শ্বেতা মিত্র, কলকাতাঃ সামনেই রয়েছে দীপাবলি। আর দীপাবলির সময় অনেকেই আছেন যারা নিজের জন্য কিছু কেনেন বা অন্যকে উপহার দেন। আপনিও কি তেমন কোনো জিনিস কেনার কথা ভাবনাচিন্তা করছেন? বিশেষ করে ফোন কিনবেন বলে মনস্থির করছেন? তাহলে আপনার জন্য রইল একদম সোনায় সোহাগা খবর। যাদের বাজেট কম তাঁদের জন্য বিখ্যাত ই-কমার্স ওয়েবসাইট Flipkart দুর্দান্ত এক অফার এনেছে। আর এই অফার শুনলে আপনিও খুশিতে লাফাতে শুরু করবেন বৈকি।
Big Diwali Sale Flipkart-র
আসলে আগামী ২১ অক্টোবর থেকে ফ্লিপকার্টে দারুণ সেল শুরু হতে চলেছে। ২১ অক্টোবর থেকে বিগ দিওয়ালি সেল (Big Diwali Sale) এখন ই-কমার্স প্ল্যাটফর্মে শুরু হতে চলেছে, যেখানে সবচেয়ে কম দামে অনেক দুর্দান্ত স্মার্টফোন পাওয়া যাবে। বিশেষ বিষয় হল কোম্পানির সেল টিজারে কোম্পানির তরফে জানানো হয়েছে যে এই দিওয়ালি সেলে আপনিও বিগ বিলিয়ন ডেজ সেলের মতো অফার দেখতে পাবেন। তবে সেলের আগে স্যামসাংয়ের এমন ফোন রয়েছে যেখানে আপনিও প্রায় ৬০% ছাড় পেয়ে যেতে পারেন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। যে দামে লঞ্চ হয়েছিল তার অর্ধেকেরও কম দামে ফোনটি পায়ের যেতে পারেন। যে ফোনটি আপনি জলের দামে পেতে পারেন সেটি হল SAMSUNG Galaxy S23 FE।
SAMSUNG Galaxy S23 FE-এ বিরাট ছাড়
জানলে অবাক হবেন, Samsung এর Galaxy S23 FE বর্তমানে মাত্র ৩১,৯৯৯ টাকায় Flipkart -এ লিস্টেড করা হয়েছে। অথচ যখন ফোনটি লঞ্চ তখন এর দাম ছিল ৭৯,৯৯৯ টাকা। তবে আর চিন্তা নেই, এবার এই ফোনে সরাসরি ৬০% অর্থাৎ ৪৮ হাজার টাকার মতো ধামাকাদার ছাড় পেয়ে যাবেন আপনি। শুধু তাই নয়, ফোনটিতে কিছু ব্যাঙ্ক অফারও পাওয়া যায়। কেউ যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকলে এই ফোনে ৫% পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।
এর পাশাপাশি কোম্পানি ফোনটিতে এক্সচেঞ্জ অফারও দিচ্ছে ফ্লিপকার্ট। অর্থাৎ আপনি আপনার পুরনো ফোন দিয়ে একটি ভাল এক্সচেঞ্জ ভ্যালু পেতে পারেন। কপাল ভালো থাকলে ৩০, ০০০ কমে আপনি ফোনটি পেয়ে যেতে পারেন।
SAMSUNG Galaxy S23 FE ফোনের ফিচার্স
এবার আসা যাক এই প্রিমিয়াম ফোনটির ফিচার্স সম্পর্কে। এই ফোনটি গত বছরই লঞ্চ করেছিল Samsung। Exynos 223 চিপসেট সহ Samsung Galaxy S2200 FE কর্নিং গরিলা গ্লাস ৫ এবং একটি 6.4-ইঞ্চি 120Hz AMOLED স্ক্রিন রয়েছে। ফোনটি Android 13 এর উপর ভিত্তি করে ওয়ান ইউআই ৫- এর সঙ্গে আসে। এতে খুব শীঘ্রই Android 17 পর্যন্ত আপডেট পাবেন গ্রাহকরা।
ক্যামরা ও ব্যাটারি ক্ষমতা
ফোনের পিছনে 12MP আল্ট্রাওয়াইড সেন্সর সহ একটি 50MP প্রাইমারি ক্যামেরা এবং একটি 8MP টেলিফোটো লেন্স পাবেন যা 3x অপটিক্যাল জুম ছবি তুলতে সক্ষকম হবেন। ডিভাইসটিতে একটি 4,500mAh ব্যাটারি রয়েছে যা 25W চার্জিং সাপোর্ট করে।