সৌভিক মুখার্জী, কলকাতা: এবার বাজিমাত করলো মুকেশ আম্বানি (Mukesh Ambani)! হ্যাঁ, দেশের শেয়ারবাজারে যখন ঊর্ধ্বগতিতে, ঠিক তখনই খেল দেখালো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। মাত্র পাঁচ দিনের মধ্যেই এই কোম্পানির বাজার মূল্য বেড়ে গিয়েছে 30,786 কোটি টাকা। মানে কল্পনা করতে পারছেন! এতে করে এক লাফে আম্বানির ব্যক্তিগত সম্পত্তি পৌঁছে গিয়েছে 109.2 বিলিয়ন ডলারে।
শেয়ারবাজারে রিলায়েন্সের বিরাট উত্থান
আসলে গত এক সপ্তাহে দেশের শেয়ারবাজারে সেরা দশটি কোম্পানির মধ্যে ন’টি তাদের বাজার মূল্যে রেকর্ড ছুঁয়েছে। তবে সবথেকে বড় চমক দিয়েছে রিলায়েন্স। হ্যাঁ, এই মুহূর্তে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মার্কেট ক্যাপ দাঁড়িয়েছে 1,953,480.09 কোটি টাকা।
তো আমরা যদি এক নজরে রিলায়েন্স সহ বাকি শীর্ষ 10 গেইনার কোম্পানি সম্পর্কে আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো-
- রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মোট মূলধন বেড়েছে 30,786.38 কোটি টাকা,
- এইচডিএফসি ব্যাঙ্কের মোট মূলধন বেড়েছে 26,668.23 কোটি টাকা,
- বাজাজ ফাইন্যান্সের মোট মূলধন বেড়েছে 12,322.96 কোটি টাকা,
- হিন্দুস্তান ইউনিলিভারের মোট মূলধন বেড়েছে 9,280.89 কোটি টাকা,
- ভারতী এয়ারটেলের মোট মূলধন বেড়েছে 7,127.63 কোটি টাকা,
- এলআইসি’র মোট মূলধন বেড়েছে 3,953.12 কোটি টাকা,
- ইনফোসিসের মোট মূলধন বেড়েছে 519.27 কোটি টাকা এবং
- এসবিআই’র মোট মূলধন বেড়েছে 401.61 কোটি টাকা।
আরও পড়ুনঃ তাপপ্রবাহেরে জেরে অনেক রাজ্যে বাড়ল গরমের ছুটি, বাংলায় কী হবে?
পিছিয়ে পড়ল টাটা কনসালটেন্স সার্ভিস
যেখানে দেশের সেরা দশে নয়টি বড় বড় কোম্পানি এগিয়ে রয়েছে, সেখানে একমাত্র পিছিয়ে পড়েছে টাটার টিসিএস। ভারতের এই আইটি সেক্টরের জায়ান্ট কোম্পানিটি গত এক সপ্তাহে 28,510.53 কোটি টাকা মূলধন হারিয়েছে, যার জেরে তাদের মার্কেট ক্যাপ দাঁড়িয়েছে 12,24,975.89 কোটি টাকায়।
ওদিকে রিলায়েন্সের এই বিরাট লাভের পর মুকেশ আম্বানির ব্যক্তিগত সম্পত্তিতেও বিরাট প্রভাব পড়েছে। হ্যাঁ, এক রিপোর্ট বলছে, বর্তমানে তার সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে 109.2 বিলিয়ন মার্কিন ডলার। আর এতে করে শুধুমাত্র তিনি ভারতের নয়, বরং গোটা এশিয়ার ধনী ব্যক্তি এবং বিশ্বের মধ্যে 16 তম শীর্ষ ধনীতে পরিণত হয়েছেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |