প্রায় ৭,০০০ কোটির চুক্তি! চিনের সৌর বাজারে প্রবেশ ভারতের

Published:

India Enters China Solar Market with inox solar 7,000 crore Deal
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চিনের সৌর বাজারে প্রবেশ করল ভারত (India Enters China Solar Market)! জানা যাচ্ছে, ভারতের INOXGFL গ্রুপের সংস্থা INOX Solar চিনের শীর্ষস্থানীয় সৌরশক্তি সংস্থা লংগি গ্রিন এনার্জি টেকনোলজির সাথে প্রায় 7,000 কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে, INOX Solar আগামী তিন বছরের মধ্যে চিনা সংস্থাকে 5 জিডব্লিউ সৌর মডিউল সরবরাহ করবে। বিশেষজ্ঞরা বলছেন, এই বিশেষ চুক্তি ভারতের সৌরশিল্পের জন্য একটি বিরাট অর্জন। সেই সাথে ভারতীয় উৎপাদনে বিশ্বের বিভিন্ন দেশ বিশেষত চিনের মতো দেশ যে ভরসা করতে শুরু করেছে তার এক উজ্জ্বল উদাহরণ।

সৌর মডিউল উৎপাদনে এগিয়ে ভারত..

ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, চিনের শীর্ষস্থানীয় সৌরশক্তি সংস্থা লংগি গ্রিন এনার্জি INOX Solar এর কাছ থেকে খুব শীঘ্রই একটি সোলার মডিউল কিনবে। অন্যদিকে বিশেষ চুক্তির অধীনে চিনা সংস্থাটি তার উন্নত প্রযুক্তি দক্ষতা এবং বিশ্বব্যাপী অভিজ্ঞতার দিক থেকে ভারতীয় সংস্থাকে সাহায্য করবে বলেই খবর। বলা বাহুল্য, বিগত দিনগুলিতে ভারত ক্রমশ সৌর মডিউলগুলির অভ্যন্তরীণ উৎপাদন বাড়িয়েছে। আর ঠিক সেই আবহেই দেশীয় সংস্থার সাথে বড় চুক্তি হল চিনা সৌরশক্তি কোম্পানির।

আহমেদাবাদে নতুন কারখানা চালু করেছে INOX Solar

প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় সৌরশক্তি সংস্থাটি ইতিমধ্যেই আহমেদাবাদের কাছে বাওলায় তাদের একটি নতুন সৌর মডিউল উৎপাদন কারখানা চালু করেছে। জানা যাচ্ছে, প্রাথমিক পর্যায়ে এই কারখানাটির ক্ষমতা 1.2 GW। যদিও পরবর্তীতে সেটা বাড়িয়ে 3 GW করা হতে পারে। তবে এখানেই শেষ নয়, INOX Solar ইতিমধ্যেই ওড়িশার ধেনকানলে একটি বিরাট সৌর কোষ এবং মডিউল প্ল্যান্ট নির্মাণের কাজে হাত লাগিয়েছে। শোনা যাচ্ছে, এই কারখানাটির ক্ষমতা 4.8 GW পর্যন্ত হতে পারে।

অবশ্যই পড়ুন: ৩০ বছর বয়সেই নিভল প্রদীপ! প্রয়াত ব্রহ্মোসের ইঞ্জিনিয়ার, কী হয়েছিল আকাশদীপ গুপ্তর?

উল্লেখ্য, INOX Solar এর প্রধান সংস্থা INOX Clean Energy-ও জনসাধারণের কাছে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছে। রিপোর্ট বলে, চলতি আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে কোম্পানিটির আইপিও প্রকাশ্যে আসতে পারে। মূলত দ্রুত বর্ধনশীল ক্লিন এনার্জি উৎপাদন খাতে তাদের উপস্থিতি আরও জোরদার করতে চাইছে সংস্থাটি। বলে রাখি, বর্তমানে ভারতে 100 গিগা ওয়াটেরও বেশি সৌর মডিউল উৎপাদন ক্ষমতা রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরের শেষের দিকে এই উৎপাদন ক্ষমতা 40 GW বাড়তে পারে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join