Indiahood-nabobarsho

১০ টাকা বিনিয়োগ, কোটি টাকা রিটার্ন! এই গাছের ব্যবসা বদলে দেবে ভাগ্য

Published on:

Mahogany Tree Farming Busniess Idea

সৌভিক মুখার্জী, কলকাতা: আজকের দিনে দাঁড়িয়ে সবাই চায় নিজের একটি ব্যবসা (Business Idea) শুরু করতে, যেখান থেকে আয় হবে মোটা অঙ্কের। কিন্তু আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না, মাত্র ১০ টাকার একটি গাছের চারা থেকে শুরু করতে পারেন কোটি টাকার ব্যবসা। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। মেহগনি গাছের চাষ করে রাতারাতি অনেকেই কোটিপতি হয়ে উঠেছেন। শুধু প্রয়োজন ধৈর্য, সঠিক পরিকল্পনা এবং সামান্য পরিশ্রম।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মেহগনি গাছের চাহিদা আকাশছোঁয়া

মেহগনি গাছের চাহিদা সারা বছরই আকাশছোঁয়া থাকে। আর এই গাছের কাঠ আসবাবপত্র বানানোর জন্যে সেরা বিকল্প। এই কাঠের চাহিদা এতটাই, যে গাছটির কাঠের মূল্য প্রতি ঘনফুটে ২০০০ থেকে ২২০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

১২০টি গাছেই কোটিপতি

পরিসংখ্যান বলছে, যদি কেউ মাত্র ১২০টি মেহগনির গাছের চারা রোপন করতে পারে, তাহলে সে ১২ বছরে কোটি টাকার বেশি আয় করতে পারে। সাধারণত ৬ বছরেই পূর্ণতা লাভ করে এই গাছ। আর এই সময় থেকেই কাঠ বিক্রির উপযোগী হয়ে ওঠে। তবে অধিক লাভের জন্য ১২ বছর পর্যন্ত অপেক্ষা করতে পারেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সবথেকে বড় ব্যাপার, এই গাছের মাঝে ফাঁকা জমিতে অন্যান্য শাকসবজি বা ফসল লাগানো যায়। অর্থাৎ, এক জমি থেকে একাধিক উপায়ে আয় করা যাবে।

চাষ করার সময় অবশ্যই পদ্ধতিগুলি মাথায় রাখুন..

মেহগনির চাষ শুরু করার আগে অবশ্যই মাটির পিএইচ এর মান পরীক্ষা করে নেওয়া জরুরী। পিএইচ এর মান ৬ থেকে ৭ হলে সেই মাটি মেহগনি চাষের পক্ষে উপযুক্ত। চারা রোপনের জন্য জুলাই থেকে আগস্ট মাসকে বেছে নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।

তবে চারা লাগানোর সময় প্রতি গাছের মাঝে ৪ মিটার ফাঁকা রাখা উচিত। এছাড়া প্রতিটি গর্ত এক ফুট চওড়া এবং এক ফুট গভীর হতে পারে। আর প্রতিটি গর্তে দিতে হবে ৫ কেজি পচা গোবর সার, ১০০ গ্রাম ইউরিয়া, ১০০ গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট এবং ৫০ গ্রাম পটাস।

আরও পড়ুনঃ তৈরি হবে সাবওয়ে, ৩ মাস বন্ধ থাকতে পারে ইএম বাইপাস

কোথা থেকে পাবেন মেহগনির গাছের চারা?

বেশ কিছু সূত্র বলছে, মেহগনি গাছের চারা বিভিন্ন নার্সারি, কৃষি দপ্তর বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিনতে পাওয়া যায়। আর একেকটি গাছের চারার দাম পরে মাত্র ১০ থেকে ১৫ টাকা। এমনকি কেউ চাইলে নিজের বাগান থেকেই মেহগনির গাছের চারা তৈরি করতে পারেন।

তাই যদি স্বল্প বিনিয়োগে ভবিষ্যতে মোটা অঙ্কের রিটার্ন পেতে চান, তাহলে কোন জায়গায় বিনিয়োগ না করে একবার মেহগনির গাছের চাষ করে দেখুন, নিরাশ হবেন না।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group