয়া হল- 

  • UltraTech: 83,280/- কোটি টাকা
  • Havells: 5,684/- কোটি টাকা
  • Polycab: 3,744/- কোটি টাকা
  • KEI Industries: 1,129/- কোটি টাকা
  • RR Kabel: 825/- কোটি টাকা
  • Finolex Cables: 809/- কোটি টাকা

বিভিন্ন সংস্থার ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা

কেবল এবং তার শিল্পে বড় বড় কোম্পানিগুলি আগামী বছরগুলিতে বড় বিনিয়োগের পথে হাঁটতে পারে। বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, কোম্পানিগুলি প্রচুর পরিমাণে বিনিয়োগ করতে পারে। যেমন-

  • UltraTech: 1800/- কোটি টাকা (2 বছরে)
  • Polycab: 6,000-8,000/- কোটি টাকা (5 বছরে)
  • Havells: 1,000/- কোটি টাকা (2 বছরে)
  • KEI Industries: 1,000/- কোটি টাকা (2-3বছরে)
  • RR Kabel: 1,000/- কোটি টাকা (3 বছরে)
  • Finolex Cables: 200/- কোটি টাকা

এবার আদানি গ্রুপের বাজারে প্রবেশ করায় অন্যান্য সংস্থাগুলির বিনিয়োগের পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে।

ভারতে কেবল ও তার শিল্পের ভবিষ্যৎ

বর্তমান সময়ে ভারতের বিদ্যুৎ সংযোগ ও নির্মাণ খাতে কেবল ও তার শিল্প প্রায় 50% অংশীদারিত্ব দখল করে রেখেছে। 2007 সালের মধ্যে এদের বাজারে আকার হতে পারে 1.25 লক্ষ কোটি টাকা। সেই হিসেবে 2024 থেকে 2029 সালের মধ্যে এই শিল্পের বছরভিত্তিক প্রবৃদ্ধির হার হতে পারে 11 থেকে 13%। হিসাব দেখে বোঝাই যাচ্ছে, আগামী দিনে এই শিল্পে ভারতে ব্যাপক পরিমাণে বৃদ্ধি আসতে চলেছে।

আদানি গ্রুপ শিল্পের জন্য আশীর্বাদ নাকি চ্যালেঞ্জ?

আদানি গ্রুপের মতো বড় কোম্পানি যখন কোন শিল্পে পা ফেলে তখন প্রধানত দুটি বিষয় ঘটে। প্রথমত বাজারে নতুন উদ্ভাবন এবং বৃহৎ বিনিয়োগ আসে। দ্বিতীয়ত ছোট সংস্থাগুলির জন্য প্রতিযোগিতা বাড়ে। বর্তমান সময়ে ভারতের কেবল ও তার শিল্পের শীর্ষ কোম্পানিগুলি হল Havells, Polycab, KEI, RR Kabel, Finolex Cables। এরা ইতিমধ্যেই বড়সড় বিনিয়োগ করছে। কিন্তু আদানি গ্রুপের প্রবেশ মানে বাজারে একচেটিয়া দখল নেওয়ার সম্ভাবনা। এখন দেখার বিষয় প্রতিযোগিতার বাজারে এই ছোট কোম্পানিগুলি তাদের ব্যবসা টিকিয়ে রাখতে পারে কিনা।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group