শ্বেতা মিত্র, নয়া দিল্লিঃ বৈদ্যুতিক পণ্য উৎপাদনকারী দেশ হিসেবে আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমে সুনাম বৃদ্ধি করছে ভারত। সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, ভারত থেকে রেকর্ড পরিমাণ Apple iPhone পাঠানো হচ্ছে চিনে। এটা এখন হয়তো অনেকেই জানেন যে অ্যাপলের আইফোন ভারতের কারখানায় তৈরি হচ্ছে। চিনের সঙ্গে ক্রমে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি হয়েছে। যার প্রভাব আন্তর্জাতিক বাজারেও পড়েছে। পরিস্থিতি বুঝে চিন থেকে ভারতে কারখানা সরিয়ে নিয়ে এসেছে অ্যাপল।
ভারত থেকে রেকর্ড পরিমাণে iPhone গেল চিনে
ভারত সময়ের সঙ্গে প্রযুক্তিগত দিকে উন্নতি লাভ করেছে। ভারতীয় বাজারে বৈদ্যুতিক সরঞ্জাম, দক্ষ কারিগরের অভাব নেই। সেটাকেই কাজে লাগাচ্ছে ইউএস-এর বিখ্যাত কোম্পানি অ্যাপল। এই প্রিমিয়াম স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা ভারতীয় বাজারের ওপর আস্থা রাখার ফলে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের আরও উন্নতি হয়েছে। সেই সঙ্গে আন্তর্জাতিক অর্থনৈতিক মানচিত্রেও ভারত নিজের আলাদা পরিচয় তৈরি করেছে অল্প সময়ের মধ্যে।
iPhone রফতানিতে রেকর্ড গড়ল ভারত
এক রিপোর্ট অনুযায়ী, ভারত থেকে রেকর্ড অর্থের আইফোন পাঠানো হচ্ছে চিনে। মার্কিন মুদ্রায় আনুমানিক ৬ বিলিয়ন ডলারের আইফোন ভারত থেকে চিনে রফতানি করা হচ্ছে বলে খবর। যদিও অর্ডারের সঠিক সংখ্যা এখনও পর্যন্ত গোপন রাখা হয়েছে। আইফোন উতপাদন ও রফতানির ব্যাপারে ভারত যেভাবে এগিয়েছে, তাতে ২০২৪ অর্থবর্ষে এই অংক ১০ বিলিয়ন ডলারের মাইল ফলক স্পর্শ করলেও হলেও ওয়াকিবহাল মহল অবাক হবে না। বিগত ছয় মাসের মধ্যে এক ধাক্কায় রফতানির পরিমাণ অনেকটা বেড়েছে বলেই মনে করা হচ্ছে।
ভারতে অ্যাপল আইফোনের উৎপাদন প্রবৃদ্ধির পিছনে টাটা গোষ্ঠীর অবদান অনস্বীকার্য। উন্নত ফোন তৈরি করার ব্যাপারে দক্ষিণ ভারত কার্যত একটি ‘হাব’ হয়ে উঠেছে। দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার মেলবন্ধনে চেন্নাই, কর্ণাটকের মধ্যে রাজ্যে শিল্পের প্রসার ঘটেছে। যার সুফল গোটা দেশের অর্থনীতিতে লক্ষ্য করা যাচ্ছে। লাভের অংক ঠিক কতটা সে ব্যাপারে সংবাদ মাধ্যমে কোনও কোম্পানির পক্ষ থেকে কেউ এখনও মুখ খোলেননি।