সৌভিক মুখার্জী, কলকাতাঃ প্রতিদিন সকালে আমরা স্কুল, কলেজ বা অফিস যেখানেই বেরোই না কেন, পকেটে একটি জিনিস অবশ্যই রাখি। আর সেটি হল কলম। পরীক্ষার খাতা হোক বা অফিসের জরুরী ডকুমেন্ট, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ কলম ব্যবহার করে থাকেন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, কীভাবে কলম তৈরি করা হয়? আর কলম ব্যবসা (Pen Business) করে ঠিক কতটা লাভ হতে পারে? আপনি যদি কম খরচে একটি লাভজনক ব্যবসা (Low Investment Business) শুরু করতে চান, তাহলে কলমের ব্যবসা হতে পারে আপনার জন্য সেরা বিকল্প।
কলমের ব্যবসা কেন লাভজনক?
কলম এমন একটি জিনিস যার চাহিদা সারা বছর আকাশ ছোঁয়া। গ্রাম থেকে শহর, সব জায়গায় চাহিদা রয়েছে। স্কুল-কলেজ, অফিস, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বলুন না কেন, সব জায়গায় কলম ব্যবহৃত হয়। শুধু তাই নয়, পাইকারি ও খুচরা উভয়ভাবেই কলম বিক্রি করা যায়। এর পাশাপাশি কলম খুব কম খরচে তৈরি করা যায়। ফলে বেশি পরিমাণে লাভ হয়। আর একবার এই ব্যবসা শুরু করলে কখনোই বন্ধ হবে না।
কলম তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল
কলম তৈরি করতে প্রধান কয়েকটি উপকরণ প্রয়োজন হয়, যা সহজেই পাইকারি বাজারে পাওয়া যায়। যেমন প্লাস্টিক বা মেটাল ব্যারেল, যেটি কলমের মূল উপাদান। এছাড়া লাগবে নিব বা মেটাল টিপ। এছাড়া প্লাস্টিক অ্যাডাপ্টার ও স্প্রিং, কলমের ঢাকনা, কালি বা রিফিল ইত্যাদি ক্রয় করতে হবে। তবে আপনি যদি নিজেই কালি তৈরি করতে চান সেক্ষেত্রে বাইন্ডার, ব্রাস, কার্বন ব্ল্যাক ইত্যাদি প্রয়োজন হবে।
এই উপকরণগুলি আপনি স্থানীয় পাইকারি বাজারে বা অনলাইন হোলসেল মার্কেট খুব সহজেই কিনতে পারবেন। যদি আপনি দিল্লিতে থাকেন তাহলে সদর বাজারে খুব কম দামে এই জিনিসগুলি পেয়ে যাবেন।
কলম তৈরিতে বিনিয়োগ এবং লাভ
আপনি যদি ছোট পরিসরে একটি কলমের ব্যবসা শুরু করতে চান তাহলে মাত্র ২৫ থেকে ৫০ হাজার টাকা বিনিয়োগ করেই ব্যবসা শুরু করতে পারেন। তবে যদি বড় পরিসরে শুরু করতে চান তাহলে ১ লক্ষ টাকা থাকে ২ লক্ষ টাকা বিনিয়োগ করে আধুনিক মেশিন ব্যবহার করতে পারেন।
লাভের কথা যদি আলোচনা করি, তাহলে একটি কলম তৈরিতে খরচ পরে ৮০ পয়সা থেকে ১ টাকা। পাইকারি বাজারে হামেশাই একটি কলম ২ টাকায় বিক্রি করা যায় এবং খুচরা বাজারে বিক্রি করলে ৩ টাকা পাওয়া যায়। যদি প্রতিদিন ১০০০টি কলম তৈরি করেন, তাহলে আপনার দিনে ১০০০ থেকে ১৫০০ টাকা লাভ থাকবে। অর্থাৎ, মাসিক আয় দাঁড়াচ্ছে প্রায় ৩০ হাজার টাকা থেকে ৪৫ হাজার টাকা। যদি বড় পরিসরে ব্যবসাটি শুরু করতে পারেন, তাহলে মাসিক ১ লক্ষ টাকা থেকে ২ লক্ষ টাকা আয় করা কোন ব্যাপার না।
ব্যবসা প্রচারের প্রধান উপায়
ব্যবসা শুরু করে তার প্রচার ঘটানো সব থেকে জরুরী। আপনি চাইলে আশেপাশের স্টেশনারি দোকান, স্কুল, অফিস, কোচিং সেন্টার বা সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। এছাড়া নিজস্ব একটি ব্র্যান্ডের লোগো ও ডিজাইন তৈরি করুন এবং আকর্ষণীয় প্যাকেজিং করুন। শুধু তাই নয়, আপনি Facebook, Instagram, WhatsApp-এর মাধ্যমেও ব্যবসার প্রচার করতে পারেন। এছাড়া Amazon, Flipkart, Meesho-এর ই-কমার্স সাইটেও কলম বিক্রি করতে পারেন।
তাই কলম তৈরির ব্যবসা এমন একটি বিকল্প, যেখানে খুব কম বিনিয়োগে প্রচুর পরিমাণে লাভ করা যায়। এটির চাহিদা সারা বছরই থাকে, যা একবার শুরু করলে আরো দ্রুত বৃদ্ধি পাবে। তাই যারা স্বল্প বিনিয়োগে একটি ব্যবসা শুরু করার কথা ভাবছেন, তারা কলমের ব্যবসাটিকে বেছে নিতে পারেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |