সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি নিজেই নিজের ব্যবসা শুরু করতে চান? কিন্তু পুঁজির কারণে পিছিয়ে আসছেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্যই। হ্যাঁ, আমরা আজ এমন কয়েকটি ব্যবসার আইডিয়া (Business Idea) দেবো, যেগুলি মাত্র 5000 টাকায় শুরু করা যায় এবং মাস গেলে মোটা অঙ্কের মুনাফা পকেটে ঢোকে। তাই ব্যবসাগুলি সম্পর্কে জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
প্যাকিং ও লেবেলিং সার্ভিস | Packing and Labeling Services |
ই-কমার্সের যুগে ছোট বড় বিভিন্ন কোম্পানি প্যাকিং এবং লেবেলিং-এর জন্য লোক খুঁজছে। তাই আপনি চাইলে বাড়ি থেকেই এই কাজ শুরু করতে পারবেন। প্রয়োজন হবে শুধুমাত্র কিছু প্যাকেট, টেপ, কাঁচি আর স্কেলিং স্টিকার। অ্যামাজন, ফ্লিপকার্টের মত ই-কমার্স সাইটগুলিতে বা স্থানীয় কোনও পণ্য প্রস্তুতকারকদের সঙ্গে যোগাযোগ করে খুব সহজেই আপনি প্রতি অর্ডারে 2000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত মুনাফা পকেটে ঢোকাতে পারবেন।
ব্লগিং | Blogging |
যারা লেখালেখি করতে ভালোবাসেন, তাদের জন্য ব্লগিং হতে পারে সেরা বিকল্প। কারণ নিজের একটি ওয়েবসাইট খুলে সেখানে নানারকম বিষয় লিখে আপলোড করলে সময়ের সঙ্গে সঙ্গে আপনার ওয়েবসাইটে ভিজিটর বাড়বে। আর গুগল এডসেন্সের মাধ্যমে মাসে হাজার হাজার টাকা আয় করা যায়। আর এই ব্যবসা শুরু করতে 5000 টাকাও খরচ লাগে না।
হোমমেড স্নাক্স ব্যবসা | Homemade Snacks Business Idea |
চিপস, নিমকি, ভুঝিয়া ইত্যাদির চাহিদা বরাবরই আকাশছোঁয়া। তাই আপনি চাইলে ঘরে বসেই এগুলি প্যাকেট করে বিক্রি করতে পারেন। এমনকি ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন স্থানীয় দোকানের মাধ্যমে বিক্রি করে খুব সহজেই মাস গেলে কয়েক হাজার টাকা ইনকাম করতে পারবেন এই ব্যবসায়।
ইস্ত্রি সার্ভিস | Ironing Service |
ব্যস্ত জীবনে অনেকেই জামাকাপড় ইস্ত্রি করার জন্য পর্যাপ্ত সময় পায়না। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে মাত্র 5000 টাকা খরচ করে একটি ইস্ত্রি মেশিন কিনে বাড়িতে বা পাড়ায় পাড়ায় গিয়ে ইস্ত্রি পরিষেবা শুরু করতে পারেন। কারণ এতে খরচ কম হবে। আর সময়মতো পরিষেবা দিলে মোটা অংকের মুনাফা পকেটে ঢুকবে।
খবরের কাগজের প্যাকেট তৈরির ব্যবসা | Newspaper Packet Making Business |
বর্তমানে পরিবেশ সুরক্ষার তাগিদে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ হচ্ছে। আর তার ফলে কাগজের বা কাপড়ের ব্যাগের চাহিদা হু হু করে বাড়ছে। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে খবরের কাগজের ব্যাগ তৈরি করে ব্যবসা শুরু করতে পারেন। এতে খরচ সেরকম কিছু দরকার হয়না। মোটামুটি পুরনো পত্রিকা, সুতো, আঠা আর একটা কাঁচি কিনলেই হবে। আর দোকানদারদের এগুলি সাপ্লাই দিয়ে অথবা হস্তশিল্পের মেলায় বিক্রি করে মোটা অংকের টাকা আয় করতে পারবেন।
আরও পড়ুনঃ ফিক্সড ডিপোজিটে সুদের হার বদলাল PNB সহ তিন ব্যাঙ্ক, এখন আরও বেশি লাভ
টিউশন সার্ভিস | Tuition Service |
আপনার যদি কোনও বিষয়ে ভালো দক্ষতা থেকে থাকে, তাহলে টিউশন পড়িয়ে মোটা অংকের টাকা আয় করতে পারবেন। বাড়িতে, অনলাইনে বা ছোট পরিসরে কোচিং সেন্টার খুলতে পারেন। আর কোনও বড় খরচ ছাড়াই শুধুমাত্র জ্ঞান ও অধ্যবসায়ের মাধ্যমে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করা যায় টিউশন করে।
ব্যবসা শুরু করতে যে সবসময় বড় অংকের পুঁজি দরকার হয়, এমনটা কিন্তু নয়। সঠিক ব্যবসার আইডিয়া, উৎসাহ আর পরিশ্রম থাকলেই মাস গেলে মোটা অংকের টাকা আয় করা যায়। তাই মাত্র 5000 টাকা দিয়ে যেকোনো একটি ব্যবসা শুরু করুন, আর সুরক্ষিত করুন নিজের ভবিষ্যৎকে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |