বিক্রম ব্যানার্জী, কলকাতা: আলোর উৎসব দীপাবলি। সেই উৎসবের আবহেই শিল্পপতি মুকেশ আম্বানির উপর পড়ল দেবী লক্ষ্মীর কৃপাদৃষ্টি। দীপাবলির শুভক্ষণে কয়েক মিনিটের মধ্যে 67 হাজার কোটি টাকা আয় হল আম্বানি সংস্থার। আসলে, সোমবার শেয়ার বাজারে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারগুলি ব্যাপক বৃদ্ধি পেয়েছে, আর সেই সূত্রেই কয়েক মিনিটের ব্যবধানে কোম্পানির মূল্য প্রায় 67 হাজার কোটি টাকা বেড়েছে (Reliance Industries Limited Earning) । যদিও বিশেষজ্ঞরা বলছেন, কোম্পানির শেয়ার মূল্য বৃদ্ধির প্রধান কারণ সংস্থাটির ক্রৈমাসিক ফলাফল।
রিলায়েন্সের শেয়ার মূল্য 3 শতাংশ বেড়েছে
TV 9 এর রিপোর্ট অনুযায়ী, সোমবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারগুলি কমপক্ষে 3 শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সংস্থা গত সেপ্টেম্বরের একেবারে শেষে নিট মুনাফায় পায় এক বছর ধরে যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে ভোক্তা কেন্দ্রিক খুচরো ও টেলিকম ব্যবসায়ের বিপুল লাভ এবং তেল থেকে রাসায়নিক বিভাগের বিভিন্ন ক্ষেত্রে সংস্থার উন্নতিকে দেখানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী, আজ BSE তে রিলায়েন্সের স্টক 3.50 শতাংশ পর্যন্ত বেড়ে 1,466.50 টাকায় দাঁড়িয়েছিল। এই মুহূর্তে সেই মূল্য কিছুটা নেমেছে।
বেড়েছে রিলায়েন্স সংস্থার মোট মূল্যও
রিপোর্ট বলছে, সোমবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারগুলি বৃদ্ধি পাওয়ার কারণে কোম্পানির মোট মূল্যও অনেকটাই বেড়েছে। শুক্রবার শেয়ার বাজার বন্ধ হওয়ার সময় কোম্পানিটির মোট মূল্য ছিল 19,17,483.71 কোটি টাকা। যা ট্রেডিং সেশনের সময় 19,469.33 কোটি টাকায় নেমে আসে। এর অর্থ হল, কোম্পানিটির মোট মূল্য কয়েক মিনিটের ব্যবধানে প্রায় 67,000 কোটি টাকা বেড়েছে। যদি গত সপ্তাহের বৃদ্ধিকে একত্রিত করা যায় সেক্ষেত্রে কোম্পানির মোট মূল্য 6 দিনের মধ্যে 1.14 লক্ষ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।
অবশ্যই পড়ুন: দীপাবলিতে ৫১ জন কর্মীকে বিলাসবহুল গাড়ি উপহার চণ্ডীগড়ের ওষুধ সংস্থার
উল্লেখ্য, সম্প্রতি প্রকাশ্যে আসা রিলায়েন্সের দ্বিতীয় ত্রৈমাসিকের রিপোর্ট, মূলধনের নিরিখে দেশের সবচেয়ে বড় কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। চলতি আর্থিক বছরে সংস্থাটির মোট আয় 10 শতাংশ বেড়ে দাঁড়িয়েছে 2,83,548 কোটি টাকায়। ত্রৈমাসিকের হিসেবে 14.6 শতাংশ বেড়েছে EBIT DA। এই বৃদ্ধির পর EBIT DA এখন 50,367 কোটি টাকায় উঠে এল। এছাড়াও সংস্থার নিট মুনাফা 14.3 শতাংশ বেড়ে দাঁড়িয়েছে 22,092 কোটি টাকায়। JIO 5G সহ সমস্ত খুচরো ব্যবসাতেও আয় বেড়েছে রিলায়েন্সের।