জুলাইতেই ২৫,০০০ কোটি টাকার শেয়ার বিক্রি করে দিচ্ছে SBI

Published:

SBI Shares State Bank of India to raise Rs 25,000 crore by selling shares soon
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI এবার বিরাট পদক্ষেপ নিতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, খুব শীঘ্রই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের 25 হাজার কোটি টাকার শেয়ার বিক্রি করে দেবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতের এই বৃহত্তম সরকারি ব্যাঙ্কটি বর্তমানে তাদের 2.9 বিলিয়ন ডলারের শেয়ার বিক্রির জন্য অন্তিম পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে। সূত্রের খবর, আগামী সপ্তাহের মধ্যেই ব্যাঙ্কটি তাদের শেয়ার বিক্রির কাজ শেষ করতে পারে।

এটিই হবে সবচেয়ে বড় QIP

রিপোর্ট বলছে, ভারতীয় স্টেট ব্যাঙ্ক চলতি জুলাইয়ের মধ্যেই QIP অর্থাৎ Qualified Institutional Placement পদ্ধতির মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করে 25 হাজার কোটি টাকা তোলার চেষ্টা করছে।

বিশেষজ্ঞদের মতে, SBI যদি শেষ পর্যন্ত তাদের শেয়ার বিক্রি করতে পারে, তবে এটি হবে ভারতের বৃহত্তম QIP। হ্যাঁ, এর আগে 2015 সালে কোল ইন্ডিয়া লিমিটেড QIP করে 22,560 কোটি টাকা তুলেছিল। কাজেই চলতি মাসে SBI যদি QIP পদ্ধতিতে অন্যান্য বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করে 25 হাজার কোটি টাকা তুলে ফেলে তবে এটিই হবে এখনও পর্যন্ত সবচেয়ে বড় QIP।

ঠিক কোন কারণে এই শেয়ার বিক্রি করছে SBI?

জানিয়ে রাখি, ভারতীয় স্টেট ব্যাঙ্ক শেয়ার বিক্রির মাধ্যমে তাদের ব্যালেন্স শিট শক্তিশালী করার পাশাপাশি বর্তমানের নানান প্রয়োজনীয়তা মেটাবে। একইসঙ্গে রয়েছে টেকসই ঋণ বৃদ্ধির পরিকল্পনাও। শুধু কি তাই? আসলে বাজার থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করতেই 2017 সালের পর প্রথমবারের মতো বিপুল অর্থের শেয়ার বিক্রি করতে চলেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি।

অবশ্যই পড়ুন: শুরু হল কাজ, নামল জায়ান্ট মেশিন! জোকা-এসপ্ল্যানেড মেট্রো নিয়ে সুখবর

প্রসঙ্গত, একাধিক রিপোর্ট অনুযায়ী, ভারতের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক SBI শেয়ার বিক্রির মাধ্যমে বাজার থেকে 25 হাজার কোটি টাকা তোলার জন্য ছয়টি বিনিয়োগকারী ব্যাঙ্ককে বেছে নিয়েছে। জানা যাচ্ছে, সিটি গ্রুপ এবং এইচএসবি হোল্ডিং, ICICI সিকিউরিটিজ, কোটাক ইনভেসমেন্ট ব্যাঙ্কিং, মরগান স্ট্যানলি ও SBI ক্যাপিটাল মার্কেটস লিমিটেডের ভারতীয় শাখা, এই ছয়টি বিনিয়োগ ব্যাঙ্ককে QIP পরিচালনার জন্য বেছে নিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join