সৌভিক মুখার্জী, কলকাতা: এখনকার সময় বাড়িতে বসেই ব্যবসা করা যায়। তাও একদম স্বল্প বিনিয়োগে। যদি আপনার মনেও এরকম কোন চিন্তাভাবনা আসে এবং কোন লাভজনক ব্যবসা শুরু করতে চান, তাহলে পাপড় তৈরির ব্যবসা (Papad Business) হতে পারে সেরা বিকল্প। কারণ এই ব্যবসা শুরু করলে আপনাকে কোন চাকরি খুঁজতে হবে না বরং আপনার কাছে সবাই চাকরি খুঁজতে আসবে। জানলে অবাক হবেন, এই ব্যবসার মাধ্যমে ৩৫ থেকে ৪০% লাভ থাকে এবং প্রতি মাসে ১ লক্ষ টাকার বেশি আয় করা কোন ব্যাপার না। কিন্তু কীভাবে শুরু করবেন এই ব্যবসা? চলুন জেনে নিই আজকের প্রতিবেদনে।
পাপড়ের ব্যবসা শুরু করতে কত খরচ লাগবে?
খরচ বলতে গেলে এই ব্যবসা শুরু করতে মোটামুটি ৬ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। এর মধ্যে ২ লক্ষ টাকা আপনাকে নিজস্ব বিনিয়োগ করতে হবে এবং ৪ লক্ষ টাকা আপনি লোন পাবেন। আর এই লোন দেবে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (PMMY)। খরচের মধ্যে থাকবে দুটি মেশিন, প্যাকেজিং মেশিন এবং অন্যান্য সরঞ্জামের কিছু খরচ। আর থাকবে কর্মচারীদের বেতন, কাঁচামালের খরচ, বিদ্যুৎ, জল এবং ভাড়ার খরচ। এইসব মিলিয়ে মোটামুটি ৬ লক্ষ টাকার মধ্যে ব্যবসা শুরু করতে পারবেন।
পাঁপড়ের ব্যবসা শুরু করতে কী কী লাগবে?
এই ব্যবসা শুরু করার জন্য খুব বেশি জায়গার দরকার হয় না। মাত্র ২৫০ বর্গফুট জায়গা থাকলে সহজেই শুরু করতে পারবেন। তবে ব্যবসা শুরু করার জন্য ৩ জন অদক্ষ শ্রমিক হলে চলবে, তবে ২ জন দক্ষ শ্রমিক এবং ১ জন সুপারভাইজার দরকার। মোট ৬ জন কর্মী নিয়ে আপনি সহজেই এই ব্যবসা চালাতে পারবেন।
লোন কীভাবে পাবেন?
আপনার যদি সামর্থ্য খুব বেশি না থাকে, তাহলে আপনি চাইলে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে যেকোন ব্যাংক থেকে সহজ শর্তে লোন নিতে পারবেন। তবে বলে রাখি, লোন নিলে ৫ বছরের মধ্যে শোধ করতে হবে এবং কম সুদের হারেই এই লোন পাওয়া যায়। এজন্য আপনাকে ব্যাংকে গিয়ে আবেদন করতে হবে অথবা অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবেন।
পাঁপড় কোথায় বিক্রি করবেন?
আপনি যদি পাঁপড় তৈরি করেন তাহলে বেশ কয়েকটি জায়গায় বিক্রি করতে পারবেন। প্রথমত, পাইকারি বা খুচরা বাজারে সরবরাহ করতে পারেন। এই ছাড়া কোন স্টোর, সুপার মার্কেট বা ছোট দোকানে বিক্রি করতে পারেন। এছাড়াও অনলাইনে Amazon, Flipkart, Meesho তো রয়েছেই। এখানে বিক্রি করেও প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করতে পারেন।
আরও পড়ুনঃ পিছিয়ে গেল ট্রায়াল! ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন নিয়ে দুঃসংবাদ
লাভের পরিমাণ
মাসিক আয় নিয়ে যদি কথা বলি, তাহলে ৬ লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে ১ লক্ষ টাকার বেশি আয় করা যায় এই ব্যবসায়। এর মধ্যে প্রতি মাসে প্রায় ৩৫ হাজার থেকে ৪০ হাজার টাকা খরচ হবে। আর বাদবাকি টাকা আপনার পকেটে থাকবে। তাই কম বিনিয়োগে লাভজনক ব্যবসা শুরু করতে চাইলে পাঁপড়ের ব্যবসা হতে পারে সেরা বিকল্প। তাই এখনই পরিকল্পনা করুন এবং নিজের ব্যবসা শুরু করুন ও ভবিষ্যৎকে সুরক্ষিত করুন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |