৭০০-র কমে লম্বা ভ্যালিডিটি, ডেটা সহ কলিং! Jio, Airtel না BSNL দেখুন কে দিচ্ছে বেশি সুবিধা

Published on:

airtel vi jio or bsnl which telecom provider is giving most under rs 700

শ্বেতা মিত্র, কলকাতাঃ হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই শেষ হয়ে যাবে ২০২৪ সাল। তারপর নতুন বছর ২০২৫ শুরু হবে। এদিকে আপনিও যদি নতুন বছর শুরুর আগে সস্তা রিচার্জ করার কথা ভাবছেন এবং এমন প্ল্যান খুঁজছেন যা দীর্ঘ সময়ের জন্য তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। আজকের এই আর্টিকেলে রিলায়েন্স Jio, Airtel, ভোডাফোন আইডিয়া এবং BSNL-র এমন একটি রিচার্জ প্ল্যান সম্পর্কে আপনাদের তথ্য দেওয়া হবে যার মূল্য ৭০০ টাকার মধ্যে। তাহলে চলুন জেনে নেওয়া যাক।

Airtel -এর ৬৪৯ টাকার রিচার্জ প্যাক

WhatsApp Community Join Now

এয়ারটেলের ৬৪৯ টাকার রিচার্জ প্যাকটির ভ্যালেডিটি ৫৬ দিন। এই রিচার্জ প্ল্যানে আপনি স্থানীয় এবং জাতীয় কলিংয়ের সুবিধা পেয়ে যাবেন। এছাড়াও প্রতিদিন ১০০ টি এসএমএসের সুবিধাও রয়েছে এই প্ল্যানে। ব্যবহারকারীরা এতে 2GB দৈনিক ডেটা পাবেন, অর্থাৎ ৫৬ দিনের জন্য একটানা 112 GB ডেটা। দৈনিক কোটা শেষ হয়ে গেলে গতি 64Kbps হয়ে যায়।

অতিরিক্ত সুবিধার কথা বললে, ব্যবহারকারীরা এই প্ল্যানে ৩০ দিনের জন্য এয়ারটেল এক্সস্ট্রিম প্লে প্রিমিয়ামের অ্যাক্সেস পাবেন, যা ২২ টিরও বেশি ওটিটি প্ল্যাটফর্ম দেখার সুযোগ করে দেবে আপনাকর। এর মধ্যে কয়েকটি প্রধান হল Sony LIV, Lionsgate Play, Aha, Chaupal, Hoichoi, Sun Nxt।

Jio -র ৬৬৬ টাকার রিচার্জ প্যাক

এবার আলোচনা করে নেওয়া যাক ৬৬৬ টাকার রিচার্জ প্ল্যান সম্পর্কে। জিও-র ৬৬৬ টাকার প্ল্যানে ৭০ দিনের ভ্যালিডিটিমিলবে। এই রিচার্জ প্যাকটিতে দৈনিক 1.5GB ডেটা দেওয়া হচ্ছে কোম্পানির তরফে। অর্থাৎ ৭০ দিনের জন্য মোট 105GB ডেটা পেয়ে যাবেন। এতে ব্যবহারকারীরা প্রতিদিন ১০০টি SMS পাবেন। এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। দৈনিক ডাটা কোটা শেষ হয়ে গেলে স্পিড কমে 64Kbps হয়ে যায়।

এই প্যাকে JioTV, Jio Cloud ও JioCinema সিনেমাতে বিনামূল্যে অ্যাক্সেস পেয়ে যাবেন। যদিও জিও সিনেমার প্রিমিয়াম প্ল্যানটি এতে অন্তর্ভুক্ত নয়।

Vi 666 টাকার রিচার্জ প্যাক

Vi তার পোর্টফোলিওতে ৬৬৬ টাকার একটি প্ল্যানও রেখেছে, যা আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস পরিষেবা দেয়। প্ল্যানটির বৈধতা ৬৪ দিন, এই প্ল্যানে গ্রাহকরা 1.5GB দৈনিক ডেটা অর্থাৎ ৬৪ দিনের জন্য 96GB অবধি ডেটা পেয়ে যাবেন। দৈনিক ডাটা কোটা শেষ হয়ে গেলে স্পিড কমে ৬৪ কেবিপিএস হয়ে যাবে। এই প্যাকে আপনি  Binge All Night ও Weekend data rollover এর সুবিধাও পেয়ে যাবেন।

BSNL -এর ৬৬৬ টাকা রিচার্জ প্যাক

বিএসএনএলের ৬৬৬ টাকার প্ল্যানে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ টি এসএমএস পরিষেবা মিলবে। এই প্ল্যানে দৈনিক 2GB ডেটা পাওয়া যাবে এবং কোটা শেষ হয়ে গেলে গতি কমে ৪০ কেবিপিএস হয়ে যাবে। এই প্ল্যানের সবচেয়ে বড় ইউএসপি হ’ল এর ভ্যালেডিটি। এই প্ল্যানের সুবিধা ১০৫ দিনের। এই পরিকল্পনায়, PRBT+ Astrotell+ और Gameon  পরিষেবাগুলি বিনামূল্যে উপলব্ধ।

সঙ্গে থাকুন ➥
X