বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের সর্বোচ্চ ধনী ব্যক্তি মুকেশ আম্বানি হলেও তালিকার দ্বিতীয় স্থানে কিন্তু উজ্জল অক্ষরে লেখা গৌতম আদানির (Gautam Adani) নাম। হ্যাঁ, অর্থের হিসেবে ভারতের বর্তমান দ্বিতীয় ধনীতম ব্যক্তি তথা ব্যবসায়ী আদানি বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় একেবারে ওপরের দিকেই বিচরণ করেন।
তবে জানলে অবাক হবেন, ধনকুবের গৌতম আদানি গত এক বছরে বেতন বাবদ পেয়েছেন মাত্র 10 কোটি 41 লক্ষ টাকা। যেই অঙ্কটা আমজনতার জন্য বিরাট হলেও আদানি গোষ্ঠীর মালিক গৌতমের ক্ষেত্রে একেবারেই খাটে না! তার ওপর বেতন বাবদ তো না-ই। হিসেব বলছে, ভারতের অন্যান্য শিল্পপতির থেকে আদানি অনেকটাই কম বেতন পান।
আদানির বেতনের উৎস
বেশ কয়েকটি সূত্র ও রিপোর্ট অনুযায়ী, বর্তমানে আদানি গোষ্ঠীর 9টি সংস্থার মধ্যে মাত্র দুটি সংস্থার সাথে একেবারে সরাসরি যুক্ত রয়েছেন গৌতম আদানি। ফলত, ওই দুই সংস্থা থেকেই বেতন বাবদ কোটি টাকা পেয়ে থাকেন গৌতম। বেশ কয়েকটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, 2024-25 আর্থিক বছরে আদানি বেতন বাবদ 2 কোটি 54 লক্ষ টাকা পেয়েছেন।
এছাড়াও আদানি পোর্টস থেকে তাঁর হাতে এসেছে 7 কোটি 87 লক্ষ টাকা। দুই সংস্থা মিলিয়ে তাঁর বেতন ছিল 10 কোটি 41 লক্ষ টাকা। বলে রাখি, গত আর্থিক বছরে আদানির বেতনের পরিমাণ ছিল 9 কোটি 26 লক্ষ, সেই তুলনায় 2025 অর্থনৈতিক বছরে অনেকটাই বেশি বেতন পেয়েছেন ভারতের এই ধনী ব্যবসায়ী।
অবশ্যই পড়ুন: গোপনে ১২৩ জনের প্রাণ কেড়েছেন ইউনূস! ভারত থেকেই বিরাট তথ্য ফাঁস
মুকেশ আম্বানি সহ অন্যান্য শিল্পপতিদের বেতন কত?
আদানির বার্ষিক বেতন 11 কোটির মধ্যে হলেও রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি সহ অন্যান্য ভারতীয় শিল্পপতিদের বার্ষিক বেতন সেই তুলনায় অনেকটাই বেশি। সদ্য প্রকাশিত বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি গত বছর বার্ষিক বেতন বাবদ 15 কোটি টাকা পেয়েছিলেন।
অন্যদিকে ভারতী এয়ারটেলের প্রধান সুনীল মিত্তাল বার্ষিক বেতন বাবদ গতবছর 32 কোটি 27 লক্ষ টাকা তুলেছিলেন। এছাড়াও বাজাজ গ্রুপের রাজীব বাজাজ গত বছর বেতন পেয়েছেন 53 কোটি 75 লক্ষ টাকা। একই সাথে বলে রাখি, হিরো মোটো কর্পের পবন পুঞ্জল গত বছর বেতন হিসেবে 109 কোটি টাকা তুলে রেকর্ড ছুঁয়েছেন।