পার্থ সারথি মান্না, কলকাতাঃ এমনিতে বৃহস্পতিবার মানেই বাঙালি দর্শকদের মনে চিন্তা বেড়ে যায়, কে হবে সেরা ধারাবাহিক সেটা নিয়ে। তবে এসপ্তাহে ১লা মে ছুটি থাকায় একদিন পরে প্রকাশ্যে এল টিআরপি তালিকা। জগদ্ধাত্রী নাকি পরিণীতা? কে হল বাংলার সেরা সিরিয়াল? জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
কে হল নতুন বেঙ্গল টপার? TRP Topper of This Week
সদ্য যে তালিকা প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে এসপ্তাহেও ফের একবার সেরার সিংহাসন একই দখল করেছে জগদ্ধাত্রী। ৭.১ পয়েন্ট সহ সবাইকে অনেকটা পিছনে ফেলে সকলের মন জিতে নিয়েছে জ্যাস ও দুর্গার কাহিনী। তবে সেরা পাঁচে নাম উঠল কাদের? চলুন দেখে নেওয়া যাক।
এসপ্তাহের সেরা পাঁচ ধারাবাহিক
জগদ্ধাত্রীর ঠিক পরেই রয়েছে পরিণীতা। পারুল ও রায়ানের কাহিনী এসপ্তাহে ৬.৬ পয়েন্ট পেয়েছে। একটুর জন্য দ্বিতীয় স্থান মিস করেছে ফুলকি, এসপ্তাহে ফুলকির ঝুলিতে এসেছে ৬.৫ পয়েন্ট। চতুর্থ স্থানে রয়েছে পরশুরাম আজকের নায়ক আর পঞ্চম স্থানে রয়েছে রাঙ্গামতি তীরন্দাজ। পরশুরাম পেয়েছে ৬.২ পয়েন্ট ও রাঙ্গামতি পেয়েছে ৬.০। নিচে সেরা দশ মেগার নাম্বার সহ তালিকা দেওয়ার রইল।
বাংলা সিরিয়ালের সেরা দশের টিআরপি । Bengali Serial Top 10 Serial TRP
জগদ্ধাত্রী – ৭.১
পরিণীতা – ৬.৬
ফুলকি – ৬.৫
পরশুরাম – ৬.২
রাঙ্গামতি তীরন্দাজ – ৬.০
আরও পড়ুনঃ মাধ্যমিকে ৯৬.৪৬% পাশের হার নিয়ে সেরা এই জেলা! কত নম্বরে কলকাতা? দেখুন তালিকা
গৃহপ্রবেশ – ৫.৬
কথা – ৫.৫
চিরদিনই তুমি যে আমার – ৫.৪
গীতা LLB – ৫.০
কোন গোপনে মন ভেসেছে – ৪.৯
সিরিয়াল ছাড়াও টিভির পর্দায় রিয়েলিটি শো দেখতে বেশ ভালোবাসে বাঙালি দর্শকেরা। আর সপ্তাহে রিয়েলিটি শোয়ের দিক থেকে সেরা হয়েছে জলসা ফিকশন, পেয়েছে ৫.৬ পয়েন্ট। এরপরে রয়েছে দিদি নাম্বার ১ সানডে ধামাকা পর্ব যেটা ৩.৬ পয়েন্ট পেয়েছে আর ডান্স বাংলা ডান্স পেয়েছে ৩.৭ পয়েন্ট।