পার্থ সারথি মান্না, কলকাতাঃ প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দিনটার জন্য অপেক্ষায় থাকেন বাঙালি দর্শকেরা। এই দিনেই ধারাবাহিকের টার্গের রেটিং পয়েন্টের তালিকা (Target Rating Point) প্রকাশিত হয়। তবে এসপ্তাহে ক্রিসমাসের জেরে সেটা পিছিয়ে গিয়েছিল। গতকালের বদলে আজ অর্থাৎ শুক্রবার প্রকাশিত হল টিআরপি তালিকা। তাই অনেকেই বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন কে নতুন বেঙ্গল টপার হল জানার জন্য। চলুন তাহলে দেখে নেওয়া যাক।
কে হল বেঙ্গল টপার?
TRP তালিকা প্রকাশ্যে আসা মানেই সবার আগে কে বেঙ্গল টপার হল সেটা দেখতে হয়। আর গতবারের মত এবারেও একটা নয় বরং দুই মেগার মাথায় উঠেছে সেরার মুকুট। জি বাংলার ফুলকি ও ষ্টার জলসার গীতা LLB এই দুই ধারাবাহিকই ৭.৯ পয়েন্ট সহ নতুন বেঙ্গল টপার হয়ে গিয়েছে। মূলত টান টান উত্তেজনার জেরেই এই TRP। তাহলে বাকিরা কোথায়?
সাপ্তাহিক সেরা পাঁচ সিরিয়াল
এসপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। দুৰ্ধৰ্ষ সমস্ত পর্বের জেরে ৭.৮ টিআরপি পেয়েছে জ্যাস সন্ন্যালের কাহিনী। একটুর জন্য তৃতীয় পজিশন মিস করে ঠিক পরেই রয়েছে কথা ও পরিণীতা। দুজনেই এসপ্তাহে ৭.৭ পয়েন্ট সহ তৃতীয় স্থানে রয়েছে। তারপর চতুর্থ স্থানে রয়েছে উড়ান আর পঞ্চম স্থানে রয়েছে রাঙ্গামতি তীরন্দাজ। এসপ্তাহে উড়ান পেয়েছে ৭.৩ পয়েন্ট ও রাঙ্গামতি তীরন্দাজ পেয়েছে ৭.০ পয়েন্ট। চলুন এবার সেরা দশের নাম্বার সহ তালিকা দেখে নেওয়া যাক।
বাংলা সিরিয়ালের সেরা দশের টিআরপি । Bengali Serial Top 10 Serial TRP
ফুলকি, গীতা LLB – ৭.৯
জগদ্ধাত্রী – ৭.৮
কথা, পরিণীতা – ৭.৭
উড়ান – ৭.৩
রাঙামতি তীরন্দাজ – ৭.০
কোন গোপনে মন ভেসেছে – ৬.৯
গৃহপ্রবেশ – ৬.৫
তেঁতুলপাতা, আনন্দী – ৬.২
শুভ বিবাহ – ৬.১
অনুরাগের ছোঁয়া + রোশনাই – ৫.৬
এই ছিল বছরের শেষ সপ্তাহের সেরা দশ বাংলা সিরিয়ালের তালিকা। তবে ধারাবাহিক ছাড়াও দর্শকেরা রিয়ালিটি শো দেখতেও বেশ ভালোবাসেন। জি বাংলার দিদি নং ১ এর রবিবার স্পেশাল পর্ব এসপ্তাহে ৬.২ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে জলসা ফিকশন পেয়েছে ৫.৯ পয়েন্ট। আর গানের রিয়ালিটি শো সারেগামাপা পেয়েছে ৫. ১ পয়েন্ট।