বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানের সাথে সংঘাতের আবহে একে একে শত্রু শিবিরের সাথে সম্পর্ক ছিন্ন করছে ভারত! প্রথমেই সেই তালিকায় নাম জুড়েছে সন্ত্রাসবাদের আশ্রয়দাতা পাকিস্তানের। সে দেশের সাথে বাণিজ্যিক ক্ষেত্রে তো বটেই সেই সাথে ক্রিকেটীয় সম্পর্কও একপ্রকার শেষের পথে! এহেন আবহে পশ্চিম দিকের দেশকে সমর্থনকারী তুরস্ক ও আজারবাইজানকেও বয়কটের ডাক দিয়েছেন ভারতীয়রা।
কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের তরফেও দুই দেশের পণ্য বাতিল করার প্রতিশ্রুতিও মিলেছে। এহেন আবহে সবচেয়ে কাছের পড়শি বাংলাদেশকে (Bangladesh) নিয়ে ফের মাথাব্যথা বেড়েছে দিল্লির। ওপার বাংলা থেকে একের পর এক ভারত বিরোধী মন্তব্যের পর অবশেষে গত শনিবার পদ্মা পাড়ের বাংলাদেশের সাথে স্থলপথে আমদানি বাণিজ্য বন্ধ করেছে ভারত। যার জেরে কাঁটাতারের ওপারে থাকা ব্যবসায়ীদের যে চরম ক্ষতির মুখে পড়তে হবে একথা বলাই যায়।
ব্যাপক ক্ষতির মুখে পড়বে বাংলাদেশের বস্ত্রশিল্প
ভারত বাংলাদেশ থেকে যেসব পণ্য আমদানি করে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পায় বস্ত্র অর্থাৎ তৈরি পোশাক। তবে সাম্প্রতিক সময়ে সেদেশের সাথে চলমান উত্তেজনার কারণে আমদানি বাণিজ্য অনেকটাই কমেছে দুই দেশের। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, 2023-24 আর্থিক বছরে ভারত বাংলাদেশ থেকে যে পণ্য আমদানি করেছিল তার 56 শতাংশই ছিল পোশাক বা বস্ত্র। তবে শনিবার কেন্দ্রের কড়া নিষেধাজ্ঞার পর বাংলাদেশ থেকে আমদানি বন্ধ।
বিশেষজ্ঞরা বলছেন, এই সুযোগকে কাজে লাগিয়েই লাভের মুখ দেখতে পারবে দেশীয় বস্ত্রশিল্প। অন্যদিকে, ভারত বাংলাদেশি পণ্য আমদানি বন্ধ করায় ব্যাপক ক্ষতি হবে ওপার বাংলার ব্যবসায়ীদের। সূত্রের খবর, এতদিন বাংলাদেশ থেকে কম করে 6 হাজার কোটি টাকার পোশাক পণ্য আমদানি করা হতো। তবে নিষেধাজ্ঞার পর আপাতত তা আর হচ্ছে না।
বাংলাদেশ থেকে কী কী পণ্য আমদানি করে ভারত?
প্রতিবেশী হওয়ার সুবাদে ভারত ও বাংলাদেশ দুই দেশ একে অপরের থেকে বিভিন্ন পণ্য কিনে থাকে। তবে স্থলপথে ভারত বাংলাদেশি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করায় প্রশ্ন উঠছে সেদেশ থেকে কোন কোন পণ্য আমদানি করে দিল্লি? সেই সূত্রে বলে রাখি, ভারত বাংলাদেশ থেকে মূলত বস্ত্র অর্থাৎ পোশাক পণ্য, পাট ও পাটজাত দ্রব্য, চামড়াজাত পণ্য, কৃষিজাত পণ্য, বিভিন্ন শাকসবজি, বেশ কিছু ফল ও ইলিশ মাছ আমদানি করে থাকে। তবে সবচেয়ে মজার বিষয়, বাংলাদেশ থেকে ভারত বস্ত্র বা পোশাক আমদানি করলেও বস্ত্র শিল্পের প্রধান কাঁচামাল আমদানি করা হয় ভারত থেকেই।
অবশ্যই পড়ুন: বস্ত্রশিল্পে হবে ১০০০০০০০০০০০ টাকার আয়, বাংলাদেশের ব্যবসা বন্ধ করে মুনাফা ভারতেরই
বাংলাদেশ ভারত থেকে কী কী আমদানি করে?
ভারতের পাশাপাশি বাংলাদেশ প্রতিবেশীর কাছ থেকে বিভিন্ন সময় নানান রকম সুবিধা নেওয়ার পাশাপাশি একাধিক প্রয়োজনীয় পণ্য আমদানি করে থাকে। সেই তালিকায় রয়েছে, তুলা, খনিজ জ্বালানি, বিভিন্ন দামি ওষুধ, গাড়ির একাধিক পার্টস, নানান প্রয়োজনীয় যন্ত্রাংশ বা মেশিনারি, বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য, নিউক্লিয়ার রিঅ্যাক্টর, স্টিল, মশলা, বিভিন্ন শাকসবজি, সুতো, পেট্রোলিয়াম পণ্যসহ একাধিক প্রয়োজনীয় সামগ্রী।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |