ট্রাম্পের শুল্ক চাপানোর জের, আমেরিকায় ভারতের রপ্তানি কমেছে অনেকটাই! দেখুন রিপোর্ট

Published:

india us trade
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: বেশ কয়েক মাস ধরে ভারত ও আমেরিকার বাণিজ্যিক (India US Trade) সম্পর্কে টানাপোড়েন লেগেই রয়েছে। আর তার নেপথ্যে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অতিরিক্ত শুল্ক। রিপোর্ট বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। কিন্তু হ্যাঁ, অন্যান্য দেশে ভারতের রপ্তানি আরও বেড়েছে। এমনকি আগের পরিসংখ্যানকেও টপকে গিয়েছে। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক এ বিষয়ে।

কী বলছে রিপোর্ট?

সম্প্রতি রেটিং এজেন্সি ক্রিসিল তাদের অক্টোবরের রিপোর্ট প্রকাশ করেছে। আর সেই অনুযায়ী, 2025 সালের আগস্ট মাসে 7 শতাংশ বৃদ্ধির পর সেপ্টেম্বর মাসে ভারতের মার্কিন যুক্তরাষ্ট্রে 11.9 শতাংশ পণ্য রপ্তানি কমে 5.5 বিলিয়ন মার্কিন ডলারের পৌঁছেছে। এমনকি সংস্থাটি জানাচ্ছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা আরোপিত বর্ধিত শুল্কের আগে চালান লোড না করা হলে সেই হ্রাস আরও বাড়তে পারত।

রিপোর্ট দাবি করা হচ্ছে, গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের বাজারে ভারতের রপ্তানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, কেন্দ্র মোট 10.9 শতাংশ রপ্তানি বৃদ্ধি করেছে, যা 2025 সালের আগস্ট মাসের 6.6 শতাংশ বৃদ্ধির তুলনায় অনেকটাই বেশি। এমনকি ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর 50 শতাংশ অতিরিক্ত শুল্ক চাপিয়েছিল। আর সেই সিদ্ধান্তের পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি অনেকটাই তলানিতে ঠেকেছে। বিশেষজ্ঞরা আগেই বলেছিল যে, মার্কিন শুল্ক বৃদ্ধি এবং বিশ্বজুড়ে প্রবৃদ্ধির ব্যাপক মন্দার কারণে ভারতীয় পণ্য দিনের পর দিন আমেরিকার রপ্তানিতে চ্যালেঞ্জের সম্মুখীন হবে।

আরও পড়ুনঃ কেরালা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ আলিপুরদুয়ারের পরিযায়ী শ্রমিক! আতঙ্কে গোটা পরিবার

জিডিপি নিয়ে আগাম পূর্বাভাস

এদিকে বিশ্ব বাণিজ্য সংস্থা আগাম পূর্বভাস দিয়েছে যে, 2025 সালে বিশ্বব্যাপী পণ্য বাণিজ্যের পরিমাণ নাকি 2.4 শতাংশ ঊর্দ্ধগতিতে ঠেকবে। আর ঠিক একই সময়ে অর্থাৎ 2024 সালের আগস্ট মাসে এই হার ছিল মাত্র 2.8%। তবে এই চ্যালেঞ্জ সত্ত্বেও বিশেষজ্ঞরা আশাবাদী যে, শক্তিশালী পরিষেবার রপ্তানি, রেমিট্যান্স প্রবাহ আর কম অপরিশোধিত তেলের দামের কারণে ভারতের চলতি হিসাবের ঘাটতি অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। এমনকি WTO পূর্বভাস দিয়েছিল যে, চলতি অর্থবছরের CAD মোট জিডিপির 1 শতাংশ হবে, যা গত বছরের 0.6% এর থেকে অনেকটাই বেশি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join