শ্বেতা মিত্র, কলকাতাঃ চিনকে টেক্কা দিয়ে ফের একবার বিরাট রেকর্ড গড়ল ভারত। চিন থেকে ভারতে স্থানান্তরিত হওয়া iPhone নির্মাতা কোম্পানি Apple-র জন্য ২০২৪ সালটি খুব বিশেষ ছিল। iPhone-র বাম্পার বিক্রি ও রপ্তানির ভিত্তিতে নতুন রেকর্ড গড়েছে অ্যাপল। বর্তমান সময়ে অ্যাপলের জন্য সবচেয়ে লাভজনক বাজার হয়ে উঠেছে ভারত বলে মনে করা হচ্ছে। একদিকে চিনে আইফোনের বিক্রি কমছে, অন্যদিকে ভারতে আইফোনের বিক্রি তেমন হু হু করে বেড়েছে বলে খবর। শুধু বিক্রিই নয়, চিনের থেকেও বেশি সংখ্যক আইফোন উৎপাদন করছে অ্যাপল।
অ্যাপলের জন্য লাভদায়ক হচ্ছে ভারত
সরকারের প্রোডাকশন-লিঙ্কড ইনসেনটিভ (পিএলআই) স্কিম এবং প্রিমিয়ামাইজেশনের ক্রমবর্ধমান প্রবণতা দ্বারা চালিত, অ্যাপল ২০২৪ ক্যালেন্ডার বছরে ভারত থেকে ১ ট্রিলিয়ন টাকার আইফোন রফতানি করেছে। প্রাথমিক শিল্পের অনুমান অনুসারে, অ্যাপল ২০২৪ সালে গত বছর ১২ বিলিয়ন ডলারের বেশি মূল্যের আইফোন রফতানি করেছে, যা ২০২৩ সালের তুলনায় ৪০ শতাংশেরও বেশি বেশি।
এক রিপোর্ট অনুযায়ী, অ্যাপলের দেশীয় উৎপাদন এক বছর আগের তুলনায় এক ধাক্কায় প্রায় ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কুপারটিনো-ভিত্তিক টেক জায়ান্ট গত অর্থবছরে ভারতে ১৪ বিলিয়ন ডলারের আইফোন উত্পাদন করেছে।
লাফিয়ে লাফিয়ে বাড়ছে কর্মসংস্থান
এদিকে, অ্যাপল ইকোসিস্টেম চার বছরে ১,৭৫,০০০ নতুন সরাসরি কর্মসংস্থান তৈরি করেছে, যার ৭২ শতাংশেরও বেশি মহিলা। অর্থাৎ একদিকে যেমন ব্যবসা ভালো হচ্ছে ঠিক অন্যদিকে বেকারত্বও কমছে। ২০২৪ ভারতে অ্যাপলের জন্য একটি দুর্দান্ত বছর ছিল। প্রিমিয়ামাইজেশনের ক্রমবর্ধমান প্রবণতা, সরকারের পিএলআই স্কিম এবং আগ্রাসী খুচরা সম্প্রসারণের কারণে রফতানির পাশাপাশি দেশীয় বিক্রিতেও নতুন রেকর্ড গড়েছে টেক জায়ান্টটি।
আরও পড়ুনঃ ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা! একদম নতুন ব্যবসা
শিল্প বিশেষজ্ঞদের মতে, গত বছর ভারতে অ্যাপলের কৌশলগত পদ্ধতির ফলে উল্লেখযোগ্য মাইলফলক এবং বাজারের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। কাউন্টারপয়েন্ট রিসার্চ-এর মোবাইল ডিভাইস ও ইকোসিস্টেমের গবেষণা পরিচালক তরুণ পাঠকের মতে, অ্যাপল তরুণদের স্বাদের দিকে খেয়াল রেখে একটি শক্তিশালী গ্রাহক সংযোগ স্থাপন করেছে।