বাংলায় ১০,০০০ কোটির বিনিয়োগ করবে রশ্মি গ্রুপ! পুরুলিয়ার হবে কারখানা

Published:

rashmi group
Follow

সহেলি মিত্র, কলকাতা: বাংলায় ১০,০০০ কোটি টাকার বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রশ্মি গ্রুপ (Rashmi Group)। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্রাথমিক কাজ। কাজ যাতে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে জন্য আদায় করা হয়েছে আল্ট্রা মেগা প্রজেক্টের তকমা। এর ফলে বিভিন্ন অনুমোদন সহ কারখানা গড়ে তোলার জন্য একাধিক সুযোগ সুবিধা লাভ করবে রশ্মি গ্রুপ। এই বিপুল বিনিয়োগের মাধ্যমে পুরুলিয়ায় একটি ইন্টিগ্রেটেড ইস্পাত কারখানা চালু করা হচ্ছে, সেই সঙ্গে নির্মাণ করা হবে একটি জলবিদ্যুৎ কেন্দ্র।

বাংলায় ১০, ০০০ কোটি টাকার বিনিয়োগ করবে রশ্মি গ্রুপ

এই দুটি প্রকল্পেই দেওয়া হয়েছে আল্ট্রা মেগা প্রজেক্টের তকমা। যে ইস্পাত কারখানা তৈরি করা হচ্ছে, তার বার্ষিক উৎপাদন ক্ষমতা হতে পারে ২৮ লাখ টন। আগামী দিনে বাংলাকে দেশের পাওয়ার হাউস হিসেবে গড়ে তোলাই সংস্থার লক্ষ্য। মিডিয়া রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই বিরাট কর্মযজ্ঞের জন্য ইতোমধ্যে ধার্য করা হয়েছে ৯৩৮ একর জমি। শুরু হয়েছে জমি হস্তান্তর প্রক্রিয়া।

রশ্মি গ্রুপের কর্পোরেট বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট জয়ন্ত ঘোষ আশা করছেন, এই বছর শেষ হওয়ার আগেই তাঁদের হাতে চলে আসবে জমির মালিকানা। সবকিছু ঠিকঠাক থাকলে ২০৩০ সালের মধ্যে ওই প্রকল্পের কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কারখানা মানেই চাকরির সম্ভাবনা। এই দুই প্রকল্প সম্পন্ন হলে আনুমানিক ১৮ হাজার চাকরি তৈরি হবে বলেও আশা করা হচ্ছে। এই রাজ্যে ইতিমধ্যে রশ্মি গ্রুপের বড় কারখানা রয়েছে। ইন্টিগ্রেটেড ইস্পাত কারখানা চালায় কলকাতার এই সংস্থা, যার বার্ষিক উৎপাদন ৮৩ লাখ মেট্রিক টন।

এছাড়াও রয়েছে অ্যালুমিনিয়াম কারখানা, সিমেন্ট কারখানা ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে পাঁচটি কয়লা খনির ব্লক তৈরি করছে রশ্মি গ্রুপ। বাংলাতেও যে বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে , সেটা প্রমাণ করতে চাইছে রশ্মি গ্রুপ। রশ্মির গ্রুপের যুগ্ম সভাপতি এলবি চৌরাসিয়া দাবি করেছেন, তাঁরা যে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছেন, সেটাই প্রমাণ করছে যে এই রাজ্যে বিনিয়োগের সম্ভাবনার প্রতি তাঁরা কতটা আস্থাবান। পূর্ব ভারতে পশ্চিমবঙ্গকে ‘পাওয়ার হাউস’ করে তোলার ব্যাপারেও তাঁরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে দাবি করেছেন চৌরাসিয়া।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join