শুরুতেই ছক্কা হাঁকালো পরিণীতা! কে হল এ সপ্তাহের বেঙ্গল টপার? দেখুন TRP লিস্ট

Published on:

21st nov bengali serial weekly target rating point list phulki jagaddhatri bengal topper see complete trp list

পার্থ সারথি মান্না, কলকাতাঃ প্রতি সপ্তাহের বৃহস্পতিবার আসলেই দর্শকেরা অপেক্ষায় থাকেন কতক্ষনে টার্গেট রেটিং পয়েন্টের তালিকা প্রকাশ্যে আসবে। প্রতিবাদের মত এবারেও বাংলা ধারাবাহিকের টিআরপি প্রকাশ্যে এসেছে। এই TRP এর উপরেই নির্ভর করে মেগা সিরিয়ালের ভবিষ্যৎ। সেরা দশের তালিকায় নাম থাকলেই ভালো নাহলেই শেষের পথে এগোয় কাহিনী। বিগত কয়েক মাসে শুরু হওয়ার ৩-৬ মাসের মধ্যেই জনপ্রিয়তার অভাবে বন্ধ হয়েছে একাধিক মেগা। তবে এসপ্তাহে কার পাল্লা ভারী? চলুন দেখে নেওয়া যাক।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কে হল এসপ্তাহের বেঙ্গল টপার?

ইতিমধ্যেই এসপ্তাহের TRP লিস্ট প্রকাশ্যে এসেছে যেখানে একজন নয় দুজন বেঙ্গল টপার হয়েছে। ফুলকি ও জগদ্ধাত্রী জি বাংলার দুই মেগা এবারে সবাইকে চাপিয়েছে জনপ্রিয়তার নিরিখে। দুজনেরই প্রাপ্ত নাম্বার ৭.১। অবশ্য জলসাও খুব একটা পিছিয়ে নেই কড়া টক্কর দিয়ে কথা ও গীতা LLB দুজনেই ৭.০ পয়েন্ট পেয়েছে। অর্থাৎ একটুর জন্য দ্বিতীয় স্থান হয়েছে জলসার দুই মেগার।

TRP তালিকার সেরা পাঁচ

তৃতীয় স্থানে রয়েছে নতুন শুরু হওয়া ধারাবাহিক ‘পরিণীতা’। শুরু হওয়ার আগে থেকেই ব্যাপক চর্চায় রয়েছে এই সিরিয়াল। কারণ জি বাংলার সুপারহিট মেগা ‘নিম ফুলের মধু’র স্লটে আনা হয়েছে। গল্পে প্রথমবার নায়ক হিসাবে আত্মপ্রকাশ করেছেন অভিনেতা উদয় প্রকাশ সিং। বিপরিতে দেখা যাচ্ছে নবাগত অভিনেত্রী ঐশানিকে। এসপ্তাহে রায়ান-পারুলের জুটি পেয়েছে ৬.৭ পয়েন্ট। এরপর চতুর্থ স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে এবং পঞ্চমস্থানে রয়েছে উড়ান ও রাঙ্গামতি তীরন্দাজ দুজনের প্রাপ্ত নাম্বার যথাক্রমে ৬.৬ ও ৬.৪। চলুন এবার দেখে নেওয়া যাক সেরা দশের তালিকা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বাংলা সিরিয়ালের সেরা দশের টিআরপি ।  Bengali Serial Top 10 Serial TRP

ফুলকি , জগদ্ধাত্রী – ৭.১
কথা, গীতা LLB – ৭.০
পরিণীতা – ৬.৭
কোন গোপনে মন ভেসেছে – ৬.৬
উড়ান , রাঙামতি তীরন্দাজ – ৬.৪

আনন্দী – ৬.১
তেঁতুলপাতা, নিম ফুলের মধু – ৫.৬
ডায়মন্ড দিদি জিন্দাবাদ, অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল – ৫.৫
রোশনাই – ৫.৪
শুভ বিবাহ – ৫.৩

সিরিয়াল ছাড়াও অনেকেই রিয়েলিটি শো দেখতেও পছন্দ করেন। এসপ্তাহে দিদি নং ওয়ান সানডে ধামাকা পর্ব ৪.৫ টিআরপি পেয়েছে। অন্যদিকে সারেগামাপা পেয়েছে ৪. ৭ পয়েন্ট।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group