মাস্টারস্ট্রোক আম্বানির, স্যাটেলাইট নেটওয়ার্ক নিয়ে TRAI-কে চিঠি Jio-র! চাপে ইলন মাস্ক

Published on:

trai mukesh ambani elon musk

শ্বেতা মিত্র, কলকাতাঃ ভারতে ব্যবসা শুরু করতে একদম প্রস্তুত ইলন মাস্ক (Elon Musk)। এদিকে তাঁকে রুখতে আবার তৈরী মুকেশ আম্বানি (Mukesh Ambani) থেকে শুরু করে সুনীল মিওলের মতো বাঘা বাঘা ব্যবসায়ীরা। বর্তমানে দেশের বড় বড় টেলিকম সংস্থার মালিকরা এখন  স্যাটেলাইট নেটওয়ার্ক এর উপর নিজেদের দৃষ্টি নিক্ষেপ করেছে। অন্যদিকে পিছিয়ে নেই ইলন মাস্কও। সব মিলিয়ে যত সময় এগোচ্ছে ততই যেন ইলন মাস্ক থেকে শুরু করে মুকেশ আম্বানি ও সুনীল মিত্তলদের মধ্যে কাঁটায় কাঁটায় লড়াই শুরু হয়ে গিয়েছে। কে কাকে টেক্কা দিয়ে যাবে? তা নিয়ে এখন শুরু হয়েছে ‘যুদ্ধ’। তবে এসবের মাঝেই রিলায়েন্স জিওর মালিক মুকেশ আম্বানি বড়সড় মাস্টারস্ট্রোক দিলেন।

বড় মাস্টারস্ট্রোক Jio-র

এখন আপনিও কি জানতে ইচ্ছুক যে জিও কী এমন মাস্টারস্ট্রোক দিয়েছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির উপর। জিওর তরফে ট্রাইকে চিঠি লেখা হয়েছে। আর এই চিঠিতে বেশ কিছু দাবি জানানো হয়েছে জিওর তরফে। প্রথমত, স্যাটকমের কাগজপত্র সংশোধন করতে বলা হয়েছে। স্যাটেলাইট স্পেকট্রাম বরাদ্দের দাবিও রয়েছে। একই দাবি তুলেছিল স্টারলিংক। প্রকৃতপক্ষে, সংস্থাগুলি যত তাড়াতাড়ি সম্ভব স্যাটেলাইট নেটওয়ার্ক শুরু করার প্রস্তুতি নিচ্ছে।

ইলন মাস্ক বনাম মুকেশ আম্বানি

Jio এবং Airtel উভয়ই স্যাটেলাইট নেটওয়ার্ক বাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে ইলন মাস্কের Starlink’ও ভারতে গুটিগুটি পায়ে আসার চেষ্টা করছে। ফলে প্রতিযোগিতার মার্কেট দিন দিন যে আরও শক্তিশালী হয়ে উঠছে তা বলাই বাহুল্য। জিও ট্রাইকে চিঠি লিখে স্যাটেলাইট স্পেকট্রাম বরাদ্দ পর্যালোচনা করার আহ্বান জানিয়েছে এবং স্যাটেলাইট এবং টেরেস্ট্রিয়াল পরিষেবাগুলির মধ্যে সমান ভাব রাখা যায় সেটার আহ্বান জানিয়েছে।

এদিকে ইলন মাস্কের স্টারলিংক এবং অ্যামাজনের প্রজেক্ট কুইপারও স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহের জন্য লাইসেন্সের জন্য আবেদন করেছে। এদিকে জিও এবং এয়ারটেল সহ অন্যান্য টেলিকম সংস্থাগুলি এই বিষয়বস্তুগুলির দিকে নজর রাখছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

TRAI-র পদক্ষেপ

গত ২৭ সেপ্টেম্বর স্যাটেলাইট স্পেকট্রাম নিয়ে প্রকাশ্যে আসে ট্রাই। বরাদ্দের কথা হয়েছে। বলা হয়েছিল যে নিলাম ছাড়াই বরাদ্দ করা হবে। এই সিদ্ধান্তের বিরোধিতাও করেছিল অনেক সংস্থা। DoT দাবি করেছিল যে ট্রাইকেও প্লেয়িং ফিল্ডের দিকের মনোনিবেশ করা উচিত। ভারতে মোবাইল স্যাটেলাইট সেবা নিয়ে কথা হয়েছে। স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবার বিষয়টি নিয়েও ট্রাই-এর তরফে বিবেচনা করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥