বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানকে সমর্থন করতে গিয়ে ভারতের সাথে বড় বেইমানি করেছে তুরস্ক। 2023 সালে যে দেশকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিল ভারত, এবার সেই মুসলিম দেশই প্রতিদান হিসেবে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে খোলাখুলি সমর্থন করেছে। আর এরপর থেকেই তুরস্কের বিরুদ্ধে কণ্ঠস্বর চওড়া করেছেন ভারতীয়রা।
দেশ জুড়ে উঠছে পাক সমর্থক তুর্কি বয়কটের দাবি। ইতিমধ্যেই, তুরস্ক ভ্রমণ বাতিল করেছেন অসংখ্য ভারতীয়। বাতিল হয়ে গিয়েছে ফ্লাইট বুকিং থেকে শুরু করে হোটেল বুকিং সবই। এছাড়াও তুরস্কের পণ্য বয়কটের ডাক দিয়েছে গোটা দেশ। এহেন আবহে এবার সেই বাতিলের তালিকায় নাম জুড়ল টার্কিজ গহনারও (Turkish Jewellery)।
ভারতে বন্ধ হচ্ছে তুর্কি গহনা বিক্রি
দেশের ঊর্ধ্বে কিছু নয়, এই মন্ত্রকে মাথায় রেখেই তুর্কি বয়কটের আবহে এবার তুরস্কের গহনা বয়কটের ডাক দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। সূত্রের খবর, ভারত-পাকিস্তান সংঘাতে তুরস্ক যেভাবে পশ্চিম দিকের দেশকে সমর্থন করেছে তাতে আর ওদেশের সাথে বাণিজ্য টিকিয়ে রাখা যায় না, এমনটাই মনে করছেন রাজ্য তথা দেশের বহু সোনার ব্যবসায়ী। আর সেই সূত্রেই এবার, কলকাতা সহ রাজ্যের একাধিক সোনার দোকানদার তুরস্কের গহনা বিক্রি করবে না বলেই জানিয়ে দিয়েছে।
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গের স্বর্ণ ব্যবসায়ীদের অন্যতম সংগঠন স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির কার্যনির্বাহী সভাপতি সমর দে জানিয়েছেন, বাঙালি কারিগরের হাতে তৈরি সোনার গহনার নকশা তুরস্কের গহনার থেকে একেবারেই আলাদা। মূলত একটা বড় অংশের ক্রেতার কাছে তুরস্কের গহনার চাহিদা রয়েছে।
তবে তুর্কি যেভাবে ভারতের সাথে বেইমানি করেছে, তাতে আমরা সংগঠনগতভাবে টার্কিজ গহনা আমদানি না করার সিদ্ধান্ত নিয়েছি। জানা যাচ্ছে, ভারতের সাথে বিরূপ আচরণের পর থেকেই দেশের বহু সোনার ব্যবসায়ী তুর্কি গহনা বয়কট করেছেন। এখন তাহলে স্টকে থাকা টার্কিজ গহনাগুলির কী হবে?
অবশ্যই পড়ুন: জাতীয় দলের এই ফুটবলারকে সই করাতে লড়াই ইস্টবেঙ্গল, মোহনবাগানের! ভাগ্য ফিরবে কার?
স্টকে থাকা টার্কিজ গহনাগুলির ভবিষ্যৎ কী?
অনেকেই বলেছেন, ভারতীয় ব্যবসায়ীরা বিশেষত রাজ্যের সোনার দোকানগুলি যেভাবে তুর্কি গহনা বয়কট করছে তাতে স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকে, স্টকে জমে থাকা তুর্কি গহনাগুলি এখন কী হবে? এ প্রসঙ্গে বাংলার স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন সভাপতি সমর বাবু জানান, তুর্কির ওই গহনাগুলি ভারতীয় ব্যবসায়ীদের সম্পত্তি। তাই সেগুলি বিক্রি করে দেওয়া হবে। তবে এরপর থেকে আর কোনও নতুন তুর্কি পণ্য বা গহনা আমদানি করবে না শোরুমগুলি।
এদিন স্বর্ণ সংগঠনের সভাপতির সংযোজন ছিল, মহারাষ্ট্রে ইতিমধ্যেই তুরস্কের গহনা বাতিল করে দেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, তুরস্কের মতো আরেক বিরোধী দেশ আজারবাইজানের গহনা ততটাও জনপ্রিয় নয়, তবে ভারতীয় ব্যবসায়ীরা ঠিক করেছেন ভারতের সাথে বেইমানি করা দেশগুলির কোনও পণ্য আমদানি করা হবে না।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |