দেনার দায়ে বন্ধ হওয়ার পরিস্থিতি! Vodafone Idea-র পাশে দাঁড়াল কেন্দ্র

Published on:

Updated on:

Vodafone Idea

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের টেলিকম খাতে ভোডাফোন আইডিয়ার (Vodafone Idea) অস্তিত্ব যেন ফিকে হয়ে আসছে! একদিকে 84 হাজার কোটি টাকার বকেয়া, অন্যদিকে অর্থ সংকট, এই দুইয়ের মধ্যে পড়ে একেবারে হামাগুড়ি দিচ্ছে Vi! তবে এই কঠিন পরিস্থিতিতে Vi-কে বাঁচাতে এগিয়ে এল কেন্দ্র সরকার।

2026-র মধ্যেই দেউলিয়া হওয়ার আশঙ্কা

গত মাসে ভোডাফোন আইডিয়া সরকারকে জানিয়েছিল, যদি কেন্দ্র থেকে আর কোনোরকম সহায়তা না মেলে, তাহলে 2025-26 অর্থবছরের মধ্যেই তারা ব্যবসা বন্ধ করতে বাধ্য হবে। বলে রাখি, Vi-কে সরকার 36,950 কোটি টাকার ঋণ ইকুইটিতে রুপান্তর করে 49% মালিকানা ছিনিয়ে নিয়েছে। তবুও ব্যাঙ্ক থেকে কোনোরকম ঋণ সমর্থন পায়নি Vi।

কেন্দ্রের বড় পদক্ষেপ

সম্প্রতি এক রিপোর্ট বলছে, Vi-কে বাঁচাতে কেন্দ্র সরকার কিছু বড়সড় পদক্ষেপ নিয়েছে। প্রথমত, AGR বকেয়া 6 বছরের বদলে 20 বছরের মেটানোর সুযোগ দিচ্ছে। দ্বিতীয়ত, যৌগিক সুদের বদলে এবার সাধারণ সুদ নেওয়া হচ্ছে। তৃতীয়ত, প্রতি বছর মাত্র 1000 থেকে 1500 কোটি টাকা করে AGR পরিশোধের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

দুই অপারেটর বাজার চালাতে যথেষ্ট নয়..

একদিন দেশের টেলিকম মন্ত্রী জানিয়ে দিয়েছেন, দুটি অপারেটর নিয়ে কোনোভাবেই বাজার চলবে না। প্রতিযোগিতা থাকতেই যাবে। তাহলেই গ্রাহকরা উপকৃত হবে। তিনি আরো জানান, আজ ভারত বিশ্বের একমাত্র দেশ, যেখানে টেলিকম খাতে এত প্রতিযোগিতা। স্যাটেলাইট বলুন বা ব্রডব্যান্ড, সবেতেই মরিয়া পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি। 

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ পাঁচ মাস পর লাফ দিল ভারতীয় রুপি! ডলারের বিপরীতে অনেকটাই ঘুরে দাঁড়াল টাকা

এদিকে জানিয়ে রাখি, মঙ্গলবার শেয়ারবাজারে ভোডাফোন আইডিয়ার শেয়ার 5.9% বেড়ে 6.89 টাকায় দাঁড়ায়। হিসাব বলছে, 2025 সালের ডিসেম্বরে সংস্থার মোট বকেয়া দাঁড়িয়েছে 2.02 লক্ষ কোটি টাকা। সেই সূত্র ধরে 2025 সালের সেপ্টেম্বরে চার বছরের ঋণ মুকুব শেষ হবে।

হিসাব এও বলছে, 2026-র মার্চের মধ্যে দিতে হবে 12,000 কোটি টাকা। শুধু তাই নয়, 2031 সালের মধ্যে 43,000 কোটি টাকা টাকা ঋণ পরিশোধ করতে হবে। আর যদি সময় মতো ঋণ মেটানো না যায়, তাহলে দেউলিয়া হয়ে বাজার ছাড়তে হবে Vi-কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥