ব্যবসা গোটাতে পারে ভোডাফোন আইডিয়া! ১০ মাসের ডেডলাইন দিল খোদ সংস্থা

Published on:

Vodafone Idea

প্রীতি পোদ্দার, কলকাতা: গ্রাহকদের জন্য বড় দুঃসংবাদ। খুব শীঘ্রই এবার বন্ধ হতে চলেছে ভারতীয় বাজারে অন্যতম টেলিকম সংস্থা Vi বা ভোডাফোন আইডিয়া (Vodafone Idea)। বিগত বেশ কয়েক মাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে Vi এর অবস্থা যে খুব একটা ভাল চলছে না। গ্রাহক পরিসংখ্যানের গ্রাফ দেখলে জানা যায় গত প্রায় ১০ মাস ধরে পরিষেবায় অবনতির কারণে ধারাবাহিক ভাবে অন্যান্যদের তুলনায় একমাত্র Vi গ্রাহক হারিয়েছে। তাই এবার সম্পূর্ণ বন্ধের আভাস দিল খোদ এই টেলিকম সংস্থা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পরিষেবা বন্ধের হুঁশিয়ারি Vi-র

দিনের পর দিন গ্রাহক সংখ্যা কমে যাওয়ার দরুন সংস্থার ঘাড়ে একের পর এক বকেয়ার বোঝা বেড়েই চলেছে। তার উপর হাতে নগদের অভাব তো রয়েছেই। তাই সব দিক থেকে একেবারে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মত অবস্থা তৈরি হয়েছে। আর তাতেই প্রশ্ন উঠছে আগামী দিনে পরিষেবা পাওয়া যাবে কি না। আর এই আবহে এবার সরাসরি পরিষেবা বন্ধের হুঁশিয়ারি এল ভোডাফোন আইডিয়া সংস্থার তরফেই। গতকাল অর্থাৎ শুক্রবার সংস্থার আধিকারিকেরা স্পষ্ট ভাষায় জানালেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সাহায্য না পেলে গ্রাহকদের আর পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

বকেয়া মকুব করার আর্জি

সূত্রের খবর, এইমুহুর্তে Vi বা ভোডাফোন আইডিয়ার মোট বকেয়ার পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে প্রায় ১.৯৫ লক্ষ কোটি টাকা। এদিকে কিছু দিন আগে প্রায় ৩৭ হাজার কোটি মকুব করে সংস্থার ৪৯ শতাংশ শেয়ার হাতে নিয়েছে কেন্দ্রীয় সরকার। যার ফলস্বরূপ স্পেকট্রাম বাবদ সরকারের সংস্থার থেকে এখন ১.১৮ লক্ষ কোটি টাকা পাওয়ার কথা। তার উপর গত বৃহস্পতিবার আরও ৩০ হাজার কোটি টাকা মকুব করার জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয়েছে সংস্থার তরফে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আগামী বছরেই বন্ধ হবে পরিষেবা

এদিকে টেলিকম সংস্থাটি Vi স্পষ্ট বার্তা দিয়েছে যে, সরকারি সহায়তা না পেলে আগামী ২০২৬-এর মার্চের পরেই তাদের দেউলিয়া ঘোষণা করে পরিষেবা বন্ধ করে দেওয়া ছাড়া কোনও পথ খোলা থাকবে না। অর্থাৎ শুধু সংস্থার কর্মীরা নয় এই সমস্যায় ভয়াবহ ক্ষতি হবে Vi গ্রাহকদেরও। এর আগে মালিকপক্ষ ২৬,০০০ কোটি টাকা মূলধন জুগিয়েছে, মিলেছে সরকারি বকেয়া মকুবের সুবিধা। কিন্তু তার পরেও ব্যাঙ্কের থেকে কোনও রকম সহায়তা পাওয়া যায়নি। ফলে সরকারের তরফে পুরো বকেয়া মাফের পাশাপাশি সেই নির্দেশই শুধু বাঁচাতে পারে। আর যদি তা না হয় তাহলে সংস্থার হাতে একমাত্র বিকল্প, এনসিএলটিতে যাওয়া।

আরও পড়ুন: আগের থেকে ৭ গুণ জোরে ছুটবে ট্রেন, বদলাবে সময়সূচীও, সুখবর দিল রেল

সংস্থার এই ধরনের আতঙ্কের হুঁশিয়ারিতে রীতিমত দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে গ্রাহকেরা। ক্রমেই পরিস্থিতি আরও জটিল পর্যায়ে পৌঁছচ্ছে। এখন দেখার বিষয় সরকার গ্রাহকদের স্বার্থে Vi-র আরও অংশীদারি কিনে টেলিকম সংস্থাটি রক্ষা করে কি না। কারণ তাদের সিদ্ধান্তের উপরেই ভি-র ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে। কিন্তু যদি সেই সিদ্ধান্ত সরকার নাকচ করে দেয় দেশে যেমন বেকারত্বের পরিমাণ বাড়বে ঠিক তেমনই গ্রাহকদের একাধিক জটিল সমস্যার মুখে পড়তে হবে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group