একটুর জন্য হাতছাড়া সেরার সিংহাসন, ফুলকি না গীতা কে হল বেঙ্গল টপার? দেখুন TRP তালিকা

Published:

bengali serial trp
Follow

পার্থ সারথি মান্না, কলকাতাঃ প্রতিদিন টিভির পর্দায় যে সমস্ত সিরিয়ালগুলো সপ্রচারিত হয় সেগুলি দর্শকদের মন কতটা জিততে পারলে তার রিপোর্ট কার প্রকাশ্যে আসে বৃহস্পতিবার। হ্যাঁ ঠিকই ধরেছেন টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point) তালিকার কথাই বলছি। তাই TRP List আসার জন্য রীতিমত সকাল থেকে অপেক্ষায় থাকেন সকলে। কে বেঙ্গল টপার হল আর কে পড়ল পিছিয়ে সবটাই জানা যায় এই তালিকা থেকেই।

কে হল বেঙ্গল টপার? TRP List This Week

এসপ্তাহে সবাইকে চমকে দিয়ে বাংলার সেরা সিরিয়ালের মুকুট উঠেছে ষ্টার জলসার ‘গীতা LLB’ এর মাথায়। এসপ্তাহে টান টান উত্তেজনার পর্ব দেখিয়ে টিআরপি তালিকায় ৮.২ পয়েন্ট পেয়েছে গীতা। অবশ্য গতবারের টপার কিন্তু খুব একটা পিছিয়ে নেই। একটুর জন্য দ্বিতীয় স্থানে আছে ফুলকি। কত পয়েন্ট পেল? চলুন দেখে নেওয়া যাক।

এসপ্তাহের সেরা পাঁচ সিরিয়াল

গীতা এলএলবি এর থেকে সামান্য পয়েন্টের ব্যবধানে ৮.১ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার ফুলকি। এর পর তৃতীয় স্থান দখলের জন্য চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। কথা ও পরিণীতা দুজনেই এসপ্তাহে ৭.৮ পয়েন্ট পেয়েছে। এদিকে গল্প লিপ নেওয়ার পর জগদ্ধাত্রী সিরিয়ালের কিছুটা জনপ্রিয়তা কমেছে এমনটাই বলছে টিআরপি। কারণ এবারে ৭.৬ পেয়ে চতুর্থ স্থানে আছে জ্যাস সন্ন্যালের কাহিনী। আর পঞ্চম স্থানে রয়েছে দুই মেগা, রাঙ্গামতি তীরন্দাজ আর গৃহপ্রবেশ দুজনেই ৬.৯ পেয়ে পঞ্চম হয়েছে তালিকায়। এবার সেরা দশ মেগা ও তাদের প্রাপ্ত নাম্বার দেখার পালা।

বাংলা সিরিয়ালের সেরা দশের টিআরপি । Bengali Serial Top 10 Serial TRP

গীতা LLB – ৮.২
ফুলকি – ৮.১
কথা, পরিণীতা – ৭.৮
জগদ্ধাত্রী – ৭.৬
গৃহপ্রবেশ, রাঙ্গামতি তীরন্দাজ – ৬.৯

কোন গোপনে মন ভেসেছে – ৬.৮
তেঁতুলপাতা – ৬.৪
শুভ বিবাহ – ৬.০
আনন্দ – ৫.৯
মিত্তির বাড়ি – ৫.৭

সিরিয়াল ছাড়াও রিয়ালিটি শো দেখতেও বেশ আগ্রহী থাকেন দর্শকেরা। এসপ্তাহে জি বাংলার নন ফিকশন শো দিদি নাম্বার ১ সানডে ধামাকা পেয়েছে ৫.৭ পয়েন্ট। এদিকে সারেগামাপা পেয়েছে ৫.৮ পয়েন্ট। এছাড়া ষ্টার জলসার জলসা ফিকশন পেয়েছে ৫.৮ টিআরপি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join