সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের লক্ষ লক্ষ মানুষ ভারতীয় জীবন বীমা সংস্থা এলআইসি-তে বিনিয়োগ করে থাকে। তবে রিপোর্ট বলছে, চলতি অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে গতবারের তুলনায় অনেকটাই লাভবান হয়েছে এই রাষ্ট্রায়ত্ব বীমা সংস্থা (LIC Profit)। হ্যাঁ, তারা এই ত্রৈমাসিকে মোট ১০,০৯৮ কোটি টাকা মুনাফা পেয়েছে, যা শতকরা হিসেবে ৩১ শতাংশ বেশি। গত বছর এই সময়ে সংস্থার মুনাফা ছিলেন মাত্র ৭৭২৮ কোটি টাকা।
অনেকটাই বেড়েছে এলআইসি’র মুনাফা
সাম্প্রতিক রিপোর্ট বলছে, জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকে এলআইসির নিট প্রিমিয়াম আয় বার্ষিক ভিত্তিতে প্রায় ৫.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর এখন তা পৌঁছেছে ১,২৬,৯৩০ কোটি টাকায়। আগের বছর এই সময়ে তা ছিল ১,২০,৩২৬ কোটি টাকা। কিন্তু হ্যাঁ, এলআইসির নিট পরবর্তী মুনাফা বিগত ত্রৈমাসিকের ভিত্তিতে ৮ শতাংশ তলানিতে ঠেকেছে। সেক্ষেত্রে চলতি আর্থিক বছরের প্রথম প্রান্তিকে এলআইসি’র মুনাফা হয়েছে ১০,৯৫৭ কোটি টাকা। আর দ্বিতীয় প্রান্তিকে তা কমে দাঁড়িয়েছে ১০,৮৮৪ কোটি টাকায়।
এদিকে এক বছর আগে একই সময় কোম্পানির প্রথম বছরের প্রিমিয়াম ছিল ১১,২৪৫ কোটি টাকা। আর চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকের প্রথম বছরের প্রিমিয়াম দাঁড়িয়েছিল ৭৫৬৬ কোটি টাকা। ফলে অনেকটাই যে তলানিতে ঠেকেছে, তা প্রমাণিত। অন্যদিকে জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকে নতুন প্রিমিয়াম দাঁড়িয়েছে ৬৫,৩২০ কোটি টাকা। আর প্রথম তিন মাসে প্রিমিয়াম ছিল ৬০,১৮৯ কোটি টাকা।
এলআইসি’র শেয়ার কী বলছে?
বাজার পরিস্থিতি পর্যালোচনা করে জানা গেল, বর্তমানে এলআইসি’র শেয়ার তাদের আইপিও মূল্যের থেকে অনেকটাই নীচে। কারণ, বৃহস্পতিবার কোম্পানির শেয়ারের দাম অনেকটা কমেছে। আর তা বন্ধ হয়েছে ৮৯৫.৪৫ টাকায়। যেখানে আইপিও-তে এলআইসি শেয়ারের দাম গিয়ে ঠেকেছিল ৯৪৫ টাকায়। তবে গত ছয় মাসে এলআইসি’র শেয়ার সামগ্রিকভাবে ১৪ শতাংশ বেড়েছে এবং বিনিয়োগকারীদের অনেকটাই মুনাফা দিয়েছে।
আরও পড়ুনঃ ১০০ দিনের কাজ নিয়ে আপত্তি নেই কেন্দ্রের! হাই কোর্টের নির্দেশে বড় সিদ্ধান্ত
অন্যদিকে গত ২০২২ সালের ৪ মে এলআইসি’র আইপিও খোলা হয়েছিল, যা ৯ মে পর্যন্ত। ওই বছরের ১৭ মে বিএসই-তে তাদের শেয়ারের দাম দাঁড়িয়েছিল ৮৬৭.২০ টাকা। এছাড়া এনএসি-তে কোম্পানির শেয়ারের দাম ৮৭২ টাকায় গিয়ে দাঁড়িয়েছিল। তবে এলআইসির বার্ষিক প্রিমিয়াম অনেকটাই বেড়েছে। এখন তো দাঁড়িয়েছে প্রায় ১০৮৪ কোটি টাকায়, যা আগের বছরের এই প্রান্তিকে ছিল ৭৫৬৬ কোটি টাকা। যদিও সামগ্রিকভাবে এলআইসি নিট মুনাফা অনেকটাই যে তহবিলে ঢোকাতে পেরেছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এখন দেখার, কোম্পানির শেয়ার কোথায় গিয়ে দাঁড়ায়।












