সৌভিক মুখার্জী, কলকাতা: ঘরে পুরনো জামা কাপড় পড়ে রয়েছে? এবার সেই জামা কাপড় দিয়েই পেতে পারেন নতুন পোশাক। হ্যাঁ, রিলায়েন্সের ফ্যাশন ফ্যাক্টরি এবার সেই সুযোগ দিচ্ছে। পুরনো পোশাক দিয়েই ঝাঁ-চকচকে নতুন ব্র্যান্ডের পোশাক ঘরে নিয়ে আসুন! ভারতের ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্স রিটেইল এবার মধ্যবিত্তদের জন্য ফ্যাশন ফ্যাক্টরি এক্সচেঞ্জ ফেস্টিভাল (Fashion Factory Exchange Festival) এনে বিরাট চমক দিল।
জানা যাচ্ছে, এই ফ্যাশন ফ্যাক্টরি এক্সচেঞ্জ ফেস্টিভাল আসন্ন উৎসবের মরসুমকে মাথায় রেখেই চলতি মাস থেকে শুরু হয়েছে। কারণ, বাঙালির উৎসব মানেই সব নতুন জামা কাপড়। আর এবার তা মিলছে এক্কেবারে বাজেটের মধ্যে।
কী এই ফ্যাশন ফ্যাক্টরি এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল?
আসলে এই অফারে পুরনো জামা দিয়ে নিতে হবে কুপন। আর সেই কুপন দিয়েই নতুন ব্র্যান্ডের জামা কেনা যাবে বিরাট ছাড়ে। হ্যাঁ, রিলায়েন্স রিটেইল ফ্যাশন ফ্যাক্টরি স্টোরগুলিতে এই অফার চলবে আগামী 20 জুলাই পর্যন্ত। আর রিলায়েন্সের ফ্যাশন ফ্যাক্টরি এমনিতেই কম দামে ব্রান্ডেড পোশাকের জন্য পরিচিত। তবে এক্সচেঞ্জ ফেস্টিভ্যালে সেই দামের উপরই মিলছে বিরাট ছাড়।
কী কী জামা কিনতে পারবেন?
আপনি যেকোনো পুরনো ডেনিম, শার্ট, টি-শার্ট বা বাচ্চাদের জামা নিতে পারবেন এই এক্সচেঞ্জ অফারের মাধ্যমে। এমনকি সবকিছুর জন্য কুপনের দামও নির্ধারণ করা হয়েছে। ডেনিমের জন্য সর্বোচ্চ 400 টাকা পর্যন্ত কুপন কিনতে পারবেন, শার্টের জন্য 250 টাকা পর্যন্ত, টি-শার্টের জন্য 150 টাকা পর্যন্ত এবং বাচ্চাদের জামার জন্য 100 টাকা পর্যন্ত কুপন কিনতে পারবেন। আর এই কুপন দিয়েই পাবেন চকচকে নতুন পোশাক।
কোন কোন ব্র্যান্ডে মিলবে এই ছাড়?
ফ্যাশন ফ্যাক্টরি এক্সচেঞ্জ ফেস্টিভালে আপনি সব নামিদামি ব্র্যান্ডের পোশাকের উপরে পাবেন বিরাট ছাড়। হ্যাঁ, তালিকায় থাকছে Lee, Lee Cooper, Raymond, Park Avenue, John Players, Allen Solly, Van Heusen, Cano, Peter England, Louis Philippe-র মতো ব্র্যান্ড। জানা যাচ্ছে, এই ব্র্যান্ডগুলোতে 50% পর্যন্ত ডিসকাউন্ট মিলবে। অর্থাৎ, পুরনো জমা দিলেই একেবারে সোনায় সোহাগা।
আরও পড়ুনঃ মাত্র ১০ টাকার এই গুঁড়ো ছড়িয়ে দিলেই খেল খতম, বর্ষায় ধারেপাশে ঘেঁষবে না সাপ
কোথায় পাবেন এই অফার?
জানা যাচ্ছে, এই এক্সচেঞ্জ অফার শুধুমাত্র ফ্যাশন ফ্যাক্টরি স্টোরেই পাওয়া যাবে। তাই নিজের নিকটবর্তী কোনও রিলায়েন্স ফ্যাশন ফ্যাক্টরিতে 20 জুলাইয়ের মধ্যে চলে যান আর নিয়ে আসুন নিজের স্টাইলিশ জামা কাপড় এক্কেবারে সাশ্রয়ী মূল্যে। পাশাপাশি ঘর থেকে খালি করুন পুরনো জামা কাপড়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |