ভারতে এন্ট্রি নিচ্ছে টেসলা, হাত মেলাচ্ছে টাটা গ্রুপ! গাড়ির ব্যবসায় বড় চমক

Published on:

Tesla

সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বের অন্যতম জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি নির্মাতা সংস্থা টেসলা এবার ভারতের বাজারে পা রাখছে (Tesla In India)। হ্যাঁ ঠিকই শুনেছেন। তবে আপনি কি জানেন, এই টেক জায়ান্টের সঙ্গে ভারতের টাটা গ্রুপের রয়েছে গভীর সম্পর্ক? আসলে টেসলার গ্লোবাল সাপ্লাই-চেইন ইতিমধ্যেই Tata Autocomp, TCS, Tata Tech এবং Tata Electronics কোম্পানিগুলির উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এবার টেসলা ভারতে তাদের কারখানা বসানোর পরিকল্পনা করাতেই এই সংস্থাগুলির সামনে আরো বড় সুযোগ আসতে চলেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

টেসলার ভারতে প্রবেশ

টেসলা গ্লোবাল অটোমার্কেটে প্রভাবশালী একটি নাম। মার্কিন এই ইলেকট্রিক ভেহিকেল নির্মাতা সংস্থা ভারতে আসার পরিকল্পনা করতেই দেশীয় গাড়ি শিল্পে এক কথায় জোয়ার লেগেছে। বিশেষত টাটা গ্রুপের বেশ কয়েকটি কোম্পানি টেসলার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সরবরাহ করে। উদাহরণস্বরূপ Tata Autocomp ইলেকট্রিক গাড়ির জন্য উন্নত ইঞ্জিনিয়ারিং পণ্য সরবরাহ করে থাকে, Tata Technologies গাড়ির ডিজাইন থেকে প্রোডাকশন পর্যন্ত পরিষেবা দিয়ে থাকে। TCS সার্কিট বোর্ড প্রযুক্তি এবং অন্যান্য সফটওয়্যারের সমাধান করে থাকে। 

বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, টেসলা ভারতে তাদের ফ্যাক্টরি গড়ে তুলবে। ফলে টাটা গ্রুপের এই সংস্থাগুলি আরো বেশি পরিমাণে লাভবান হবে এবং দেশীয় ইন্ডাস্ট্রিতে এক বড়সড় পরিবর্তন আসবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কোন রাজ্যে কারখানা হবে?

টেসলা ভারতের বিভিন্ন রাজ্যে তাদের কারখানা স্থাপনের জন্য ফন্দি আঁটছে। সূত্র বলছে, তারা ভারতের রাজস্থান, গুজরাট, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং তেলেঙ্গানের মতো রাজ্যগুলির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। ভারতের এই সমস্ত রাজ্যে এই কারখানাগুলি স্থাপিত হলে অটোমোবাইল শিল্পে টেসলার সরাসরি বিনিয়োগ বৃদ্ধি পাবে। পাশাপাশি দেশীয় কোম্পানিগুলির জন্য নতুন ব্যবসার সুযোগ তৈরি হবে। এছাড়া টাটা গ্রুপে সরবরাহ ব্যবস্থার চাহিদাও বহুগুণ বৃদ্ধি পাবে।

আসলে টেসলার মূল উদ্দেশ্য শুধুমাত্র গাড়ি তৈরি নয়। বরং ভারতের বিভিন্ন কোম্পানিগুলি থেকে ব্যাটারি, ইলেকট্রনিক্স কম্পোনেন্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম সংগ্রহ করতে চলেছে তারা। ফলে এবার দেশের স্টার্টআপ এবং ইলেকট্রনিক্স শিল্প এক নতুন উচ্চতায় গড়াবে। 

টেসলার সাথে কোন কোন কোম্পানির সম্পর্ক রয়েছে?

বর্তমানে টেসলা ভারতীয় বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে হাতে হাত মিলিয়েছে। মূলত টেসলা তাদের কাছ থেকে সরঞ্জাম কিনছে। এর মধ্যে উল্লেখযোগ্য কোম্পানিগুলি হল Samvardhana Madrasan, Suprajit Engineering, Sona BLW Precision Forgings, Varroc Engineering, Bharat Forge ইত্যাদি। এছাড়া তাইওয়ানের বাইরেও টেসলা তাদের গাড়ির যন্ত্রাংশ উৎপাদনের নির্দেশ দিয়েছে। ফলে ভারতীয় কোম্পানিগুলি এখন আরো বাড়তি সুযোগ পেতে চলেছে।

আরও পড়ুনঃ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা, বন্ধ থাকবে স্কুল?

এক কথায় টেসলার ভারতে প্রবেশ শুধু ইলেকট্রিক গাড়ির বিপ্লব নয়। বরং, দেশীয় ইন্ডাস্ট্রিতে বড়সড় পরিবর্তন আনবে। টাটা গ্রুপের সঙ্গে টেসলার দীর্ঘমেয়াদি এই সম্পর্ক ভারতের গাড়ি শিল্পকে অনন্য উচ্চতা নিয়ে যাবে এবং নতুন বিনিয়োগকারীদের মুনাফার দরজা খুলে দেবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group