সৌভিক মুখার্জী, কলকাতা: খুব শীঘ্রই ভারতের জন্য আসছে সুখবর। এবার ভারতীয় পণ্যের উপর 50% থেকে শুল্ক (US Tariff On Indian Product) কমিয়ে মাত্র 15 থেকে 16% আনা হবে বলে দাবি রিপোর্টে। হ্যাঁ, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র এই লক্ষ্য নিয়ে একটি চুক্তির উপর কাজ করছে বলে খবর। মিন্টের একটি প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে, দুই দেশ খুব শীঘ্রই একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে পারে। যার ফলে ভারতের উপর মার্কিন শুল্ক অনেকটাই হ্রাস পাবে।
50% থেকে শুল্ক কমে 15%?
প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ভারতের উপর আরোপিত ডোনাল্ড ট্রাম্পের 50 শতাংশ শুল্ক থেকে কমে মাত্র 15 থেকে 16% দাঁড়াতে পারে। তবে হ্যাঁ, চুক্তিটিতে কৃষি এবং জ্বালানি উভয়ের উপরেই জোড় দেওয়া হচ্ছে। আর রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রে ভারতের উপর ট্রাম্প যে চাপ সৃষ্টি করেছিল, তাও মুকুব হতে পারে। কারণ, সেই চুক্তির আওতায় রাশিয়ার অপিরশোধিত তেল কেনা অন্তর্ভুক্ত থাকবে। তবে ট্রাম্প মনে করছে, ভারত রাশিয়া থেকে তেল কেনা কমাতে পারে বা বন্ধ করতে পারে।
পাশাপাশি ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, আমেরিকা এবং ভারতের মধ্যে চুক্তিটি এখন চূড়ান্ত পর্যায়ে। বলা হচ্ছে, অক্টোবর মাসের শেষের দিকেই চুক্তিটি চূড়ান্ত হতে পারে। এমনকি চলতি মাসের শেষের দিকে আসিয়ান শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে। আর ট্রাম্প সে সময় আনুষ্ঠানিকভাবেই ওই চুক্তির কথা ঘোষণা করতে পারে। তবে হ্যাঁ, উভয় দেশে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি বা কোনও বিবৃতি জারি করেনি।
আরও পড়ুনঃ SSKM হাসপাতালে ১৫ বছরের কিশোরীকে যৌন হেনস্থা, গ্রেপ্তার NRS-র অস্থায়ী কর্মী
মোদীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন ট্রাম্প
এদিকে গত 22 অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে দীপাবলির শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন। আর ট্রাম্প তখন দাবি করেন যে, মোদী নাকি রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দেবেন বলেই প্রস্তাব দিয়েছেন। এমনকি মোদিও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান চান। তাই রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে তাদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করবে। আর ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, ভারত রাশিয়া থেকে যদি তেল কেনা কমায়, তাহলেই মার্কিন শুল্ক থেকে মুক্তি পাওয়া যাবে। সবটাই এখন নির্ভর করছে চুক্তির উপর। কারণ, এখনও পর্যন্ত দুই দেশের তরফ থেকে কোনও বিবৃতি জারি করা হয়নি।