TRP নয়, এবার চ্যানেল-ফেডারেশনের ঝামেলায় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ৩টি সিরিয়ালের শ্যুটিং

Published on:

tv serial shooting

কলকাতাঃ টিআরপি কম থাকার জেরে প্রায় দিনই স্টার জলসা হোক আর জি বাংলা, কোনও না কোনও চ্যানেলের সিরিয়াল বন্ধ হচ্ছেই। এর আগের সপ্তাহে TRP লিস্টে সবার উপরে থেকেও স্লট হাতছাড়া হয়েছে জি বাংলার জনপ্রিয় নিম ফুলের মধুর। কারণ, নতুন সিরিয়াল আসছে। এমনকি কিছুদিন আগে, নিম ফুলের মধুর শেষ হওয়ারও কথা শোনা যাচ্ছিল। তবে এরই মধ্যে তিন তিনটি বাংলা সিরিয়ালের কাজ বন্ধ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। তবে, এবার TRP-র জন্য নয়, এবার কাজ বন্ধ হয়েছে চ্যানেল ও ফেডারেশনের ঝামেলার কারণে।

বন্ধ তিনটি সিরিয়ালের শ্যুটিং

তবে এবার স্টার জলসা বা জি বাংলা নয়, এবার গণ্ডগোল কালার্স বাংলার তিনটি সিরিয়াল নিয়ে। কিছুদিন আগে কালার্স বাংলার ১০০ পর্বের তিনটি ধারাবাহিক আসার কথা হচ্ছিল। আর এবার সেই ধারাবাহিকগুলো নিয়েই গণ্ডগোল। জানা গিয়েছে, পুজোর আগে ওই ধারাবাহিকগুলোর শ্যুটিং শুরু হয়েছিল। কিন্তু চ্যানেল আর ফেডারেশনের ঝামেলার কারণে আপাতত আর শ্যুটিং হচ্ছে না।

আসলে মাত্র ১০০ পর্ব হওয়ায় ফেডারেশন এই তিন ধারাবাহিককে সিরিয়াল মানতে নারাজ। তাঁরা এই তিন ধারাবাহিককে সিরিয়ালের বদলে সিরিজ বলে আখ্যা দিয়েছে। ওদিকে চ্যালেন জানাচ্ছে যে, টিভিতেই যেহেতু দেখানো হবে, তাই এগুলো সিরিজ নয়, এগুলো সিরিয়ালই। দুই পক্ষের দুই যুক্তিতে আপাতত এই ৩ সিরিয়ালের শ্যুটিং বন্ধ রয়েছে।

সিরিয়ালের শ্যুটিং বন্ধ নিয়ে মুখ খুললেন স্বরূপ বিশ্বাস

এই বিষয়ে এক সিরিয়ালের প্রযোজক আনন্দবাজারকে জানিয়েছেন যে, ‘চ্যানেল ও ফেডারেশনের মধ্যে সমস্যায় থাকায় শ্যুটিং দুই দিন ধরে বন্ধ রয়েছে।’ তবে তিনি এও জানিয়েছেন যে, এই সমস্যা দ্রুত মিটে যাবে ও শীঘ্রই সিরিয়ালের শ্যুটিং ফের চালু হবে। এদিকে এই ১০০ পর্বের ৩ ধারাবাহিকের শ্যুটিং বন্ধ হওয়ার বিষয়টা ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস স্বীকারও করেছেন। তিনি জানিয়েছেন যে, এই বিষয়ে তাঁরা ফেডারেশনের সঙ্গে কথাবার্তা বলছেন।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥