শ্বেতা মিত্র, কলকাতা: দীপাবলির আবহে এবার মহা ধামাকা অফার আনল রিলায়েন্স জিও। যাদের জিও সিম রয়েছে বা নেওয়ার পরিকল্পনা করছেন তাঁদের পোয়া বারো হতে চলেছে। আসলে দীপাবলির আগেই গ্রাহকদের জন্য নতুন অফার ঘোষণা করেছে রিলায়েন্স জিও। আর এর নাম দেওয়া হয়েছে ‘দিওয়ালি ধামাকা’ অফার। এর আওতায় কিছু বাছাই করা মোবাইল প্রিপেইড রিচার্জে বিনামূল্যে ভাউচার দেওয়া হচ্ছে। হ্যাঁ ঠিকই শুনেছেন।
বড় চমক Jio-র
জিওর তরফে যে ভাউচারগুলো দেওয়া হচ্ছে সেটি গ্রাহকরা ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম, শপিং ওয়েবসাইটে কেনাকাটার সময় ব্যবহার করতে পারবেন। Jio মোট ৩৩৫০ টাকার ভাউচার অফার করেছে। সেইসঙ্গে রিলায়েন্স ডিজিটাল বা মাই জিও স্টোরে ২০ হাজার টাকা বা তার বেশি খরচ করলে জিও এয়ারফাইবারের এক বছরের সাবস্ক্রিপশন ফ্রি দিচ্ছে সংস্থা।
Jio Diwali Dhamaka Offer
আপনিও কি ভাবছেন যে এই ভাউচারের সুবিধা কীভাবে পাবেন আপনি? তাহলে জানিয়ে রাখি, জিও-র ৩,৩৫০ টাকার ফ্রি ভাউচারের জন্য, ব্যবহারকারীদের ৮৯৯ টাকার কোয়ার্টার প্রিপেইড প্ল্যানটি রিচার্জ করতে হবে বা তারপরে এক বছরের ৩,৫৯৯ টাকার প্রিপেইড প্ল্যান নিতে হবে। ৮৯৯ টাকার রিচার্জে আনলিমিটেড 5G ছাড়াও, আনলিমিটেড কলিং, প্রতিদিন 2GB ডেটা এবং ৯০ দিনের জন্য অতিরিক্ত 20GB ডেটা সহ সুবিধা পাওয়া যায়। একইভাবে, বার্ষিক রিচার্জ প্ল্যানে প্রতিদিন 2.5GB ডেটার সুবিধা মিলবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন।
এই প্ল্যানগুলি রিচার্জ করলে ৩৩৫০ টাকার সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে Ease My Trip -এর পক্ষ থেকে ৩ হাজার টাকার ভাউচার, যা হোটেল ও বিমান ভ্রমণের সময় কাজে লাগবে। এতে ২০০ টাকার একটি AJIO ভাউচার পাবেন, যা AJIO তে ৯৯৯ টাকা বা তার বেশি কেনাকাটার জন্য ব্যবহার করা যাবে। কোম্পানি ১৫০ টাকার একটি Swiggy ভাউচারও দিচ্ছে।
কীভাবে ভাউচারগুলি রিডিম করবেন?
১) My Jio App – এ গিয়ে ‘offers’ সেকশনে যান।
২) এরপর My Innings- এ যান এবং আপনি যে কুপনটি নেবেন সেটির ওপর ক্লিক করুন।
৩) কুপন কোডটি Copy করুন এবং পার্টনার ওয়েবসাইটে যান এবং পেমেন্ট করার সময় এটি ব্যবহার করুন।
৪) এই জিও দিওয়ালি ধামাকা অফার চলবে ৫ নভেম্বর পর্যন্ত।