পার্থ সারথি মান্না, কলকাতাঃ প্রতি সপ্তাহে বৃহস্পতিবার মানেই বাঙালি দর্শকদের মনে চিন্তা বাড়তে শুরু করে। প্রিয় ধারাবাহিকের টিআরপি পয়েন্ট (Target Rating Point) কত হবে সেটা নিয়ে সকলেই টেনশনে থাকেন কমবেশি। কারণ TRP কম মানেই সিরিয়াল শেষ হওয়ার সম্বাবনা বেড়ে যায়। তাহলে এসপ্তাহে কে হল বেঙ্গল টপার? আর সেরা দশে রইল কারা? চলুন ঝটপট দেখে নেওয়া যাক টাটকা টিআরপি তালিকা।
কে হল বেঙ্গল টপার?
সদ্য প্রকাশিত TRP list থেকে দেখা যাচ্ছে এসপ্তাহে একজন নয় বরং দুজন বেঙ্গল টপার রয়েছে। ষ্টার জলসার কথা ও জি বাংলার ফুলকি দুজনেই ৭.৫ পয়েন্ট সহ যুগ্ম সেরা হয়েছে। তাহলে বাকি সেরা পাঁচে নাম উঠল কাদের? চলুন দেহে নেওয়া যাক।
সাপ্তাহিক সেরা পাঁচ সিরিয়ালের তালিকা
বেঙ্গল টপারের খোঁজ তো মিলল তবে সেরা পাঁচে নাম রয়েছে কাদের? লিস্ট অনুযায়ী ডিইটি স্থানেও রয়েছে জোড়া ধারাবাহিক। গীতা LLB ও পরিণীতা দুজনেই ৭.৩ পয়েন্ট পেয়েছে ও দ্বিতীয় হয়েছে এ সপ্তাহে। একটুর জন্য পিছিয়ে ৭.২ নম্বর সহ তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। সিরিয়ালের বর্তমানে বেনারসের স্পেশাল পর্ব চলছে। এরপর চতুর্থ স্থানে রয়েছে উড়ান, প্রাপ্ত পয়েন্ট ৬.৯। আর পঞ্চম স্থানে রয়েছে শ্যামলী-অনিকেতের কাহিনী, এসপ্তাহে ৬.৭ পেয়েছে কোন গোপনে মন ভেসেছে।
বাংলা সিরিয়ালের সেরা দশের টিআরপি । Bengali Serial Top 10 Serial TRP
কথা, ফুলকি – ৭.৫
গীতা LLB, পরিণীতা – ৭.৩
জগদ্ধাত্রী – ৭.২
উড়ান – ৬.৯
কোন গোপনে মন ভেসেছে – ৬.৭
আনন্দী, রাঙ্গামতি তীরন্দাজ – ৬.৬
গৃহপ্রবেশ – ৬.৩
শুভ বিবাহ – ৬.০
তেঁতুলপাতা – ৫.৯
অনুরাগের ছোঁয়া + রোশনাই – ৫.৬
আদৃত রায়ের নতুন মেগা শুরুর আগে থেকেই ব্যাপক জনপ্রিয়তা পেলেও সেরা দশের তালিকা এখনও উঠতে পারেনি। এসপ্তাহে ‘মিত্তির বাড়ি’র টিআরপি পয়েন্ট ৫.৩। তবে আগামীদিন আরও ভালো রেটিং হবে বলে আশা দর্শকদের। ধারাবাহিক ছাড়াও রিয়েলিটি শো দেখতেও বেশ ভালোবাসেন দর্শকেরা। এসপ্তাহের তালিকা অনুযায়ী জি বাংলার ‘দিদি নং ১’ এর সানডে ধামাকা পেয়েছে ৪.৭ পয়েন্ট। এছাড়া সারেগামাপা পেয়েছে ৪.৯ পয়েন্ট।