বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রধানমন্ত্রীর কথামতোই সংস্কার করা হয়েছে GST ব্যবস্থায়। চার স্ল্যাবের মধ্যে থেকে দুই স্ল্যাব তুলে দেওয়ায় এবার প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে নানান পণ্যের দামে বড় পতনের আশায় আমজনতা। ঠিক সেই আবহে এবার প্রশ্ন উঠছে, পেট্রোল ডিজেলকে কবে GST-র আওতায় আনবে কেন্দ্র (GST On Petrol Diesel)?
বলা বাহুল্য, বহু আগেই পেট্রোল-ডিজেলের মতো প্রয়োজনীয় জ্বালানি GST ব্যবস্থার আওতায় নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছিল মোদি সরকার। তবে বেশ কিছু সমস্যার কারণে সেই প্রতিশ্রুতি এখনও পর্যন্ত পূরণ করা সম্ভব হয়নি। ফলত, আবারও পেট্রোল ডিজেলের আকাশছোঁয়া দামকে সামনে রেখে আমজনতা প্রশ্ন করছেন, আদৌ GST ব্যবস্থার আওতায় আসবে পেট্রোল-ডিজেল? অবশেষে মুখ খুলল কেন্দ্র।
আদৌ কমবে পেট্রোল, ডিজেলের দাম?
বর্তমানে দেশের প্রায় বেশিরভাগ শহরেই পেট্রোলের দাম 100 টাকা ছাড়িয়েছে, ডিজেল বিক্রি হচ্ছে 90 টাকারও বেশি দামে। এমতাবস্থায়, পকেটের যন্ত্রণা কমাতে আমজনতা জানতে চাইছেন আর কবে পেট্রোল, ডিজেলকে GST ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে? কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী নতুন GST সংস্কারের আওতায় আগামী 22 সেপ্টেম্বর থেকে নিত্য প্রয়োজনীয় একাধিক পণ্যের দাম কমতে চলেছে। তাতে উপকৃত হবেন দেশবাসী। কিন্তু পেট্রোল, ডিজেল নিয়ে সুখবর কবে মিলবে? অবশেষে প্রকাশ্যে এল বড় তথ্য।
পেট্রোল, ডিজেল কি আদৌ GST ব্যবস্থার আওতায় আসবে? এমন প্রশ্নের উত্তরে এবার সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের চেয়ারম্যান সঞ্জয় কুমার আগরওয়াল জানিয়েছেন, এই মুহূর্তে পেট্রোল এবং ডিজেলকে GST ব্যবস্থার আওতায় নিয়ে আসা সম্ভব নয়। কারণ হিসেবে তাঁর বক্তব্য, পেট্রোল এবং ডিজেলের উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট আরোপ করা হয়ে থাকে। ফলে কেন্দ্রীয় অবগারি শুল্কের মতোই বিভিন্ন রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় সরকার মোটা রাজস্ব পায়।
সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় বাবু বলেন, পেট্রোল এবং ডিজেল উভয় পেট্রোকেমিক্যাল পণ্যই রাজ্যগুলিকে ভ্যাট আকারে এবং কেন্দ্রীয় সরকারকে অবগারি শুল্ক আকারে পর্যাপ্ত রাজস্ব দিয়ে থাকে। তাই রাজস্বের দিকে তাকাতে গেলে এই পণ্যগুলির উপর GST বসানো সম্ভব নয়। অন্যদিকে সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারমন বলেছিলেন, সরকার ইচ্ছে করেই GST ব্যবস্থার আওতায় পেট্রোল এবং ডিজেলকে আনেনি। ফলত, বোঝাই যাচ্ছে এই দুই পেট্রোকেমিক্যাল পণ্যের দাম কমা তো দূর বরং আগামীতে আরও বাড়তে চলেছে!
অবশ্যই পড়ুন: নিউজিল্যান্ডের রেস্তোরাঁয় বিরাট, অনুস্কাকে ঘাড় ধাক্কা! ফাঁস হল আসল কারণ
প্রসঙ্গত, এর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্পষ্ট বলেছিলেন, পেট্রোল এবং ডিজেলকে GST ব্যবস্থায় নিয়ে আসার জন্য আইনতভাবে আমরা পুরোপুরি প্রস্তুত। তবে সিদ্ধান্ত নিতে হবে রাজ্যগুলিকেই। তাঁর কথায়, এই দুই পেট্রোকেমিক্যাল পণ্য GST ব্যবস্থার আওতায় আসার বিষয়টি পুরোপুরি নিশ্চিত ছিল। তবে, সময়ের সাথে সাথে বদলে গেল সেই সুর।