বিক্রি হয়ে যাচ্ছে ভারতের ফেভারিট হুইস্কি ব্র্যান্ড

Published on:

Imperial Blue

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের মদের বাজারে ইম্পেরিয়াল ব্লু (Imperial Blue) বেশ পরিচিত নাম। পছন্দের তালিকায় অনেকেই প্রথম দিকেই রাখে এই ব্র্যান্ডকে। তবে এবার সেই পছন্দের ব্র্যান্ডের হাত বদল হতে চলেছে। হ্যাঁ, ফরাসি মালিকাধীন সংস্থা পেরনড রিকার্ড এখন ভারতের দেশীয় সংস্থা তিলকনগর ইন্ডাস্ট্রিজের সঙ্গে চুক্তি চালাচ্ছে। খুব তাড়াতাড়িই নাকি চূড়ান্ত ঘোষণা হতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এক সূত্র মারফৎ জানা গিয়েছে, 23 জুলাই তিলকনগর ইন্ডাস্ট্রিজের বোর্ড মিটিং ছিল। আর সেই বৈঠকে বহু টাকার চুক্তি সম্পন্ন করার জন্য তহবিল সংগ্রহের পথ খোঁজা হয়েছে। পাশাপাশি শেয়ারের মাধ্যমে মূলধন জোগাড়, ডিবেঞ্চার, প্রেফারেন্স শেয়ার, এমনকি বন্ড ইস্যুর সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, তিলকনগর ইন্ডাস্ট্রিজ ভারতের বিখ্যাত ব্র্যান্ডের ম্যানশন হাউস তৈরি করে। আর এই নতুন চুক্তি যদি সফল হয়, তাহলে সংস্থাটি হুইস্কি বাজারেও নিজেদের জায়গা পাকাপোক্ত করে ফেলতে পারে।

শেয়ারবাজারে দৌরঝাঁপ

এই চুক্তির গুঞ্জন শুরু হওয়ার পরেই মার্কেটে তিলকনগরের শেয়ারে একপ্রকার আগুন লেগেছে। হ্যাঁ, মঙ্গলবার প্রায় 12% বেড়ে তা 469.60 টাকায় বন্ধ হয়। এমনকি পর দিন শেয়ারের দাম 684.80 টাকায় পৌঁছেছে। যদিও দিনের শেষে কিছুটা পতন আসে। তবে গত 5 দিনে সংস্থাটির শেয়ারের দাম প্রায় 28% বেড়েছে, যা বিনিয়োগকারীদের জন্য সোনায় সোহাগা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ইম্পেরিয়াল ব্লু, এক পরিচিত নাম

প্রসঙ্গত জানিয়ে রাখি, ভারতের হুইস্কি বাজারে ইম্পেরিয়াল ব্লু তৃতীয় বৃহত্তম বিক্রিত ব্যান্ড। 1997 সালে সিগ্রাম নামের কোম্পানি এই ব্র্যান্ড চালু করে। আর 2002 সালে পেরনড রিকার্ড ব্রান্ডটিকে কিনে নেয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ইম্পেরিয়াল ব্লুর বিক্রিতে কিছুটা মন্থরতা দেখা গিয়েছে। 

2024 সালে মাত্র 0.5% বৃদ্ধির সঙ্গে মাত্র 22.2 মিলিয়ন কেস বিক্রি হয়েছে এই ব্র্যান্ড। আর এর পিছনে মূল কারণ, ক্রমবর্ধমান প্রিমিয়াম হুইস্কির চাহিদা। উল্লেখ্য, ডিলাক্স হুইস্কির বাজারে ইম্পেরিয়াল ব্লুর শেয়ার এখন 8.6%, যেখানে ম্যাকডোয়েলস এবং রয়েল স্ট্যাগ রয়েছে প্রথম ও দ্বিতীয় স্থানে।

কারা এই চুক্তিতে অংশগ্রহণ করল?

জানা যাচ্ছে, এই বিরাট ডিল সম্পন্ন করার ক্ষেত্রে গোল্ডম্যান শ্যাক্স নামের একটি সংস্থা মুখ্য ভূমিকা পালন করছে। তবে শুধু তিলকনগর নয়, বরং রবি দেওল-এর ইনব্রু বেভারেজ এবং জাপানের সান্টোরি গ্লোবালও এই ব্র্যান্ড কিনতে আগ্রহ দেখিয়েছে। 

আরও পড়ুনঃ লাইনচ্যুত শালিমার-সম্বলপুর এক্সপ্রেস, ফের রেল দুর্ঘটনা ওড়িশায়

কিন্তু তিলকনগরের বিড অন্যানদের থেকে বেশি ছিল। তাই ফরাসি সংস্থাটি এখন এই দিকে পা বাড়াচ্ছে। আর যদি একবার ইম্পেরিয়াল ব্লুর মতপো জনপ্রিয় ব্র্যান্ডের মালিকানা তারা পেয়ে যায়, তাহলে ভারতীয় বাজারে তিলকনগরের ব্র্যান্ড ভ্যালু যে বহুগুণ বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group