কমছে মুরগির মাংসের দাম, মুখে হাসি মধ্যবিত্তদের, আজকের রেট কত?

Published on:

Updated on:

chicken price

সহেলি মিত্র, কলকাতাঃ মুদ্রাস্ফীতি থেকে কিছুটা হলেও স্বস্তি পেলেন সাধারণ মানুষ। এবার দাম কমল মুরগির মাংসের (Chicken Price)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। মুরগির মাংস খেতে ভালবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু মাঝে আচমকা দাম বেড়ে যাওয়ার ফলে স্বাভাবিকভাবেই বিপাকে পড়েন সাধারণ মানুষ। শুধু তাই নয়, মাছ থেকে শুরু করে খাসির মাংস, অন্যান্য শাক সবজির দামও কার্যত উর্ধ্বমুখী। ফলে বেশ চাপ পড়ছে সাধারণ মানুষের পকেটে। তবে এসবের মাঝেই আচমকা ২০০ টাকারও নিচে দাম নামল মুরগির।

দাম কমল মুরগির

আপনিও কি আজ বাড়িতে চিকেনের কোনও পদ বানাবেন বলে ভাবছেন? তাহলে জেনে নিন রেট। জানা গিয়েছে, বাজারে এখন পোলট্রির মুরগী বিকোচ্ছে ১৬০ টাকায়। এর আগে কলকাতা সহ রাজ্যের বহু জায়গায় দাম কমেছিল মুরগির মাংসের। মূলত বার্ড ফ্লু-এর আতঙ্কে এই দামে পতন লক্ষ্য করা গিয়েছিল। তবে এও কয়েক মাস আগের গল্প। তবে এবার ফের একবার কমল মুরগির দাম।

জানা গিয়েছে, হুগলীর বাজারগুলিতে পোলট্রির মাংস বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা কেজিতে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ফলে স্বাভাবিকভাবেই স্বস্তিতে রয়েছেন সাধারণ মানুষ। আগামী দিনে কি এই দাম আরও কমবে নাকি বাড়বে? সেই নিয়েও ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ শুভ সংখ্যা ছিল ‘১২০৬’, পিছু ছাড়ল না মৃত্যুর ক্ষেত্রেও, এ কেমন ট্র্যাজেডি প্রাক্তন মুখ্যমন্ত্রীর?

প্রকাশ্যে বন্ধ হবে মুরগী কাটা?

এদিকে কিছু সময়ে আগেই শোনা যাচ্ছিল যে কলকাতা কিংবা রাজ্যের বিভিন্ন জায়গায় মুরগীর মাংস কাটা যাবে না। এই নিয়ে প্রশাসনিক মহলে বিভিন্ন প্রস্তাবও পেশ করা হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, কলকাতায় শীঘ্রই বন্ধ হতে পারে প্রকাশ্যে মুরগির মাংস কেটে বিক্রি। বদলে ‘চিকেন স্লটারহাউজ’ বা মুরগির কসাইখানা তৈরির পরিকল্পনা করছে কলকাতা পুরসভা। খোলা বাজার বা রাস্তায় মুরগি কেটে বিক্রির ফলে দৃশ্য দূষণ হয়। ছড়াতে পারে রোগও। সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥