পার্থ সারথি মান্না, কলকাতাঃ বৃহস্পতিবার সকাল মানেই বাঙালি দর্শকদের টেনশন শুরু। হবে নাই বা কেন! এদিনেই যে বাংলা মেগার টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) তালিকা প্রকাশ্যে আসে। এই টিআরপির উপরেই সিরিয়ালের ভবিষ্যৎ নির্ভর করে। সেরা পাঁচে নাম থাকলে নিশ্চিন্ত নাহলেই মুশকিল। কারণ নাম্বার কম হলেই দেখা যায় কয়েকমাসের মধ্যেই বন্ধ নাহলে স্লট চেঞ্জ হয়ে যায়। তাহলে কে হল এসপ্তাহের বেঙ্গল টপার? চলুন দেখে নেওয়া যাক।
কে হল বেঙ্গল টপার? TRP List This Week
এতদিন পুরোনো মেগারাই সেরার জায়গা দখল করেছিল, তবে সেটা ইতিমধ্যেই পাল্টে গিয়েছে। গতসপ্তাহের মত এবারেও বেঙ্গল টপারের খেতাব উঠল উদয় প্রতাপ সিং ও ঐশানীর ‘পরিণীতা’ ধারাবাহিকের মাথায়। এই নিয়ে দ্বিতীয়বার টিআরপি তালিকায় প্রথম হল ধারাবাহিকটি। এসপ্তাহে ‘পরিণীতা’র প্রাপ্ত নাম্বার ৮.৩। তাহলে দ্বিতীয় হল কে? চলুন জেনে নেওয়া যাক সেরা পাঁচের নাম।
এসপ্তাহের সেরা পাঁচ সিরিয়াল
একটুর জন্য ‘পরিণীতা’কে টেক্কা দিতে পারেনি ফুলকি। এসপ্তাহে ৮ পয়েন্ট সহ দ্বিতীয় স্থানে রয়েছে রোহিত স্যার ও ফুলকির কাহিনী। এর ঠিক পরেই রয়েছে জি বাংলার জগদ্ধাত্রী। মাঝে কিছুটা জনপ্রিয়তা কমলেও জগদ্ধাত্রীর মেয়ে দূর্গার জেরে ফের একবার টিআরপি বাড়তে শুরু করেছে। এবারে ৭.৫ পয়েন্ট সহ তৃতীয় হয়েছে জগদ্ধাত্রী। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে গীতা LLB ও কোন গোপনে মন ভেসেছে। লেটেস্ট তালিকায় গীতা ৭.২পয়েন্ট ও শ্যামলী ৭.০ পয়েন্ট পেয়েছে। তাহলে বাকিরা কোথায়? চলুন দেখে নেওয়া যাক সেরা দশের তালিকা।
বাংলা সিরিয়ালের সেরা দশের টিআরপি । Bengali Serial Top 10 Serial TRP
পরিণীতা – ৮.৩
ফুলকি – ৮.০
জগদ্ধাত্রী – ৭.৫
গীতা LLB – ৭.২
কোন গোপনে মন ভেসেছে – ৭.০
কথা – ৬.৯
রাঙামতি তীরন্দাজ – ৬.৭
উড়ান – ৬.৫
শুভ বিবাহ – ৫.৯
গৃহপ্রবেশ, মিত্তির বাড়ি – ৫.৬
আরও পড়ুনঃ খরচ ৮০ টাকারও কম, আনলিমিটেড কলিং ও ডেটা সহ লোভনীয় অফার নিয়ে হাজির BSNL
এছাড়াও মিশকাকে গুলি করে খতম করার এপিসোডের জেরে অনুরাগের ছোঁয়া এসপ্তাহে ৬.১ পয়েন্ট পেয়েছে। আর সিরিয়াল ছাড়া রিয়েলিটি শোয়ের মধ্যে জি বাংলার ‘দিদি নাম্বার ওয়ান’ ৫.৩ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে সারেগামাপা পেয়েছে ৫.৪ পয়েন্ট।