Blinkit-এ বিক্রেতা হয়ে শুরু করুন অনলাইনে ব্যবসা, মাস গেলে হবে মোটা আয়

Published on:

Blinkit

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ের দাঁড়িয়ে নিজের জন্য ছোট ব্যবসা বা স্টার্টআপ যারা শুরু করতে চান, তাদের জন্য Blinkit হতে পারে সোনায় সোহাগা। আগে এই সংস্থাটি Grofers নামে পরিচিত ছিল। আর এখন Blinkit রিটেইল দুনিয়ায় এক কথায় বিপ্লব নিয়ে এসেছে। মাত্র কয়েক মিনিটেই গ্রাহকদের কাছে প্রোডাক্ট পৌঁছে দিচ্ছে এই সংস্থা। 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আসল কথা, দেশের হাজার হাজার সেলারদের প্রধান আস্থার জায়গা হয়ে দাঁড়িয়েছে এখন Blinkit। কিন্তু আপনি কীভাবে একজন Blinkit সেলার হয়ে অনলাইনে ব্যবসা শুরু করতে পারবেন? সবটা আজকের প্রতিবেদনে জানিয়ে দিচ্ছি।

Blinkit সেলার হতে গেলে কী কী লাগবে?

আপনি যদি Blinkit-এ আপনার বানানো প্রোডাক্ট বিক্রি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই কিছু প্রাথমিক প্রস্তুতি সেরে নিতে হবে। প্রথমত ব্যবসা শুরু করতে গেলে লাগবে জিএসটি রেজিস্ট্রেশন। এছাড়া প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ লাগবে। পাশাপাশি আপনার প্রোডাক্ট ক্যাটাগরি সম্পর্কে স্পষ্ট ধারণা এবং স্টক ও সাপ্লাই চেইনের সঠিক ব্যবস্থা করতে হবে। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আর এই সমস্ত ডকুমেন্টগুলি জোগাড় করে প্রস্তুতি সেরে নিলেই আপনি বিক্রি করতে পারবেন নিজের বানানো গ্রোসারি, FMCG, ফল-মূল, শাক-সবজি, দুধ ও দুগ্ধজাত পণ্য, বেকারি, পার্সোনাল কেয়ার প্রোডাক্ট ইত্যাদি।

কীভাবে Blinkit-এ রেজিস্ট্রেশন করবেন?

Blinkit-র সেলার হওয়ার প্রক্রিয়া এখন খুব সহজ, এমনকি অনলাইনেই আবেদন করা যাচ্ছে। আবেদন করার জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • প্রথমে Blinkit-র অফিসিয়াল ওয়েবসাইটে যান অথবা Blinkit Seller App অ্যাপ ডাউনলোড করতে পারেন।
  • এরপর “Sell with Blinkit” অপশনটিতে ক্লিক করুন।
  • এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন। 
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করুন। 
  • এরপর আপনার লোকেশন সেট করে নিন।
  • একবার Blinkit টিম আপনার আবেদন যাচাই করে যোগাযোগ করে নেবে। 
  • রেজিস্ট্রেশন একবার অনুমোদিত হয়ে গেলে আপনি শুরু করতে পারবেন Blinkit-এ ডিজিটাল দোকান।

কী কী সুবিধা পাবেন?

Blinkit-র মাধ্যমে ব্যবসা করলে প্রচুর সুবিধা পাওয়া যায়। প্রথমত, এটি দ্রুতগতিতে প্রোডাক্ট ডেলিভারি করে। তাই সরাসরি গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দ্বিতীয়ত, কম বিনিয়োগে এই ব্যবসা শুরু করতে পারবেন। তৃতীয়ত, 24×7 সাপোর্ট এবং আধুনিক টেকনোলজির ব্যাকআপ পাওয়া যাবে। 

আরও পড়ুনঃ রেশন নিয়ে বিরাট ঘোষণার পথে সরকার

ভবিষ্যৎ বদলে দিতে পারে এই ব্যবসা

আজকের দিনে দাঁড়িয়ে শুধু দোকান খুলে বসে থাকলেই ব্যবসা চলবে না। গ্রাহকরা চায় ঘরে বসে দ্রুত তাদের পণ্য হাতে পেতে। আর Blinkit এবার সেই চাহিদা পূরণ করছে। তাই যদি আপনার স্টক ম্যানেজমেন্ট ভালো থাকে এবং কম সময় বেশি কাস্টমার পেতে চান, তাহলে আজই শুরু করুন Blinkit-র ব্যবসা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group