পার্থ সারথি মান্না, কলকাতাঃ গোটা সপ্তাহ ধরে জি বাংলা থেকে ষ্টার জলসার মেগাতে টানটান পর্ব দেখালেও কে সেরা সেটার প্রমাণ মেলে বৃহস্পতিবারেই। হ্যাঁ ঠিকই ধরেছেন টিআরপি তালিকার কথাই বলছি। ইতিমধ্যেই এসপ্তাহের টার্গেট রেটিং পয়েন্টের তালিকা (TRP List) প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে বাজি পাল্টে গিয়েছে! আর পরিণীতা নয় বরং নতুন বেঙ্গল টপার হয়েছে দুই মেগা।
কে হল নতুন বেঙ্গল টপার? TRP Topper of This Week
বিগত প্রায় দু মাস যাবৎ সেরার সিংহাসন একাই দখলে রেখেছিল পরিণীতা। তবে এবার শেষমেষ তাকে টেক্কা দিল পুরোনো মেগাই। একটি নয় বরং এসপ্তাহে দুটি ধারাবাহিক ছিনিয়ে নিয়েছে বেঙ্গল টপারের তকমা। জগদ্ধাত্রী ও ফুলকি দুজনেই ৭ পয়েন্ট সহ হয়ে গিয়েছে সেরার সেরা। তাহলে কোথায় পরিণীতা?
এসপ্তাহের সেরা পাঁচ ধারাবাহিক
আসলে একটুর জন্য সেরার স্থান হারিয়েছে পারুল। এসপ্তাহে ৬.৯ পয়েন্ট সহ দ্বিতীয় স্থানে রয়েছে পরিণীতা। এরপর তৃতীয় স্থানে রয়েছে রাঙ্গামতি তীরন্দাজ, যার প্রাপ্ত পয়েন্ট ৫.৯। তারপর ৫.৮ পয়েন্ট সহ চতুর্থ স্থানে রয়েছে পরশুরাম আজকের নায়ক। আর পঞ্চম স্থানে রয়েছে দুই মেগা, চিরদিনই তুমি যে আমার ও গীতা LLB, দুজনেই ৫.৫ পয়েন্ট পেয়েছে। চলুন এবার সেরা দশের তালিকা দেখে নেওয়া যাক।
আরও পড়ুনঃ দরপতনের ইতি, এবার সোনার দামে আগুন! বাড়ল রুপোর দরও, দেখুন আজকের রেট
বাংলা সিরিয়ালের সেরা দশের টিআরপি । Bengali Serial Top 10 Serial TRP
জগদ্ধাত্রী, ফুলকি – ৭.০
পরিণীতা – ৬.৯
রাঙ্গামতি তীরন্দাজ – ৫.৯
পরশুরাম আজকের নায়ক – ৫.৮
চিরদিনই তুমি যে আমার, গীতা LLB – ৫.৫
কথা – ৫.৩
গৃহপ্রবেশ+চিরসখা, কোন গোপনে+মিত্তির বাড়ি ১ ঘন্টার পর্ব – ৫.১
অনুরাগের ছোঁয়া+ রোশনাই – ৪.১
দুগ্গামণি ও বাঘমামা – ৩.৬
তুই আমার হিরো – ৩.৩
ধারাবাহিক ছাড়াও শনি ও রবিবার টিভির পর্দায় রিয়েলিটি শো দেখার জন্য মুকিয়ে থাকেন দর্শকেরা। এক্ষেত্রে দেখা যাচ্ছে, দিদি নাম্বার ওয়ানের সানডে ধামাকা পর্ব ৪.৪ পয়েন্ট পেয়েছে। এছাড়া ডান্স বাংলা ডান্স পেয়েছে ৩.৯ পয়েন্ট।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |